Sport

Rohit Sharma: চেসমাস্টার হিটম্যান! গেইলকে টপকে ওয়ানডে ক্রিকেটের এই বড় রেকর্ড নিজের নামে করলেন রোহিত

ভারতীয় ক্রিকেট বর্তমানে আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য নিজেদের এখন থেকেই প্রস্তুত করছে। তবে নতুন প্রধান কোচ গৌতম গম্ভীরের তত্ত্বাবধানে ব্লু ব্রিগেডরা সেইভাবে নিজেদের প্রমাণ করতে পারেনি। গতকাল সিরিজের দ্বিতীয় ম্যাচে তারা লজ্জাজনক হারের সম্মুখীন হয়। তবে এর মধ্যেই অধিনায়ক রোহিত শর্মা ব্যাট হাতে দুরন্ত ছন্দে আছেন। এবার তিনি একদিনের ক্রিকেটে এক অনন্য নজির স্থাপন করলেন।

বর্তমানে বিশ্ব ক্রিকেটে রোহিত শর্মা অন্যতম একজন সেরা ক্রিকেটার। এমনকি বলাই যায় হাতেগোনা কয়েকজন ক্রিকেটার আছেন যারা সাদা বলের ক্রিকেটে এই উচ্চতা পৌঁছাতে পেরেছেন। সম্প্রতি শেষ হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে রোহিত শর্মার নেতৃত্বে ব্লু ক্রিকেটরা দক্ষিণ আফ্রিকাকে ফাইনালে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। তিনি টুর্নামেন্টে ৮ ম্যাচে মোট ২৫৭ রান সংগ্রহ করে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রহকারী হয়েছিলেন। এরপর বর্তমানে শ্রীলঙ্কার বিপক্ষে চলমান এক দিনের সিরিজেও ভারতীয় অধিনায়ক ব্যাট হাতে দুরন্ত ফর্মে আছেন।

তিনি প্রথম ম্যাচেই লঙ্কা বাহিনীদের বিপক্ষে ৪৭ বলে ৫৮ রান করেছিলেন। তবে ম্যাচটি ড্র হয়ে যায়। অন্যদিকে গতকাল ওপেনিং করতে নেমেও অধিনায়ক রোহিত শর্মা নিজের ধারাবাহিকতা বজায় রাখেন। তিনি ৪৪ বলে ৪ টি ছয় এবং ৫ টি চারের মাধ্যমে ৬৪ রান করে দলকে ভরসা দেন। কিন্তু পরবর্তী ব্যাটসম্যানদের চূড়ান্ত ব্যর্থতায় ভারতীয় দল শ্রীলঙ্কার কাছে ৩২ রানে হারের সম্মুখীন হয়। তবে এই ম্যাচে ভারতের হয়ে বিশ্বকাপ জয়ী অধিনায়ক রোহিত শর্মা
ক্রিস গেলের অনন্য রেকর্ড ভেঙে দেন।

রোহিত শর্মা একদিনের ক্রিকেটে রান তাড়া করার ক্ষেত্রে ক্রিস গেলকে টপকে সবচেয়ে বেশি ৬ মারার রের্কড করেছেন‌। এছাড়াও একদিনের ক্রিকেটে ৩৩০ টি ছয় মেরে তিনি এই মুহূর্তে একদিনের ক্রিকেটে সর্বোচ্চ ছয় মরার তালিকায় তৃতীয় স্থানে আছেন। এই ফরম্যাটে রোহিত শর্মা আর মাত্র ১ টি ছয় মারলেই তিনি ক্রিস গেলকে টপকে একদিনের ক্রিকেটে সবচেয়ে বেশি ছয় মরার বিষয়ে দ্বিতীয় স্থানে উঠে আসবেন। উল্লেখ্য শাহিদ আফ্রিদি একদিনের ক্রিকেটের ইতিহাসে মোট ৩৫১ টি ছয় মেরে এই ফরম্যাটে সর্বোচ্চ ছয় সংগ্রহকারী তালিকায় শীর্ষস্থানে আছেন।

Puja Mondal

Share
Published by
Puja Mondal

Recent Posts

Mohun Bagan Durand Cup: রুদ্ধশ্বাস ম্যাচে কাঁটায় কাঁটায় টক্কর দুই দলের, পেনাল্টির পর সাডেন ডেথে জয় ছিনিয়ে নিল মোহনবাগান

আজ ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনালে প্রথমার্ধে সবুজ মেরুনদের আক্রমণে জেসন কামিন্স, পেত্রাতোসের অভাব টের পাচ্ছিল…

14 mins ago

Rohit Sharma: শচীনের বড় রেকর্ড ভাঙার দোড়গোড়ায় হিটম্যান, বিশ্বের সেরা ওপেনার হওয়ার সুযোগ রোহিতের

ওপেনার হিসেবে ভারতীয় দলের হয়ে সবচেয়ে বেশি সেঞ্চুরির রেকর্ড শচীন তেন্ডুলকারের দখলে। ওপেনিংয়ে নেমে মোট…

58 mins ago

Realme GT 7 Pro: ক্যামেরা থেকে শুরু করে ডিসপ্লে, চমকে দেওয়া ফোন আনছে রিয়েলমি

Realme GT 7 Pro ফোনটিকে বাজারে লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে সংস্থা। লঞ্চের আগে এখন এই…

1 hour ago

টেস্ট ক্রিকেটের ইতিহাসে প্রথমবার হতে চলেছে ৬ দিনের টেস্ট, কোন দুটি দল খেলবে? কবে ম্যাচ

বর্তমানে নিউজিল্যান্ড বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন চক্রে ৬ ম্যাচের মধ্যে ৩ ম্যাচে জয় তুলে নিয়ে…

2 hours ago

Maruti Suzuki-র বড় ঘোষণা, আসছে নতুন প্রযুক্তির গাড়ি, তেল ছাড়াই ছুটবে 550 কিমি

Maruti Suzuki অনেকদিন ধরেই eVX কোডনেমের একটি ইলেকট্রিক গাড়ির উপর কাজ করছে৷ যার কনসেপ্ট ভার্সন…

3 hours ago

ডার্বি বাতিলের পর‌ এবার নবাবের শহরে চ্যারিটি ম্যাচে মুখোমুখি হবে ইস্টবেঙ্গল-মোহনবাগান, খেলা হবে এই ক্রিকেট স্টেডিয়ামে

এই বছর ডুরান্ড কাপের গ্ৰুপ পর্বে ইস্টবেঙ্গল এবং মোহনবাগানের মুখোমুখি হওয়ার কথা ছিল। কিন্তু আরজি…

3 hours ago