Rohit Sharma: ‘অনেক শব্দ আছে কিন্তু….’, ভারতের স্বপ্নপূরণ হতেই ভারতীয় ভক্তদের জন্য আরো একটি প্রতিশ্রুতি দিলেন রোহিত

গত শনিবার দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা জিতেছে ভারতীয় দল। শিরোপা জয়ের পর খেলোয়াড়রা উদযাপনে মেতে ওঠেন। কয়েক ঘণ্টার মধ্যেই টিম ইন্ডিয়ার খেলোয়াড়রা ট্রফি সহ তাদের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতে শুরু করেন। ক্যাপশনে নিজের মনের অনুভূতি লিখে দেন তারা। কিন্তু অধিনায়ক রোহিত শর্মা কোনো পোস্ট দেননি। সবাই তার পোস্টর অপেক্ষায় ছিল।

টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা জয়ের প্রায় ২৪ ঘণ্টা পর সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন অধিনায়ক রোহিত শর্মা। এতে তিনি লেখেন এই মুহূর্তে কথাগুলো বুঝতে পারছি না তবে আমার অনুভূতি অবশ্যই শেয়ার করব। ভারত অধিনায়ক লিখেছেন, ”এই মুহূর্তে আমি কেমন অনুভব করছি এই ছবিটা তার প্রতীক। আমার অনেক শব্দ আছে, কিন্তু গতকাল আমার কাছে কী ছিল তা দেখার জন্য আমি সঠিক শব্দ খুঁজে পাচ্ছি না, তবে আমি আমার অনুভূতি শেয়ার করব এবং আমি সেগুলি সবার সাথে ভাগ করে নেব। এই মুহূর্তে আমি কোটি কোটি মানুষের স্বপ্ন পূরণ উপভোগ করছি।”

তৃতীয় ভারতীয় অধিনায়ক হিসেবে বিশ্বকাপ জিতেছেন রোহিত শর্মা। তার অধিনায়কত্বে ভারত চারটি আইসিসি ইভেন্টে অংশ নিয়েছে। দলটি এর আগে দুইবার ফাইনালে উঠলেও দুবারই হেরেছে। কিন্তু তৃতীয়বারের মতো ফাইনাল ম্যাচে জয় তুলে নেন তিনি। রোহিত শর্মার আগে ১৯৮৩ সালে বিশ্বকাপ শিরোপার পাশাপাশি ২০০৭ ও ২০১১ সালে মহেন্দ্র সিং ধোনির অধিনায়কত্বে বিশ্বকাপ জিতেছিল ভারতীয় দল।

এই টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের হয়ে সবচেয়ে বেশি রান করেছেন রোহিত শর্মা। ৮ ম্যাচে ব্যাট হাতে ৩৭ গড় ও ১৫৭ স্ট্রাইক রেটে ২৫৭ রান করেছেন রোহিত। টুর্নামেন্টে তার চেয়ে বেশি রান এসেছে কেবল আফগানিস্তানের রহমানউল্লাহ গুরবাজের ব্যাট থেকে। ২০০৭ সালে শিরোপা জয়ী দলের সর্বকনিষ্ঠ খেলোয়াড়ও ছিলেন রোহিত।

Ankita Mondal

Recent Posts

সস্তায় এত সুন্দর স্মার্টফোন! Redmi 14C বাজারে ঝড় তুলতে লঞ্চ হচ্ছে এই তারিখে

Redmi 14C ফোনটি চলতি মাসের শেষেই বাজারে পা রাখতে চলেছে। লঞ্চের আগে এটিকে এখন একটি…

30 mins ago

Shakib Al Hasan: পাকিস্তানে টেস্ট খেলা সাকিবের মাথায় ভেঙে পড়লো আকাশ, খুনের অভিযোগ দায়ের করা হল ক্রিকেটারের বিরুদ্ধে

সকল রাজনৈতিক ব্যক্তিত্বের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে তাদের মধ্যে সাকিব অন্যতম।

37 mins ago

India Post Scam: এক মেসেজেই চুরি যাচ্ছে ব্যক্তিগত তথ্য, আপনার ফোনে এলে এড়িয়ে চলুন

বর্তমানে নতুন ভাবে প্রতারণা শুরু করেছে স্ক্যামাররা। এখন তারা India Post-এর নামে ভুয়ো মেসেজ পাঠিয়ে…

45 mins ago

ফিরে এলো ভাউসাহেব মেমোরিয়াল ট্রফি, ভারতের মাটিতে আর্জেন্টিনা অজি ক্লাবের সাথে খেলবে ভারতীয় ক্লাব

ভাউসাহেব বন্দোদকার মেমোরিয়াল ট্রফি একটি অন্যতম ভারতীয় ফুটবল টুর্নামেন্ট যা গোয়া ফুটবল অ্যাসোসিয়েশন দ্বারা আয়োজন…

56 mins ago

অত্যাধুনিক স্কুটার এবার হাতের মুঠোয়, পড়শি দেশে গাড়ি লঞ্চ করছে ভারতের Ather Energy

অত্যাধুনিক ইলেকট্রিক স্কুটার তৈরির জন্য বিখ্যাত Ather Energy এদিন শ্রীলঙ্কার বাজারে পা রাখার ঘোষণা করেছে।…

1 hour ago

Mohun Bagan Durand Cup: রুদ্ধশ্বাস ম্যাচে কাঁটায় কাঁটায় টক্কর, অবিশ্বাস্য জয় ছিনিয়ে নিয়ে ডুরান্ডের সেমিতে মোহনবাগান

আজ ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনালে প্রথমার্ধে সবুজ মেরুনদের আক্রমণে জেসন কামিন্স, পেত্রাতোসের অভাব টের পাচ্ছিল…

2 hours ago