Ramandeep Singh: হার্ষিতের পর এবার শাস্তির মুখে রমনদীপ, সঠিক কারণ প্রকাশ না করেই বড় জরিমানা KKR তারকাকে
কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) থেকে প্রায় প্রতি বছর একাধিক তরুণ ক্রিকেটার দুর্দান্ত পারফরম্যান্স করে...কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) থেকে প্রায় প্রতি বছর একাধিক তরুণ ক্রিকেটার দুর্দান্ত পারফরম্যান্স করে নিজেদের জায়গা করে নেয়। এই বছর আইপিএলেও (IPL 2024) রিঙ্কু সিংয়ের পাশাপাশি ফিনিশার হিসাবে কলকাতার হয়ে রমনদীপ সিং (Ramandeep Singh) সকলের নজরে এসেছেন। গতকাল মুম্বাই ইন্ডিয়ান্সের (Mumbai Indians) বিপক্ষেও তিনি দুরন্ত ফর্মে ছিলেন। কিন্তু কলকাতা এই ম্যাচে অবিশ্বাস্য জয় তুলে নিলেও এবার রমনদীপ সিংকে বিসিসিআইয়ের (BCCI) শাস্তির মুখে পড়তে হলো।
গতকাল বৃষ্টি বিঘ্নিত ম্যাচে পরিবর্তীত ১৬ ওভারে প্রথমে টসে হেরে কলকাতা নাইট রাইডার্স ব্যাটিং করতে আসে। কিন্তু একের পর এক উইকেট হারিয়ে এক সময় তারা চাপের মুখে পড়ে যায়। সেই সময় ভেঙ্কটেশ আইয়ার এবং নিতীশ রানা এসে দলের হাল ধরেন। এরপর শেষের দিকে রিঙ্কু সিংয়ের সঙ্গে ব্যাট করতে নেমে রমনদীপ সিং ৮ বলে ১৭ রানের একটি গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন। এছাড়াও দ্বিতীয় ইনিংসে সূর্যকুমার যাদবের অসাধারণ ক্যাচ নিয়ে রমনদীপ দলকে জয় লক্ষ্যে পৌঁছে দেন।
অন্যদিকে গতকাল গুরুত্বপূর্ণ ম্যাচে কলকাতা নাইট রাইডার্স ১৮ রানে জয় তুলে নিলেও এবার রমনদীপ সিং টুর্নামেন্টের আচরণবিধি লঙ্ঘনের জন্য শাস্তির মুখে পড়লেন। এর ফলে তাকে ম্যাচ ফি-এর ২০ শতাংশ জরিমানা করা হয়েছে। এই বিষয়ে বিসিসিআই এক বিবৃতিতে জানিয়েছে, "রমনদীপ সিং আইপিএলের আচরণবিধির ধারা ২.২০-এর অধীনে প্রথম পর্যায়ের অপরাধ করেছেন। তিনি এই অপরাধ স্বীকার করেছেন এবং ম্যাচ আম্পায়ারের সিদ্ধান্ত গ্রহণ করেছেন। প্রথম পর্যায়ের আচরণবিধি লঙ্ঘনের জন্য ম্যাচ আম্পায়ারের সিদ্ধান্ত চূড়ান্ত এবং বাধ্যতামূলক।"
উল্লেখ্য কোনো ক্রিকেটার ম্যাচ চলাকালীন সাধারণ ক্রিকেট ক্রিয়াকলাপগুলির বাইরে বিজ্ঞাপন বোর্ড, সীমানা বেড়া, ড্রেসিং রুমের দরজা, আয়না, জানালা এবং অন্যান্য ফিক্সচার বা যেকোনো জিনিস বেপরোয়াভাবে লাথি দিয়ে বা কোনোভবে আঘাত করে ক্ষতিগ্রস্থ করলে তা আইপিএলের আচরণবিধির অনুচ্ছেদ ২.২ ধারার মধ্যে পড়ে। অন্যদিকে গতকাল মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে জয় তুলে নেওয়ার পর এই বছর আইপিএলের প্রথম দল হিসাবে কলকাতা নাইট রাইডার্স প্লে অফে নিজেদের জায়গা করে নিয়েছে।