Categories: Sport

প্লেঅফসের দৌড়ে এখনো জীবিত RCB, কোন‌‌ সমীকরণে এখনো বিরাটদের জায়গা হতে‌ পারে টপ-৪এ

চলতি আইপিএল (IPL 2024) মাঝপর্ব পাড় করেছে। ইতিমধ্যে প্রত্যেকটি দল নিজেদের ৯-১০ টি করে ম্যাচ খেলে নিয়েছে। এমন সময়ে ১০ ম্যাচ খেলে ৩ টি জয়ের সাথে পয়েন্ট তালিকার দশম স্থানে রয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (Royal Challengers Bengaluru)। তারপরেও এখনো খাতায়কলমে জীবিত আরসিবি। এখন সু্যোগ রয়েছে তাদের প্লে অফে যোগ্যতা অর্জন করার সমীকরণগুলি। কিন্তু তার জন্য মিলতে হবে বেশ কিছু জটিল সমীকরণ।

প্রথম ৮ ম্যাচে মাত্র ১ টিতে জয়লাভ করলেও, পরের দুই ম্যাচে সানরাইজার্স হায়দ্রাবাদ এবং গুজরাট টাইটান্সের মতো দলকে হারিয়েছে আরসিবি। বিশেষ করে গতকাল গুজরাটকে ৪ ওভার বাকি থাকতে হারানোয় নেট রানরেটেও বেশ উন্নতি করেছে তারা। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে ১০ ম্যাচে ৬ পয়েন্ট আরসিবির। তারপরেও আরসিবির ভক্তরা প্লে অফে কোয়ালিফাই করার আশা দেখছেন। এখান দেখার ঠিক কীভাবে কীভাবে চললে আরসিবি এখান থেকে প্লে অফের যোগ্যতা অর্জন করতে পারে।

বর্তমানে আরসিবি যে পরিস্থিতিতে রয়েছে তার জন্য তাদেরকে বেশ কিছু দলের উপর নির্ভর করতে হবে। প্রথমত, আরসিবিকে তাকিয়ে থাকতে হবে রাজস্থান রয়্যালসের (Rajasthan Royals) ম্যাচগুলির দিকে। তাদেরকে চাইতে হবে রাজস্থান যেন তাদের প্রত্যেকটি ম্যাচ যেতে। এছাড়া কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders), চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings), সানরাইজার্স হায়দ্রাবাদ (Sunrisers Hyderabad) এবং লখনউ সুপার জায়েন্টসের (Lucknow Super Giants) মধ্যে যে কোনো দুটি দলকে তাদের প্রত্যেকটি ম্যাচ জিততে হবে।

এছাড়া বাকি দুটি দলকে পয়েন্ট তালিকার নীচের দলগুলির কাছেও হারতে হবে। এছাড়া সব থেকে বড় কথা আরসিবিকে তাদের বাকি থাকা প্রত্যেকটি ম্যাচ জিততে হবে। এখনো তাদের বাকি রয়েছে ৪ টি ম্যাচ। যদি এই পুরো সমীকরণটি মেলে, তবেই পয়েন্ট তালিকায় চতুর্থ স্থানে থেকে কোয়ালিফাই করার সম্ভাবনা রয়েছে আরসিবির।

TechGup Desk

TechGup এর নতুন ও অভিজ্ঞ লেখকরা এই প্রোফাইল থেকে খবর লেখেন। মূলত যৌথ প্রচেষ্টায় যে খবরগুলি লেখা হয়, সেগুলি এই প্রোফাইল থেকে পাবলিশ করা হয়।

Recent Posts

প্রথম সেলে 3000 টাকা ছাড়ে iQOO Z9s Pro, পাবেন 50 হাজার টাকা জেতার সুযোগ

সম্প্রতি iQOO Z9s 5G সিরিজের অধীনে iQOO Z9s Pro ফোনটি ভারতে লঞ্চ হয়। আজ এই…

2 mins ago

Redmi K80 Series: এই প্রথম রেডমির স্মার্টফোনে 6500 এমএএইচ ব্যাটারি!

Snapdragon 8 Gen 4 চিপসেটের সঙ্গে Xiaomi 15 ফ্ল্যাগশিপ সিরিজ অক্টোবরের মধ্যে লঞ্চ হয়ে যাবে…

15 mins ago

2000 টাকা ডিসকাউন্টে Poco-র 108 মেগাপিক্সেল ক্যামেরা ও গ্লাস ডিজাইনের সবচেয়ে সস্তা মোবাইল ফোন

15 হাজার টাকার মধ্যে যদি ভালো ক্যামেরার স্মার্টফোন কিনতে চান তাহলে পোকোর একটি ফোনটি আপনার…

51 mins ago

ক্যামেরায় মিলবে বিশাল আপগ্রেড, আরও শক্তিশালী হয়ে ফিরছে Moto G Power 5G

মোটোরোলা প্রথম 2020 সালে Moto G Power স্মার্টফোনটি লঞ্চ করেছিল৷ কোম্পানিটি এই বছরের শুরুতে Moto…

57 mins ago

Poco Pad আজ জবরদস্ত ফিচার সহ ভারতে লঞ্চ হচ্ছে, দাম ও ফিচার জেনে নিন

আজ অর্থাৎ 23 আগস্ট ভারতে লঞ্চ হচ্ছে Poco Pad। এটি ভারতে পোকোর প্রথম ট্যাবলেট এবং…

1 hour ago

Neeraj Chopra: অলিম্পিকের পর ডায়মন্ড লিগেও রুপো জিতলেন নীরজ, সোনা‌ জিতলেন অলিম্পিকে ব্রোঞ্জ পাওয়া অ্যাথলিট

প্যারিস অলিম্পিকে (Paris Olympics 2024) ভারতের তারকা জ্যাভলিন থ্রোয়ার নীরজ চোপড়া ৮৯.৪৫ মিটার থ্রো করে…

1 hour ago