Categories: Sport

‘বারণ করা সত্ত্বেও ওরা একই কাজ করেছে’, বারবার গোপন তথ্য ফাঁস করার জন্য স্টার স্পোর্টসকে অপমান রোহিতের

এই বছর আইপিএলে (IPL 2024) মুম্বাই ইন্ডিয়ান্স (Mumbai Indians) একের পর এক বিতর্কের মধ্যে দিয়ে নিজেদের এগিয়ে নিয়ে গেছে। দলের নতুন অধিনায়ক হিসাবে হার্দিক পান্ডিয়া যোগ দেওয়ার পর রোহিত শর্মাকে (Rohit Sharma) নেতৃত্বের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়। যা অনেক ক্রিকেট ভক্ত মেনে নিতে পারেননি। অন্যদিকে বর্তমানে টুর্নামেন্টের লিগ পর্যায়ে ধারাবাহিকভাবে হতাশাজনক পারফরমেন্সের পর মুম্বাই ইন্ডিয়ান্স প্লে অফের লড়াই থেকে ছিটকে গেছে। এবার রোহিত শর্মা ক্রিকেটারদের ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘনের জন্য সম্প্রচারকারী সংস্থার বিরুদ্ধে সরব হলেন।

মুম্বাই ইন্ডিয়ান্সের নেতৃত্বের দায়িত্ব পাওয়ার পর হার্দিক পান্ডিয়া এই বছর আইপিএলে সেইভাবে প্রভাব ফেলতে পারেননি। ফলে মুম্বাই ইতিমধ্যেই ১৪ ম্যাচের ১০ ম্যাচে হারের সম্মুখীন হয়ে প্লে অফের দৌড় থেকে বেরিয়ে গেছে। অন্যদিকে রোহিত শর্মা অধিনায়কত্বের পদ থেকে সরে গেলেও তিনি দলকে বিভিন্নভাবে সাহায্য করার চেষ্টা করে গেছেন। ভারতীয় অধিনায়কের ব্যাট থেকে এই বছর আইপিএলে ১৪ ম্যাচে একটি দুরন্ত শতরানের সঙ্গে ৪১৭ রান এসেছে।

অন্যদিকে রোহিত শর্মা সম্প্রতি একটি আইপিএল ম্যাচের আগে প্রাক্তন মুম্বাই ইন্ডিয়ান্স সতীর্থ ধাওয়াল কুলকার্নি এবং অন্যান্যদের সাথে আলাপচারিতা করছিলেন। সেই সময় সম্প্রচারকারী স্টার স্পোর্টসকে এই কথোপকথনের ভিডিও সম্প্রচার করতে ভারতীয় অধিনায়ক বারণ করেছিলেন। তবুও সম্প্রচারকারী সংস্থা সেটি প্রচার করে। এর ফলে এই বিষয়টিতে বিরক্ত হয়ে রোহিত শর্মা এবার সোশ্যাল মিডিয়ার সরব হলেন। তিনি আজ নিজের এক্স অ্যাকাউন্টে লেখেন,”কোনো অনুমতি ছাড়াই ক্রিকেটারদের জীবনে এখন প্রবেশ করা যায়। প্রশিক্ষণে বা ম্যাচের সময় বন্ধু, সহকর্মীদের সাথে গোপন কথোপকথন সহ আমাদের প্রতিটি পদক্ষেপ ক্যামেরা রেকর্ড করছে।”

তিনি আরও বলেন, “স্টার স্পোর্টসকে আমার কথোপকথন রেকর্ড না করার জন্য বলা সত্ত্বেও তা সম্প্রচারিত করা হয়েছে যা ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘন করেছে। এই নতুন খবর তৈরির প্রতিযোগিতা, দর্শক ধরে রাখার লড়াই একদিন সমর্থকদের সঙ্গে ক্রিকেটার এবং ক্রিকেটের মধ্যে আস্থা ভেঙে দেবে। ভালো বোধের জয় হোক।” অন্যদিকে রোহিত শর্মা এরপর টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতীয় দলকে নেতৃত্ব দিয়ে চলেছেন। এই টুর্নামেন্টে জন্য পরের সপ্তাহে তিনি নিউইয়র্কে রওনা হবেন।

TechGup Desk

TechGup এর নতুন ও অভিজ্ঞ লেখকরা এই প্রোফাইল থেকে খবর লেখেন। মূলত যৌথ প্রচেষ্টায় যে খবরগুলি লেখা হয়, সেগুলি এই প্রোফাইল থেকে পাবলিশ করা হয়।

Share
Published by
TechGup Desk

Recent Posts

Mohun Bagan Durand Cup: রুদ্ধশ্বাস ম্যাচে কাঁটায় কাঁটায় টক্কর দুই দলের, পেনাল্টির পর সাডেন ডেথে জয় ছিনিয়ে নিল মোহনবাগান

আজ ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনালে প্রথমার্ধে সবুজ মেরুনদের আক্রমণে জেসন কামিন্স, পেত্রাতোসের অভাব টের পাচ্ছিল…

16 mins ago

Rohit Sharma: শচীনের বড় রেকর্ড ভাঙার দোড়গোড়ায় হিটম্যান, বিশ্বের সেরা ওপেনার হওয়ার সুযোগ রোহিতের

ওপেনার হিসেবে ভারতীয় দলের হয়ে সবচেয়ে বেশি সেঞ্চুরির রেকর্ড শচীন তেন্ডুলকারের দখলে। ওপেনিংয়ে নেমে মোট…

1 hour ago

Realme GT 7 Pro: ক্যামেরা থেকে শুরু করে ডিসপ্লে, চমকে দেওয়া ফোন আনছে রিয়েলমি

Realme GT 7 Pro ফোনটিকে বাজারে লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে সংস্থা। লঞ্চের আগে এখন এই…

1 hour ago

টেস্ট ক্রিকেটের ইতিহাসে প্রথমবার হতে চলেছে ৬ দিনের টেস্ট, কোন দুটি দল খেলবে? কবে ম্যাচ

বর্তমানে নিউজিল্যান্ড বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন চক্রে ৬ ম্যাচের মধ্যে ৩ ম্যাচে জয় তুলে নিয়ে…

2 hours ago

Maruti Suzuki-র বড় ঘোষণা, আসছে নতুন প্রযুক্তির গাড়ি, তেল ছাড়াই ছুটবে 550 কিমি

Maruti Suzuki অনেকদিন ধরেই eVX কোডনেমের একটি ইলেকট্রিক গাড়ির উপর কাজ করছে৷ যার কনসেপ্ট ভার্সন…

3 hours ago

ডার্বি বাতিলের পর‌ এবার নবাবের শহরে চ্যারিটি ম্যাচে মুখোমুখি হবে ইস্টবেঙ্গল-মোহনবাগান, খেলা হবে এই ক্রিকেট স্টেডিয়ামে

এই বছর ডুরান্ড কাপের গ্ৰুপ পর্বে ইস্টবেঙ্গল এবং মোহনবাগানের মুখোমুখি হওয়ার কথা ছিল। কিন্তু আরজি…

3 hours ago