Categories: Sport

Ramandeep Singh: পরপর পাঁচ ছক্কা! এক ওভারে 34 রান তুলে রিঙ্কুকে ছাপিয়ে গেলেন KKR তারকা

যতদিন এগোচ্ছে, ক্রিকেট খেলার চমক ততো বাড়ছে। সেরকমই বুধবার ব্যাট হাতে এক বিশেষভাবে চমক দেখিয়েছেন কলকাতা নাইট রাইডার্সের (Kolkata Knight Riders) তারকা রমনদীপ সিং (Ramandeep Singh)। এবারের আইপিএলে (IPL 2024) মাত্র কয়েকটা বল খেলেই অধিকতর ক্রিকেটভক্তের মন জিতেছে এই রমনদীপ। ব্যাট হাতেই হোক বা ফিল্ডিংয়ে, যখনই সুযোগ পেয়েছেন, তখনই নিজেকে উজার করে দিয়েছেন এই নাইট।

এবার আইপিএল মরশুমের সেরা ক্যাচের পুরস্কারটি নিয়েছেন রমনদীপ সিং। তবে আইপিএল শেষ হওয়ার পর প্রায় তিন সপ্তাহ কেটে গেলেও, এখনো মাঠে সেই রকম মনোভাব নিয়ে খেলে যাচ্ছেন রমনদীপ। সম্প্রতি সের-ই-পাঞ্জাব টি-২০ কাপে (Sher-E-Punjab T20 Cup) খেলছেন তিনি। সেখানে ট্রিডেন্ট স্ট্যালিয়ন্স (Trident Stallions) নামক দলের হয়ে প্রতিনিধিত্ব করেন রমনদীপ সিং।

বুধবার বৃষ্টিবিঘ্নিত সন্ধ্যায় পাঞ্জাবের মোহালিতে প্রথমে ব্যাট করতে নেমে ১৩ ওভারে ১০০ রান করে ট্রিডেন্ট স্ট্যালিয়ন্স। এই ম্যাচে ২১ বলে ৪৬ রানের অপরাজিত ইনিংস খেলেছেন রমনদীপ৷ আর গতকাল যে জিনিসটি পুরো ক্রিকেটবিশ্বকে অবাক করেছে, তা হল ১৩ তম তথা ইনিংসের অন্তিম ওভারে ৫ টি ছক্কা হাঁকিয়েছেন এই নাইট তারকা। ওই ওভারে সাহিল খানের ওভার থেকে ৩৪ রান যোগ করেন তিনি। তার মধ্যে ৪ টি ওয়াইড বল ছিল, এছাড়া ৫ টি ছক্কা হাঁকিয়ে পুরোপুরি ১০০ রানে শেষ করেন রমনদীপ।

যদিও শুধুমাত্র গতকালই নয়, এই কৃতিত্ব এর আগেও একবার করে দেখিয়েছেন পাঞ্জাবের এই ক্রিকেটার। গতবছর এই একই টুর্নামেন্ট তথা সের-ই-পাঞ্জাব টি-২০ কাপে বিএলভি ব্লাস্টার্সের বিরুদ্ধে অফ-স্পিনার কৃষাণ অ্যালংকে এক ওভারে পরস্পর ৫ বলে ৫ টি ছক্কা হাঁকিয়েছিলেন। এই নিয়ে মোট দুইবার এই বিশেষ নজির গড়ায় এখন আলোচনার শিরোনামে রয়েছে রমনদীপের নাম। এই রমনদীপ ছাড়াও সম্প্রতি কেকেআর দলের আরও দুইজন এক ওভারে ৫ ছক্কার নজির গড়েছেন। তাদের মধ্যে একজন হলেন রিঙ্কু সিং (Rinku Singh) এবং অন্যজন শেরফেন রাদারফোর্ড (Sherfane Rutherford)।

Suman Patra

Recent Posts

জানুয়ারিতে আসছে Maruti Suzuki-র প্রথম বৈদ্যুতিক গাড়ি, ভারত থেকে রপ্তানি বিশ্বজুড়ে

Maruti Suzuki অনেকদিন ধরেই eVX কোডনেমের একটি ইলেকট্রিক গাড়ির উপর কাজ করছে৷ যার কনসেপ্ট ভার্সন…

47 mins ago

ডার্বি বাতিলের পর‌ এবার নবাবের শহরে চ্যারিটি ম্যাচে মুখোমুখি হবে ইস্টবেঙ্গল-মোহনবাগান, খেলা হবে এই ক্রিকেট স্টেডিয়ামে

এই বছর ডুরান্ড কাপের গ্ৰুপ পর্বে ইস্টবেঙ্গল এবং মোহনবাগানের মুখোমুখি হওয়ার কথা ছিল। কিন্তু আরজি…

1 hour ago

Kuldeep Yadav: ‘মনে হয় পরিবারের কাউকে হারিয়েছি’, প্রয়াত এই লেজেন্ডকে নিজের আইডল বলে জানালেন কুলদীপ

এই বছর টি-টোয়েন্টি বিশ্বকাপেও কুলদীপ যাদব বল হাতে দুরন্ত ফর্মে ছিলেন। তিনি সম্প্রতি শেষ হওয়া…

2 hours ago

Poco Pad 5G ভারতে 12 ইঞ্চি ডিসপ্লে ও 10000mAh ব্যাটারি সহ লঞ্চ হল, প্রথম সেলে 4000 টাকা ছাড়

পোকো আজ ভারতে তাদের প্রথম ট্যাবলেট Poco Pad 5G লঞ করেছে। 5G সাপোর্টের এই ট্যাবলেটের…

2 hours ago

স্মার্ট ফিচার্সের সঙ্গে স্মার্ট ক্যামেরা, ফাঁস হল Honor 200 Smart-এর দাম সহ প্রচুর তথ্য

Honor তাদের 200 সিরিজে একটি নতুন স্মার্টফোন যুক্ত করছে বলে খবর পাওয়া গিয়েছে। নতুন মডেলটির…

2 hours ago

Flipkart Minutes: অর্ডারের 13 মিনিটের মধ্যে ডেলিভারি, কফি খেতে খেতে ল্যাপটপ হাতে পেল ক্রেতা

ই-কমার্স প্ল্যাটফর্মগুলির মধ্যে দ্রুততম প্রোডাক্ট ডেলিভারির প্রতিযোগিতা রয়েছে। ব্লিঙ্কিট দাবি করে তালা ১০ মিনিটেই প্রোডাক্ট…

3 hours ago