RCB vs CSK: অবিশ্বাস্য কামব্যাক ধোনি-জাদেজার সামনে ১৭ রান আটকে প্লে অফে প্রবেশ কোহলিদের, বিদায় CSK-এর

আজ আইপিএল ২০২৪ (IPL 2024) এর অন্যতম সেরা ম্যাচের সাক্ষী থাকলো বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়াম। আর এই ম্যাচে চেন্নাই...
techgup 19 May 2024 12:13 AM IST

আজ আইপিএল ২০২৪ (IPL 2024) এর অন্যতম সেরা ম্যাচের সাক্ষী থাকলো বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়াম। আর এই ম্যাচে চেন্নাই সুপার কিংসকে (Chennai Super Kings) হারিয়ে ২৭ রানে জয়লাভ করলো রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (Royal Challengers Bengaluru)। আর এর সাথেই চতুর্থ দল হিসাবে প্লে অফের জন্য কোয়ালিফাই করলো আরসিবি। প্রথম ৮ ম্যাচে ১ ম্যাচ জিতে পয়েন্ট তালিকার শেষে থাকলেও, শেষ ৬ ম্যাচে ৬ টি জিতে অবিশ্বাস্যভাবে প্লে অফে পৌঁছে গেল আরসিবি। অন্যদিকে এখানেই সমাপ্ত হল চেন্নাইয়ের এবছরের আইপিএল যাত্রা।

আজ বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নিয়েছিল চেন্নাই। আর এই সিদ্ধান্তের কারণে প্রথমে ব্যাট করতে হয় আরসিবিকে। যদিও প্রথমে ব্যাট করতে নেমে ভক্তদের একবিন্দু নিরাশ করেনি আরসিবি। প্রথমে ব্যাট করতে নেমে ২০ ওভারে ২১৮ রান করে তারা। যার মধ্যে অধিনায়ক ফাফ ডু প্লেসিসের (Faf du Plessis) ব্যাট থেকে আসে ৩৯ বলে ৫৪ রান এবং বিরাট কোহলিও ২৯ বলে ৪৭ রান করেন। এছাড়া রজত পতিদারের (Rajat Patidar) ২৩ বলে ৪১ রান এবং ক্যামেরন গ্রিনের (Cameron Green) ১৭ বলে ৩৮ রানের ইনিংসও ছিল বেশ গুরুত্বপূর্ণ। শেষে দীনেশ কার্তিক এবং গ্লেন ম্যাক্সওয়েলের (Glenn Maxwell) যৌথ প্রচেষ্টায় ২১৮ রানে শেষ করে আরসিবি।

চেন্নাইকে এই ম্যাচ জিততে হলে স্কোরবোর্ডে তুলতে হতো ২১৯ রান। এছাড়া কোয়ালিফাই করার জন্য প্রয়োজন ছিল ২০১ রান। আর এই লক্ষ্য নিয়ে নেমে ইনিংসের প্রথম বলেই উইকেট হারান চেন্নাইয়ের অধিনায়ক রুতুরাজ গায়কওয়াড। তার উইকেটটি নেন গ্লেন ম্যাক্সওয়েল। তৃতীয় ওভারে ড্যারেল মিচেলও আউট হন মাত্র ৪ রান করে, তাকে ফেরান যশ দয়াল (Yash Dayal)। শুরুতে ২ উইকেট হারালেও, রাচিন রবীন্দ্র (Rachin Ravindra) এবং অজিঙ্কা রাহানে (Ajinkya Rahane) ম্যাচটিকে এগিয়ে নিয়ে যান।

এই জুটি মূল্যবান ৬৬ রানের পার্টনারশিপ করেন। এরপর রাহানে ব্যাক্তিগত ২২ বলে ৩৩ রান করে লকি ফার্গুসনের শিকার হন। কিছু মুহূর্ত পর রাচিন রবীন্দ্রও তার মূল্যবান উইকেটটি হারান। তিনি ৩৭ বলে ৬১ রান করে দুর্ভাগ্যবশত রানআউট হন। পরবর্তী ব্যাটার শিবম দুবেও ১৫ টি বল খেলে মাত্র ৭ রান করে গ্রিনের বলে আউট হন। অন্যদিকে মিচেল স্যান্টনারও ৩ রান মহম্মদ সিরাজের করে ফেরেন। এখান থেকে দলের সমস্ত দায়িত্ব এসে পড়ে রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja) এবং মহেন্দ্র সিং ধোনির (MS Dhoni) ওপর।

জাদেজা এবং ধোনি জুটি ৬১ রানের মূল্যবান পার্টনারশিপ করেন। এদিকে ধোনি ১৩ বলে ২৫ রান করে শেষ ওভারে যশ দয়ালের শিকার হন। চেন্নাইকে কোয়ালিফাই করার জন্য শেষ ৪ বলে প্রয়োজন ছিল ১১ রান। কিন্তু শার্দুল ঠাকুর এবং রবীন্দ্র জাদেজা সেই কাজটি করতে অক্ষম হন। জাদেজা ব্যাট হাতে ২২ বলে ৪২ রান করলেও, চেন্নাইকে কোয়ালিফাই করাতে ব্যর্থ হন তিনি। এর সাথেই চতুর্থ দল হিসাবে প্লে অফের জায়গা করেছে আরসিবি।

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু বনাম চেন্নাই সুপার কিংস ম্যাচের স্কোরকার্ড (Royal Challengers Bengaluru vs Chennai Super Kings Match Scorecard):

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু: ২১৮/৫ (২০ ওভার)

চেন্নাই সুপার কিংস: ১৯১/৭ (২০ ওভার)

ম্যাচটি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ২৭ রানে জয়লাভ করেছে।

Show Full Article
Next Story