Rohit Sharma: বিশ্বকাপের খুশি শেষ, এবার তৈরি সামনের চ্যালেঞ্জের জন্য, শ্রীলঙ্কা সিরিজের আগে বড় মন্তব্য রোহিতের

শ্রীলঙ্কার বিরুদ্ধে সাদা বলের সিরিজে গম্ভীরের তত্ত্বাবধানে রোহিতের দল এই মরসুমে একটি নতুন যাত্রা শুরু করতে চলেছে, আগামী বছর থেকে শুরু হওয়া চ্যাম্পিয়ন্স ট্রফি সহ কয়েকটি শীর্ষ স্তরের টুর্নামেন্ট খেলবে ভারত।

PUJA 2 Aug 2024 11:23 AM IST

ভারত অধিনায়ক রোহিত শর্মা বলেছেন যে টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের আনন্দ থেকে এগিয়ে যাওয়ার সময় এসেছে এবং এখন তিনি নতুন প্রধান কোচ গৌতম গম্ভীরের অধীনে চ্যালেঞ্জিং সিরিজগুলিতে সাফল্য অব্যাহত রাখার আশা করছেন। শ্রীলঙ্কার বিরুদ্ধে সাদা বলের সিরিজে গম্ভীরের তত্ত্বাবধানে রোহিতের দল এই মরসুমে একটি নতুন যাত্রা শুরু করতে চলেছে, আগামী বছর থেকে শুরু হওয়া চ্যাম্পিয়ন্স ট্রফি সহ কয়েকটি শীর্ষ স্তরের টুর্নামেন্ট খেলবে ভারত।

শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ওয়ানডের আগের দিন রোহিত বলেন, ''ক্রিকেট থেকে দূরে দারুণ সময় কাটিয়েছি। দিল্লি ও মুম্বাইয়ে দারুণ অভিজ্ঞতা নিয়ে বিশ্বকাপ জেতার পর দেশে ফিরে দারুণ অনুভূতি হয়েছিল। কিন্তু এখন ক্রিকেট যেভাবে চলবে সেভাবে আমাদের এগিয়ে যেতে হবে। অতীতে আমরা যা করেছি তা সেই নির্দিষ্ট সময়ের জন্য ভাল ছিল। কিন্তু সময় এগিয়ে যাচ্ছে এবং আমাদেরও এগিয়ে যেতে হবে।"

তিনি আরো বলেন, "গত বছর ঘরের মাঠে ৫০ ওভারের বিশ্বকাপে অস্ট্রেলিয়ার কাছে হারের পরও একই পদ্ধতি অবলম্বন করেছিল দল। ২০২৩ বিশ্বকাপের পর একই ঘটনা ঘটেছিল। আমরা তখন খুব হতাশ ছিলাম, কিন্তু আমাদের এগিয়ে যেতে হয়েছিল এবং পরবর্তী বিশ্বকাপের জন্য অপেক্ষা করতে হয়েছিল। এখন যেহেতু টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষ, দল হিসেবে আমাদের ভাবতে হবে সামনে কী অপেক্ষা করছে। সামনে একটা বড় টুর্নামেন্ট আসছে।"

ভারত অধিনায়ক স্বীকার করেছেন যে গম্ভীরের কোচিং পদ্ধতি তার পূর্বসূরিদের থেকে আলাদা হবে। "গৌতম গম্ভীর প্রচুর ক্রিকেট খেলেছে এবং ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের সাথে জড়িত ছিলেন। অবশ্যই আগের সাপোর্ট স্টাফদের থেকে আলাদা হবে। রাহুল দ্রাবিড়ের আগে কোচ ছিলেন রবি শাস্ত্রী। একেক জন একেকভাবে কাজ করে। আমি গম্ভীরকে অনেক দিন ধরে জানি এবং আমরা একসাথে কিছুটা ক্রিকেট খেলেছি। সে খুব পরিষ্কার এবং সে জানে দলের কাছ থেকে সে কী চায়। আমরা দলের ঘাটতি, ভালো দিক এবং দলের কী প্রয়োজন তা নিয়ে কথা বলেছি। দলকে কীভাবে এগিয়ে নেওয়া যায়, তা নিয়ে আলোচনা হয়েছে।"

Show Full Article
Next Story