IPL-এ ফিরতে না ফিরতেই বড় রেকর্ডের দৌড়গোড়ায় ঋষভ, প্রথম DC প্লেয়ার হিসাবে আজ এই নজির গড়বেন তিনি

আইপিএল ২০২৪ (IPL 2024) নিয়ে বর্তমানে মানুষের উত্তেজনা তুঙ্গে। মাত্র ৮ ম্যাচ যেতে না যেতেই ভক্তদের উত্তেজনা সবকিছুকে...
techgup 28 March 2024 1:05 PM IST

আইপিএল ২০২৪ (IPL 2024) নিয়ে বর্তমানে মানুষের উত্তেজনা তুঙ্গে। মাত্র ৮ ম্যাচ যেতে না যেতেই ভক্তদের উত্তেজনা সবকিছুকে ছাপিয়েছে। এদিকে আজ নবম ম্যাচে জয়পুরের সয়াই মনসিং স্টেডিয়ামে মুখোমুখি হবে রাজস্থান রয়্যালস এবং দিল্লি ক্যাপিটালস (Rajasthan Royals vs Delhi Capitals)। আর এই ম্যাচেই এক নতুন মাইলফলকের সাথে মাঠে নামতে চলেছেন দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক ঋষভ পান্থ (Rishabh Pant)।

মর্মান্তিক সড়ক দূর্ঘটনার প্রায় ১৬ মাস পর চোট থেকে সুস্থ হয়ে বাইশ গজে ফিরেছেন ঋষভ। ইতিমধ্যে আইপিএলে একটি ম্যাচও খেলতে দেখা গেছে তাকে। আজ এই মরশুমের দ্বিতীয় ম্যাচ খেলতে নামবে দিল্লি ক্যাপিটালস। আর এই ম্যাচটিই ভারতীয় উইকেটরক্ষক ব্যাটারের আইপিএল কেরিয়ারের ১০০ তম ম্যাচ। আজ এই বড় মাইলফলকের সাথে মাঠে নামবেন তিনি।

ঋষভ পান্থ হলেন একমাত্র ক্রিকেটার, যিনি দিল্লি ক্যাপিটালসের জার্সিতে প্রথমবার ১০০ টি ম্যাচ খেলতে চলেছেন। এর আগে কোনো তারকা দিল্লি ক্যাপিটালস দলে ১০০ ম্যাচ খেলার সুযোগ পাননি। ঋষভের পরেই রয়েছেন দিল্লি ক্যাপিটালসের প্রাক্তন অধিনায়ক শ্রেয়াস আইয়ার (৮৭ ম্যাচ)। তাই সেইদিক থেকে এটি একটি বড় রেকর্ড ঋষভের জন্য। এছাড়া ৯৯ টি ম্যাচে ঋষভের রান সংখ্যা ২৮৫৬। যার মধ্যে রয়েছে ১৫ টি অর্ধশতরান এবং একটি শতরান। তার সর্বাধিক স্কোর ১২৮ রান।

এছাড়া আইপিএল কেরিয়ারে ২৬২ টি চার এবং ১২৯ টি ছয় মেরেছেন ঋষভ পান্থ৷ যা তার আক্রমণাত্মক ব্যাটিংয়ের পরিচয় দেয়। এদিকে দীর্ঘকালীন চোট থেকে ফিরলেএ, গতম্যাচে পাঞ্জাব কিংসের বিরুদ্ধে সেরকম রান করতে পারেননি তিনি। মাত্র ১৩ বলে ১৮ রান করে আউট হয়েছিলেন তিনি। তবে এখন আবার আগের ঋষভ পান্থকে দেখার জন্য মরিয়া হয়ে তাকিয়ে রয়েছে ক্রিকেটবিশ্ব।

Show Full Article
Next Story