গড়ল ইতিহাস ভাঙলো রেকর্ড, শুধু আইপিএল নয়, বিশ্ব টি-২০-কে এই ৪টি রেকর্ড গুলি উপহার দিল RCB-SRH ম্যাচ

আজ আইপিএল ২০২৪ (IPL 2024) এর ৩০তম ম্যাচে বেঙ্গালুরু চিন্নাস্বামী স্টেডিয়ামে মুখোমুখি হয় সানরাইজার্স হায়দ্রাবাদ...
techgup 16 April 2024 8:41 AM IST

আজ আইপিএল ২০২৪ (IPL 2024) এর ৩০তম ম্যাচে বেঙ্গালুরু চিন্নাস্বামী স্টেডিয়ামে মুখোমুখি হয় সানরাইজার্স হায়দ্রাবাদ (Sunrisers Hyderabad) এবং রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (Royal Challengers Bengaluru)। মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে আইপিএল সর্বোচ্চ টিম টোটাল করার পর আজ আরো একবার নিজেদের রেকর্ড ভেঙেই নতুন করে করল হায়দ্রাবাদ।

হায়দ্রাবাদের দুই‌ ওপেনার অভিষেক শর্মা এবং ট্রাভিস হেড (Travis Head) প্রথম থেকেই ভয়ংকর রূপ ধারণ করে। অভিষেক একটু ধরে খেললেও আরসিবির বোলারদের উপর কড়া প্রহার করেন বিশ্বকাপ জয়ী ট্রাভিস হেড। একের পর এক বড় শট খেলে মাত্র ৩৯ বলে নিজের প্রথম আইপিএল শতরান করেন তিনি। ওদিকে নিজেদেরই করা ২৭৭ রানের সর্বোচ্চ টিম টোটালের রেকর্ড নিজেরাই ভাঙার জন্য অগ্রসর হয় অরেঞ্জ আর্মি।

শতরান করে আউট‌ হলে মাঠে নামে বোলারদের আরেক ত্রাস হেনরিখ ক্লাসেন (Heinrich Klaasen)। তিনিও প্রথম থেকেই এসে প্রহার শুরু করেন। মাত্র ৩১ বলে ২ টি চার এবং ৭টি ছক্কার সাহায্যে ৬৭ রান করেন তিনি। শেষে এসে আব্দুল সামাদের (Abdul Samad) অসাধারণ ক্যামিওতে নিজেদের রেকর্ড আবার ভেঙে দেয় হায়দ্রাবাদ। ২০ ওভারে ২৮৭/৩ রান করে তারা।

এই লক্ষ্য তাড়া করতে নেমে ফাফ ডু প্লেসিস এবং বিরাট কোহলি (Virat Kohli) শুরুটা অসাধারণ করলেও, গোছায় উইকেট হারিয়ে ম্যাচ থেকে বেরিয়ে যায় আরসিবি। তবে শেষের দিকে দীনেশ কার্তিক (Dinesh Karthik) একাই লড়াই করে দলকে আবার জয়ের স্বপ্ন দেখাতে থাকেন। তবে উল্টো দিক থেকে কোনো সাপোর্ট না পাওয়ায় ম্যাচ জেতাতে ব্যর্থ হন তিনি। ২৫ রানে জয় পায় হায়দ্রাবাদ।

তবে এই ম্যাচটি আইপিএল ইতিহাসের একটি ঐতিহাসিক ম্যাচ হিসেবে স্মরণীয় থাকবে। একাধিক বড় রেকর্ড গড়ে ওঠে এই ম্যাচে। আইপিএল ইতিহাস সর্বোচ্চ টিম টোটালের সাথে চেসিং টিম হিসেবেও সর্বোচ্চ স্কোর নিজেদের নামে করে আরসিবি। শুধু তাই নয় টি-টোয়েন্টি ক্রিকেটে দুই ইনিংস মিলিয়ে এই ম্যাচে হয়েছে সর্বোচ্চ রান। এরই সাথে প্রথমবার কোনো টি-টোয়েন্টি ম্যাচে ৫০ এর অধিক চার হয়।

Show Full Article
Next Story