ভারতের জয় হজম করতে পারছিলেন না ভন, বিজ্ঞানীর মত ফর্মুলা দিয়ে তাকে মোক্ষম জবাব দিলেন অশ্বিন

টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 World Cup 2024) সেমিফাইনালে ইংল্যান্ডকে হারিয়ে ১০ বছর পর টুর্নামেন্টের ফাইনালে জায়গা করে নিয়েছে টিম ইন্ডিয়া। প্রথমে ব্যাট করে ভারত ২০ ওভারে ১৭১ রান করে, অধিনায়ক রোহিত শর্মা ৫৭ ও সূর্যকুমার যাদব করেন ৪৭ রান। বোলিংয়ে কুলদীপ যাদব ও অক্ষর প্যাটেল ৩টি করে উইকেট নেন এবং ইংল্যান্ডকে মাত্র ১০৩ রানে গুটিয়ে দেন। এই জয়ের ফলে ভারত এখন ফাইনালে পৌঁছে গেছে। ২৯ জুন ফাইনালে ফর্মে থাকা দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে তারা।

এই ম্যাচ চলাকালীন ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক মাইকেল ভন (Michael Vaughan) সোশ্যাল মিডিয়ায় ভারতের জয়ের প্রশংসা করেছিলেন। একই সঙ্গে তার টুইটের মজার জবাব দিয়েছেন ভারতীয় অলরাউন্ডার রবিচন্দ্রন অশ্বিন (Ravichandran Ashwin)। মাইকেল ভন টুইট করেছেন, ”ফাইনালে যাওয়ার যোগ্যতা ভারতের প্রাপ্য। পুরো টুর্নামেন্টের সেরা দল। এই পিচে ইংল্যান্ডের জন্য কাজটা কঠিন ছিল। স্লো ও স্পিনিং পিচে ভারত অনেক ভালো।” জবাবে অশ্বিন গণিতের সাহায্য নিয়ে প্রাক্তন ইংলিশ খেলোয়াড়কে কটাক্ষ করেন।

৩৭ বছর বয়সী ভারতীয় অফ স্পিনার রবিচন্দ্রন অশ্বিন এখনও পর্যন্ত টিম ইন্ডিয়ার হয়ে ১০০ টেস্ট, ১১৬টি ওয়ানডে এবং ৬৫টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। টেস্টে ৩৩০৯ রানের সঙ্গে ৫১৬ উইকেট রয়েছে তার। ওয়ানডেতে আছে ৭০৭ রানের সঙ্গে ১৫৬টি উইকেট। টি-টোয়েন্টিতে তার উইকেট আছে ৭২টি।

আইপিএলে ২১২ ম্যাচে ৮০০ রানের পাশাপাশি ১৮০ উইকেট নিয়েছেন তিনি। টিম ইন্ডিয়ার কথা বললে, ভারতের সামনে এখন আইসিসি ট্রফি খরা শেষ করার সুবর্ণ সুযোগ। প্রায় পুরো দলই দুর্দান্ত ফর্মে রয়েছে। অন্যদিকে দক্ষিণ আফ্রিকাও দুরন্ত ফর্মে রয়েছে। ফাইনালে ভারতকে ভালো প্রতিদ্বন্দ্বিতা উপহার দিতে পারে তারা।

Suman Patra

Share
Published by
Suman Patra

Recent Posts

সস্তায় এত সুন্দর স্মার্টফোন! Redmi 14C বাজারে ঝড় তুলতে লঞ্চ হচ্ছে এই তারিখে

Redmi 14C ফোনটি চলতি মাসের শেষেই বাজারে পা রাখতে চলেছে। লঞ্চের আগে এটিকে এখন একটি…

25 mins ago

Shakib Al Hasan: পাকিস্তানে টেস্ট খেলা সাকিবের মাথায় ভেঙে পড়লো আকাশ, খুনের অভিযোগ দায়ের করা হল ক্রিকেটারের বিরুদ্ধে

সকল রাজনৈতিক ব্যক্তিত্বের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে তাদের মধ্যে সাকিব অন্যতম।

31 mins ago

India Post Scam: এক মেসেজেই চুরি যাচ্ছে ব্যক্তিগত তথ্য, আপনার ফোনে এলে এড়িয়ে চলুন

বর্তমানে নতুন ভাবে প্রতারণা শুরু করেছে স্ক্যামাররা। এখন তারা India Post-এর নামে ভুয়ো মেসেজ পাঠিয়ে…

40 mins ago

ফিরে এলো ভাউসাহেব মেমোরিয়াল ট্রফি, ভারতের মাটিতে আর্জেন্টিনা অজি ক্লাবের সাথে খেলবে ভারতীয় ক্লাব

ভাউসাহেব বন্দোদকার মেমোরিয়াল ট্রফি একটি অন্যতম ভারতীয় ফুটবল টুর্নামেন্ট যা গোয়া ফুটবল অ্যাসোসিয়েশন দ্বারা আয়োজন…

51 mins ago

অত্যাধুনিক স্কুটার এবার হাতের মুঠোয়, পড়শি দেশে গাড়ি লঞ্চ করছে ভারতের Ather Energy

অত্যাধুনিক ইলেকট্রিক স্কুটার তৈরির জন্য বিখ্যাত Ather Energy এদিন শ্রীলঙ্কার বাজারে পা রাখার ঘোষণা করেছে।…

1 hour ago

Mohun Bagan Durand Cup: রুদ্ধশ্বাস ম্যাচে কাঁটায় কাঁটায় টক্কর, অবিশ্বাস্য জয় ছিনিয়ে নিয়ে ডুরান্ডের সেমিতে মোহনবাগান

আজ ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনালে প্রথমার্ধে সবুজ মেরুনদের আক্রমণে জেসন কামিন্স, পেত্রাতোসের অভাব টের পাচ্ছিল…

2 hours ago