Rashid Khan: ২৫ বছর বয়সেই বিরাট কীর্তিমান রাশিদের, কনিষ্ঠতম হিসেবে গড়লেন এই রেকর্ড
দেশের জার্সিতেই হোক কিংবা আইপিএলসহ বিশ্বের অন্যত্র ফ্র্যাঞ্চাইজি লিগেই হোক, প্রতিটি জায়গাতেই বারংবার ব্যাটারদের ভয়ের কারণ হয়ে উঠতে দেখা গেছে রাশিদ খানকে।
রাশিদ খানকে চেনেন না, বিশ্বে এমন ক্রিকেটপ্রেমী নেই বললেই চলে। আফগানিস্তান ক্রিকেট দলের অধিনায়ক রাশিদ খান কখনো বল হাতে, কখনো ব্যাট হাতে ক্রিকেটবিশ্বকে একের পর এক উপহার দিয়েই চলেছেন। সম্প্রতি আবারও এক নজির গড়ে সকলকে চমকে দিলেন এই ২৫ বছর বয়সী আফগান তারকা। সোমবার নিজের টি-টোয়েন্টি কেরিয়ারে ৬০০ উইকেট পূরণ করেছেন রাশিদ খান।
সোমবার দ্য হান্ড্রেডে ট্রেন্ট রকেটসের হয়ে মাঠে নেমেছিলেন রাশিদ খান। আর মাঠে নেমেই সবচেয়ে দ্রুত ৬০০ উইকেট নিয়ে রেকর্ড নিজের নামে করেন রাশিদ খান। এর আগে টি-টোয়েন্টি কেরিয়ারে ৬০০ উইকেটের মাইলফলক অতিক্রম করেছিলেন ক্যারিবিয়ান অলরাউন্ডাত ডোয়েন ব্রাভো। বর্তমানে ৫৪৩ ইনিংসে ৬৩০ টি উইকেটের মালিক তিনি। কিন্তু এবার ওই অভিজাত তালিকায় নাম নথিভুক্ত করেছেন রাশিদ খান।
রাশিদ খান মাত্র ২৫ বছর বয়সে ৪৩৮ টি ইনিংসে বল হাতে ৬০০ টি উইকেট শিকার করেছেন। ক্রিকেটবিশ্বে সবচেয়ে দ্রুত এই মাইলফলক স্পর্শ করেছেন তিনি। তবে যেহেতু বর্তমানে রাশিদ খানের বয়স মাত্র ২৫ বছর, তাই আশা করা হচ্ছে, তিনি অনায়াসে ব্রাভোর রেকর্ডকে পিছনে ফেলে আরও দূরত্ব অতিক্রম করবেন। অন্যদিকে, এই তালিকায় রাশিদ খানের পরেই রয়েছেন ক্যারিবিয়ান স্পিনার সুনীল নারিন। ৫০৯ ইনিংসে বল হাতে ৫৫৭ টি উইকেট সংগ্রহ করেছেন তিনি।
এককথায়, টি-টোয়েন্টি ক্রিকেটের একজন কিংবদন্তি হলেন রাশিদ খান। দেশের জার্সিতেই হোক কিংবা আইপিএলসহ বিশ্বের অন্যত্র ফ্র্যাঞ্চাইজি লিগেই হোক, প্রতিটি জায়গাতেই বারংবার ব্যাটারদের ভয়ের কারণ হয়ে উঠতে দেখা গেছে এই ডান-হাতি লেগ-স্পিনারকে। এছাড়াও ব্যাট হাতেও দলের প্রয়োজনে সবসময় নিজেকে উজার করে দিয়েছেন আফগান অধিনায়ক।
দেশের জার্সিতেই হোক কিংবা আইপিএলসহ বিশ্বের অন্যত্র ফ্র্যাঞ্চাইজি লিগেই হোক, প্রতিটি জায়গাতেই বারংবার ব্যাটারদের ভয়ের কারণ হয়ে উঠতে দেখা গেছে রাশিদ খানকে।