ভারতের নয় অস্ট্রেলিয়ার এই মাঠকে ক্রিকেট জীবনে খেলা সবথেকে কঠিন স্টেডিয়াম বললেন রোহিত

রোহিত শর্মা (Rohit Sharma) এই মুহূর্তে বিশ্বের অন্যতম সেরা ব্যাটসম্যান। তিনি সাদা বলের ক্রিকেটে নিজেকে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছেন। এর সঙ্গেই আন্তর্জাতিক ক্রিকেটে বিশ্বের…

রোহিত শর্মা (Rohit Sharma) এই মুহূর্তে বিশ্বের অন্যতম সেরা ব্যাটসম্যান। তিনি সাদা বলের ক্রিকেটে নিজেকে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছেন। এর সঙ্গেই আন্তর্জাতিক ক্রিকেটে বিশ্বের প্রায় প্রতিটি ক্রিকেট স্টেডিয়ামেই তিনি ব্যাটিং করার সুযোগ পেয়েছেন। তবে এবার তার মতে বিশ্বের সবচেয়ে কঠিন স্টেডিয়াম সম্পর্কে ভারতীয় অধিনায়ক বিশেষ মন্তব্য করলেন।

রোহিত শর্মা ভারতের হয়ে এখনও পর্যন্ত ২৬২ টি একদিনের ম্যাচে মোট ১০৭০৯ রান করেছেন। এছাড়াও ১৫১ টি টি-টোয়েন্টি ম্যাচে ৩৯৭৪ রানের সঙ্গে তার ব্যাট থেকে ৫৯ টেস্ট ম্যাচে মোট ৪১৩৭ রান এসেছে। এছাড়াও রোহিত শর্মা বিশ্বের একমাত্র ব্যাটসম্যান যিনি একদিনের ক্রিকেটে ৩ টি দ্বিশতরান করতে সক্ষম হয়েছেন। ফলে ভারতীয় অধিনায়ক বিশ্বের প্রায় প্রতিটি স্টেডিয়ামেই নিজের ব্যাটিংয়ের ছাপ রাখার চেষ্টা করেছেন। এবার এক সাক্ষাৎকারে রোহিত শর্মা বিশ্বের সবচেয়ে কঠিনতম স্টেডিয়ামের বিষয়ে মুখ খুললেন।‌

ব্রেকফাস্ট উইথ চ্যাম্পিয়নস নামক এক অনুষ্ঠানে তিনি বলেন, “মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ড (MCG) হল বিশ্বের সবচেয়ে কঠিন স্টেডিয়াম এবং ক্রিকেট খেলার জন্য সবচেয়ে কঠিন মাঠ। এছাড়াও এটি ক্রিকেট খেলার জন্য সবচেয়ে ভয়ঙ্কর একটি স্টেডিয়াম।” উল্লেখ্য ২০১৫ সালের একদিনের বিশ্বকাপে রোহিত শর্মা মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে বাংলাদেশের বিপক্ষে ১৩৭ রানের বিধ্বংসী ইনিংস খেলেছিলেন।‌ এছাড়াও তার এই মাঠে একাধিক গুরুত্বপূর্ণ ইনিংস আছে।‌

অন্যদিকে এই বছরের শেষের‌ দিকে ভারতীয় দল অস্ট্রেলিয়া সফর করবে। ৫ ম্যাচের এই টেস্ট সিরিজের চতুর্থ ম্যাচে ২৬ ডিসেম্বর থেকে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে রোহিত বাহিনী অজিদের বিপক্ষে মাঠে নামবে। তবে বর্তমানে রোহিত শর্মা এখন মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে চলমান আইপিএলে ব্যাট হাতে দুর্দান্ত ফর্মে আছেন। তিনি জুন মাস থেকে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ওয়েস্ট ইন্ডিজে শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে এই টুর্নামেন্টে এখনও পর্যন্ত ৫ ম্যাচে মোট ১৫৬ রান সংগ্রহ করেছেন।

WhatsApp Follow Button

লেটেস্ট খবর পড়তে হোয়াটসঅ্যাপে

WhatsApp Logo যুক্ত হোন