পূরণ হয়নি নিজের স্বপ্ন, এবার ছেলে ভারতীয় দলে সুযোগ পেতেই যা করলেন রিয়ান পরাগের বাবা

সত্যিকারের নিষ্ঠা এবং সততার সাথে কঠোর পরিশ্রম কখনও বৃথা যায় না … তেমনই ঘটনা ঘটেছে অসমের তরুণ ক্রিকেটার রিয়ান পরাগের...
SUMAN 26 Jun 2024 3:50 PM IST

সত্যিকারের নিষ্ঠা এবং সততার সাথে কঠোর পরিশ্রম কখনও বৃথা যায় না … তেমনই ঘটনা ঘটেছে অসমের তরুণ ক্রিকেটার রিয়ান পরাগের (Riyan Parag) সঙ্গে। সম্প্রতি জিম্বাবোয়ে সফরে (India Tour Of Zimbabwe) ভারতীয় দলে জায়গা পেয়েছেন রিয়ান পরাগ। টিম ইন্ডিয়ায় নির্বাচিত হওয়ার সাথে সাথে তিনি একটি স্বপ্ন পূরণ করলেন যা তিনি দীর্ঘদিন ধরে স্বপ্ন দেখছিলেন।

শুধু রিয়ান পরাগই নন, তার বাবার স্বপ্নও পূরণ হয়েছে। রিয়ানের বাবা পরাগ দাস (Parag Das) নিজেও একজন ক্রিকেটার ছিলেন। অসম ও রেলওয়েজের হয়ে ঘরোয়া ক্রিকেট খেলেছেন তিনি। তবে ভারতীয় দলের হয়ে খেলার তার স্বপ্ন দুর্ভাগ্যবশত সত্যি হয়নি। তবে আজ তার ছেলে তার এই স্বপ্ন পূরণ করতে চলেছে।

পরাগ দাস ভারতীয় দলের হয়ে খেলার সুযোগ না পেলেও তার ছেলে যখন দেশের হয়ে নির্বাচিত হয়েছেন, তখন তার চোখে বছরের পর বছর লালন করা স্বপ্নও পূরণ হয়েছে। টিম ইন্ডিয়ায় ছেলের নির্বাচিত হওয়ার পর রিয়ানের বাবাকে ছেলের প্যাডটিকে ভারতীয় দলের নীল রঙ দিয়ে রাঙাতে দেখা যায়। যাতে রিয়ান মাঠে নামলে তার ঔজ্জ্বল্য ফিকে না হয়।

ছোটবেলা থেকেই ক্রিকেটের পরিবেশ পেয়েছেন রিয়ান পরাগ। তার বাবার পাশাপাশি তার মাও একজন ক্রীড়াবিদ ছিলেন। রায়ানের বাবা অসমের হয়ে ঘরোয়া ক্রিকেট খেলার পাশাপাশি রেলওয়েতে চাকরি করার পর এই দলের হয়েও মাঠে নেমেছিলেন। রেলের হয়ে খেলার সময় ধোনির সঙ্গে মাঠে নেমেছেন রিয়ানের বাবাও। তবে, তার ভাগ্য তাকে সমর্থন করেনি এবং তিনি কেবল রঞ্জি ট্রফি এবং রাজ্য ক্রিকেট পর্যন্ত খেলতে পেরেছিলেন, তবে এখন যখন তার ছেলে দেশের হয়ে খেলতে যাচ্ছে, তখন তার বুক প্রশস্ত হয়েছে।

Show Full Article
Next Story