Categories: Sport

‘RCB ম্যাচে যদি খেলতে পারতাম…’, লখনউয়ের বিরুদ্ধে জিতে আফশোস প্রকাশ পান্থের

অভিষেক পোরেল (৫৮) ও ট্রিস্তান স্টাবসের (অপরাজিত ৫৭) হাফসেঞ্চুরির পর অভিজ্ঞ ইশান্ত শর্মার (৩/৩৪) নেতৃত্বে বোলারদের দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে দিল্লি ক্যাপিটালস (Delhi Capitals) মঙ্গলবার ম্যাচে লখনউ সুপারজায়ান্টসকে ১৯ রানে হারিয়ে প্লে অফে ওঠার ক্ষীণ আশা বাঁচিয়ে রাখল। ১৪ ম্যাচে এটি দিল্লির সপ্তম জয়।

-০.৩৭৭ নেট রান রেট নিয়ে ১৪ পয়েন্ট নিয়ে টেবিলের পঞ্চম স্থানে আছে দলটি। টেবিলের তৃতীয় ও চতুর্থ স্থানে রয়েছে চেন্নাই সুপার কিংস (০.৫২৮) ও সানরাইজার্স হায়দরাবাদ (০.৪০৬)। ১৩ ম্যাচে এটি এলএসজির সপ্তম পরাজয়। ১২ পয়েন্ট নিয়ে টেবিলের সপ্তম স্থানে আছে দলটি। এলএসজিকে তাদের শেষ ম্যাচ খেলতে হবে মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে।

দলের নেট রান রেট খুব খারাপ (-০.৭৮৭), তাই মুম্বাইয়ে বিরুদ্ধে জেতার পরেও তাদের পক্ষে প্লে অফে পৌঁছানো প্রায় অসম্ভব হয়ে পড়বে। দিল্লি চার উইকেটে ২০৮ রান করার পরে এলএসজির ইনিংসকে নয় উইকেটে ১৮৯ রানে সীমাবদ্ধ করে। দিল্লির হয়ে ম্যান অব দ্য ম্যাচ ইশান্ত শর্মা (Ishant Sharma) ৩টি, কুলদীপ যাদব, খলিল আহমেদ, ট্রিস্তান স্টাবস ও মুকেশ কুমার ১টি করে উইকেট নেন। এলএসজির হয়ে নিকোলাস পুরান ২৭ বলে ৬টি চার ও ৪টি ছক্কায় ৬১ রান করেন। শেষের দিকে এসে৩৩ বলে অপরাজিত ৫৮ রান করেন আরশাদ খান। অন্যদিকে ম্যাচ জেতার পর বড় বিবৃতি দিলেন দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক ঋষভ পান্থ (Rishabh Pant)।

জয়ের পর দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক ঋষভ পান্থ বলেন, ”অবশ্যই পুরান আমাদের খুব কষ্ট দিয়েছে। আমাদের কিছু পরিকল্পনা ছিল। আমাদের ভালো স্কোর ছিল। আমাদের বোলিংও ভালো হচ্ছিল। আমি বলব যে মরসুমটি অনেক প্রত্যাশা নিয়ে শুরু হয়েছিল। কয়েকজন খেলোয়াড় ইনজুরিতে পড়েছেন। তবে শেষ ম্যাচের পরও আমরা দৌড়ে আছি। আমি যদি শেষ ম্যাচে খেলতে পারতাম, তাহলে আমাদের জেতার সম্ভাবনা বেশি থাকতো। তবে ফিরতে পেরে দারুণ লাগছে। গোটা ভারতের সমর্থন দেখে ভাল লাগল। দেড় বছর পর ফেরার অপেক্ষা ছিল দীর্ঘ সময়ের। আমি সব সময় মাঠে থাকতে চাই। এখন আর কোনো অ্যাকশন মিস করতে চায় না।”

TechGup Desk

TechGup এর নতুন ও অভিজ্ঞ লেখকরা এই প্রোফাইল থেকে খবর লেখেন। মূলত যৌথ প্রচেষ্টায় যে খবরগুলি লেখা হয়, সেগুলি এই প্রোফাইল থেকে পাবলিশ করা হয়।

Recent Posts

Mohun Bagan Durand Cup: রুদ্ধশ্বাস ম্যাচে কাঁটায় কাঁটায় টক্কর দুই দলের, পেনাল্টির পর সাডেন ডেথে জয় ছিনিয়ে নিল মোহনবাগান

আজ ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনালে প্রথমার্ধে সবুজ মেরুনদের আক্রমণে জেসন কামিন্স, পেত্রাতোসের অভাব টের পাচ্ছিল…

13 mins ago

Rohit Sharma: শচীনের বড় রেকর্ড ভাঙার দোড়গোড়ায় হিটম্যান, বিশ্বের সেরা ওপেনার হওয়ার সুযোগ রোহিতের

ওপেনার হিসেবে ভারতীয় দলের হয়ে সবচেয়ে বেশি সেঞ্চুরির রেকর্ড শচীন তেন্ডুলকারের দখলে। ওপেনিংয়ে নেমে মোট…

58 mins ago

Realme GT 7 Pro: ক্যামেরা থেকে শুরু করে ডিসপ্লে, চমকে দেওয়া ফোন আনছে রিয়েলমি

Realme GT 7 Pro ফোনটিকে বাজারে লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে সংস্থা। লঞ্চের আগে এখন এই…

1 hour ago

টেস্ট ক্রিকেটের ইতিহাসে প্রথমবার হতে চলেছে ৬ দিনের টেস্ট, কোন দুটি দল খেলবে? কবে ম্যাচ

বর্তমানে নিউজিল্যান্ড বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন চক্রে ৬ ম্যাচের মধ্যে ৩ ম্যাচে জয় তুলে নিয়ে…

2 hours ago

Maruti Suzuki-র বড় ঘোষণা, আসছে নতুন প্রযুক্তির গাড়ি, তেল ছাড়াই ছুটবে 550 কিমি

Maruti Suzuki অনেকদিন ধরেই eVX কোডনেমের একটি ইলেকট্রিক গাড়ির উপর কাজ করছে৷ যার কনসেপ্ট ভার্সন…

3 hours ago

ডার্বি বাতিলের পর‌ এবার নবাবের শহরে চ্যারিটি ম্যাচে মুখোমুখি হবে ইস্টবেঙ্গল-মোহনবাগান, খেলা হবে এই ক্রিকেট স্টেডিয়ামে

এই বছর ডুরান্ড কাপের গ্ৰুপ পর্বে ইস্টবেঙ্গল এবং মোহনবাগানের মুখোমুখি হওয়ার কথা ছিল। কিন্তু আরজি…

3 hours ago