বর্তমান ক্রিকেটে এই দুজন ক্রিকেটারকে ৩৬০° প্লেয়ারের তকমা দিলেন পন্টিং, একজন ভারতীয় তো অন্যজন অজি

আধুনিক দিনের ক্রিকেটে প্রতিনিয়তই নতুন নতুন শটের আবিষ্কার করে থাকেন ক্রিকেটাররা। টি-টোয়েন্টি ক্রিকেটের যুগ আসায় প্রায় সবসময়ই এমনটা দেখে আসছেন ক্রিকেটপ্রেমীরা। সেরকমই ক্রিকেটারবিশ্বকে মাঠের প্রতিটি…

Ricky Ponting Picks Suryakumar Yadav And Glenn Maxwell As Complete 360 Degree Players

আধুনিক দিনের ক্রিকেটে প্রতিনিয়তই নতুন নতুন শটের আবিষ্কার করে থাকেন ক্রিকেটাররা। টি-টোয়েন্টি ক্রিকেটের যুগ আসায় প্রায় সবসময়ই এমনটা দেখে আসছেন ক্রিকেটপ্রেমীরা। সেরকমই ক্রিকেটারবিশ্বকে মাঠের প্রতিটি কোণায় শট খেলার প্রবণতা দেখিয়েছেন দক্ষিণ আফ্রিকান কিংবদন্তি এবিডি ভিলিয়ার্স। পুরো ক্রিকেটবিশ্বই তাকে ক্রিকেটের ৩৬০ ডিগ্রি বলে চেনেন। মাঠে প্রতিটি দিকে শট খেলার মতো ক্ষমতা রাখায়, বোলারদের বিপক্ষে ভয়ঙ্কর হয়ে উঠতেন তিনি।

তবে বর্তমানে অনেক ক্রিকেটারই মাঠের প্রতিটি কোণায় শট খেলার পারদর্শীতা দেখানোয় এবিডি ভিলিয়ার্সের সাথে তুলনা করে তাদেরও সেই ৩৬০ ডিগ্রির আখ্যা দেওয়া হয়েছে। সম্প্রতি একটি ইন্টারভিউতে তেমনই নিজের পছন্দের দুই ক্রিকেটারকে বর্তমান ক্রিকেটের ৩৬০ ডিগ্রি বলে বেছে নিয়েছেন প্রাক্তন অজি অধিনায়ক রিকি পন্টিং।

ক্রিকবাজের একটি ইন্টারভিউতে রিকি পন্টিংয়ের সামনে সেইরকম প্রশ্ন ছুঁড়ে দেওয়া হলে তিনি সেখানে ভারতীয় টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক সূর্যকুমার যাদব এবং অজি অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েলেও নাম বেছে নিয়েছেন। তিনি উত্তরে জানিয়েছেন, “বর্তমানে আধুনিক দিনের ক্রিকেটে সম্পূর্ণ ৩৬০ ডিগ্রি খেলোয়াড় হলেন সূর্যকুমার যাদব এবং গ্লেন ম্যাক্সওয়েল।”

সম্পূর্ণ ক্রিকেটবিশ্বই জানেন সূর্যকুমার যাদব এবং গ্লেন ম্যাক্সওয়েলেও শটের বিষয়ে। তারা যে কোনো মুহূর্তে যে কোনো বোলারের বলে মাঠের যে কোনো কোণে শট খেলার ক্ষমতা রাখেন। আর এই দুইজনেই হলেন আধুনিক টি-টোয়েন্টি ক্রিকেটের কিংবদন্তি। একদিকে আইসিসি টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে ব্যাটারদের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন সূর্যকুমার যাদব। অন্যদিকে অলরাউন্ডারদের তালিকায় ১৬ তম স্থানে রয়েছেন ম্যাক্সওয়েল। সেরকমই ক্রিকেটারবিশ্বকে মাঠের প্রতিটি কোণায় শট খেলার প্রবণতা দেখিয়েছেন দক্ষিণ আফ্রিকান কিংবদন্তি এবিডি ভিলিয়ার্স। পুরো ক্রিকেটবিশ্বই তাকে ক্রিকেটের ৩৬০ ডিগ্রি বলে চেনেন। মাঠে প্রতিটি দিকে শট খেলার মতো ক্ষমতা রাখায়, বোলারদের বিপক্ষে ভয়ঙ্কর হয়ে উঠতেন তিনি।

তবে বর্তমানে অনেক ক্রিকেটারই মাঠের প্রতিটি কোণায় শট খেলার পারদর্শীতা দেখানোয় এবিডি ভিলিয়ার্সের সাথে তুলনা করে তাদেরও সেই ৩৬০ ডিগ্রির আখ্যা দেওয়া হয়। সম্প্রতি একটি ইন্টারভিউতে তেমনই নিজের পছন্দের দুই ক্রিকেটারকে বর্তমান ক্রিকেটের ৩৬০ ডিগ্রি বলে বেছে নিয়েছেন প্রাক্তন অজি অধিনায়ক রিকি পন্টিং।

ক্রিকবাজের একটি ইন্টারভিউতে রিকি পন্টিংয়ের সামনে সেইরকম প্রশ্ন ছুঁড়ে দেওয়া হলে তিনি সেখানে ভারতীয় টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক সূর্যকুমার যাদব এবং অজি অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েলেও নাম বেছে নিয়েছেন। তিনি উত্তরে জানিয়েছেন, “বর্তমানে আধুনিক দিনের ক্রিকেটে সম্পূর্ণ ৩৬০ ডিগ্রি খেলোয়াড় হলেন সূর্যকুমার যাদব এবং গ্লেন ম্যাক্সওয়েল।”

সম্পূর্ণ ক্রিকেটবিশ্বই জানেন সূর্যকুমার যাদব এবং গ্লেন ম্যাক্সওয়েলেও শটের বিষয়ে। তারা যে কোনো মুহূর্তে যে কোনো বোলারের বলে মাঠের যে কোনো কোণে শট খেলার ক্ষমতা রাখেন। আর এই দুইজনেই হলেন আধুনিক টি-টোয়েন্টি ক্রিকেটের কিংবদন্তি। একদিকে আইসিসি টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে ব্যাটারদের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন সূর্যকুমার যাদব। অন্যদিকে অলরাউন্ডারদের তালিকায় ১৬ তম স্থানে রয়েছেন ম্যাক্সওয়েল।