গাবরু পান্থ থেকে বাঙালি শ্রেয়াস, IPL 2024-এর জন্য মজাদার প্রোমো প্রকাশ করল স্টার স্পোর্টস
২০২৪ আইপিএল (IPL 2024) শুরু হওয়ার আগে এখন ভক্তরা এক একটা দিন গুণতে শুরু করে দিয়েছেন। বিশেষজ্ঞদের আলোচনা, ক্রিকেটারদের...২০২৪ আইপিএল (IPL 2024) শুরু হওয়ার আগে এখন ভক্তরা এক একটা দিন গুণতে শুরু করে দিয়েছেন। বিশেষজ্ঞদের আলোচনা, ক্রিকেটারদের প্রস্তুতি সবকিছু মিলিয়ে এই মুহূর্তে ভারতীয় ক্রিকেটের আকাশে-বাতাসে আইপিএল উৎসবের আমেজ। এর মধ্যেই স্টার স্পোর্টস (Star Sports) এবার টুর্নামেন্টের এই মরসুমের প্রোমো সামনে আনলো। এই প্রোমোর হাত ধরেই এবার পরিচিত ক্রিকেটাররা মিশে গেলেন ভারতীয় সংস্কৃতির মধ্যে।
ভারতীয় ক্রিকেট বৈচিত্রের মধ্যে ঐক্যে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। ২০০৮ সাল থেকে শুরু হওয়া আইপিএল সেটিকে আরও অন্য মাত্রা নিয়ে গেছে। তাই ২০২৪ আইপিএলের আগে সমস্ত ক্রিকেটপ্রেমী নিজেদের সংস্কৃতির সঙ্গে ক্রিকেটকে মিলিয়ে উন্মাদনা আরো বাড়িয়ে তুলতে চাইছেন। এই ভাবনাকে এগিয়ে নিয়ে স্টার স্পোর্টস ২০২৪ আইপিএলের প্রোমো তৈরি করলো। আজই তাদের অফিসিয়াল এক্স অ্যাকাউন্টে এই ভিডিও পোস্ট করা হয়।
২০২৪ আইপিএলের প্রোমোতে আমার দিল্লি ক্যাপিটালসের (Delhi Capitals) অধিনায়ক ঋষভ পান্থকে (Rishabh Pant) গাবরু মুন্ডা চরিত্রে একজন পাঞ্জাবি ব্যক্তি হিসাবে দেখতে পাওয়া যাচ্ছে। কলকাতা নাইট রাইডার্সের (Kolkata Knight Riders) অধিনায়ক শ্রেয়াস আইয়ারের (Shreyas Iyer) চরিত্রের নাম দেওয়া হয়েছে গুড বয় বেঙ্গলি। এছাড়াও লখনউ সুপার জায়ান্টসের (Lokhnow Super Giants) অধিনায়ক কেএল রাহুল (KL Rahul) স্কলার পড়াকু এবং মুম্বাই ইন্ডিয়ান্সের (Mumbai Indians) নব নিযুক্ত অধিনায়ক হার্দিক পান্ডিয়া (Hardik Pandya) সিরিয়াস সিইও হিসাবে ধরা পড়েছেন।
আজ এই প্রোমো পোস্ট করে স্টার স্পোর্টস লেখে, "যখন আমরা সবাই মিলে স্টার স্পোর্টসে ২০২৪ আইপিএল দেখবো তখন অসাধারণ এই টুর্নামেন্টের এক অন্যরকম রং দেখতে পাবো।" উল্লেখ্য এই বছর আইপিএল ২২ মার্চ থেকে শুরু হচ্ছে। প্রথম ম্যাচটি এমএ চিদাম্বারাম স্টেডিয়ামে চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings) এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের (Royal Challengers Bangalore) মধ্যে খেলা হবে। এর সঙ্গেই ২৩ মার্চ কলকাতা নাইট রাইডার্স ইডেন গার্ডেন্সে প্রথম ম্যাচে সানরাইজার্স হায়দ্রাবাদের (Sunrisers Haydrabad) বিপক্ষে মাঠে নামবে।