‘কখনো তামাকের প্রচার করিনি’ ইঙ্গিত দিয়ে গাভাস্কার-সেহবাগদের কড়া সমালোচনা শচীনের

৩১ মে তথা আজ বিশ্ব তামাকমুক্ত দিবস (World No Tobacco Day)। এইদিনটি তামাকজাত দ্রব্য সেবনকারীদের সচেতনের জন্য। আর এই বিশেষ দিনে তামাক সেবনকারীদের সচেতন করতে ক্রিকেটের ভগবান শচীন তেন্ডুলকর (Sachin Tendulkar) সোশ্যাল মিডিয়ায় এক পোস্ট করেছেন। শচীন বরাবরই তামাকজাত দ্রব্য এবং মাদকদ্রব্যগুলির অনুমোদনের বিরুদ্ধে কথা বলেন।

এই বিষয়ে শচীন তার পোস্টে তার বাবাকে দেওয়া প্রতিশ্রুতি প্রকাশ্যে এনেছেন। শচীন তেন্ডুলকর পোস্ট করেছেন, “আমার আন্তর্জাতিক কর্মজীবনের শুরুতে, আমার বাবা আমাকে একটি সহজ কিন্তু গুরুত্বপূর্ণ উপদেশ দিয়েছিলেন, কখনোই তামাকের প্রচার করবে না। আমি এখনো সেই জায়গাতেই আটকে রয়েছি এবং আপনি চাইলেও তাই করতে পারেন। আসুন আমরা একটি সুন্দর ভবিষ্যতের জন্য তামাকের উপরে স্বাস্থ্যকে গুরুত্ব দিই।”

শচীনকে এই কথা বারংবার বলতে শোনা গেছে। তিনি কখনোই চান না দেশের ভবিষ্যত প্রজন্ম তামাকজাত দ্রব্যে আটকে থাকুক। তাই তিনি একজন বড় মাপের ক্রিকেটার হওয়া সত্ত্বেও কখনো কোনো পানমশালা বা তামাকজাত দ্রব্যের বিজ্ঞাপন করেননি। শচীন আগেও বলেছেন, “এই বিষয়ে আমি বাবার কাছে প্রতিশ্রুতিবদ্ধ ছিলাম। তিনি আমাকে বলেছিলেন যে আমি একজন রোল মডেল এবং আমি যা করবো তা অনেক মানুষেই অনুসরণ করবে। এই কারণেই আমি কখনোই তামাকজাত দ্রব্য বা অ্যালকোহলের সমর্থন করিনা। ১৯৯০ সালে আমার কাছে ব্যাটের কোনো স্টিকার ছিল না, তারপরেও আমি এইসব দ্রব্যের কোম্পানিকে কোনোদিন সমর্থন করিনি। তবে দলের অন্য সবাই উইলস এবং ফোর স্কোয়ারকে সমর্থন করতো।”

শুধু শচীন নন, প্রাক্তন ভারতীয় ক্রিকেটার গৌতম গম্ভীরও (Gautam Gambhir) সবসমউ এইসবের বিপক্ষে কথা বলেন। তিনি যখনই এই প্রসঙ্গ উঠিয়েছেন, ততবারই শচীনের উদাহরণ দিয়েছেন। এমনকি গম্ভীর নিজেও কোনোদিন এইসবের বিজ্ঞাপন করেননি। এইদিকে যেমন বড় টাকার প্রস্তাব পেয়েও যেমন তারা কোনোদিন তামাকজাত দ্রব্যের প্রচার করেননি, সেরকমই অন্যহাতে বেশ কিছু প্রাক্তন ভারতীয় ক্রিকেটার যেমন, সুনীল গাভাস্কার (Sunil Gavaskar), বীরেন্দ্র সেহবাগ (Virender Sehwag) এবং কপিল দেব (Kapil Dev) সহ আরও অনেকেই টাকার বিনিময়ে এইসব কাজ করে থাকেন। যদিও এইসব কাজে একদমই সমর্থন করেন না শচীন তেন্ডুলকর।

TechGup Desk

TechGup এর নতুন ও অভিজ্ঞ লেখকরা এই প্রোফাইল থেকে খবর লেখেন। মূলত যৌথ প্রচেষ্টায় যে খবরগুলি লেখা হয়, সেগুলি এই প্রোফাইল থেকে পাবলিশ করা হয়।

Share
Published by
TechGup Desk

Recent Posts

সস্তায় এত সুন্দর স্মার্টফোন! Redmi 14C বাজারে ঝড় তুলতে লঞ্চ হচ্ছে এই তারিখে

Redmi 14C ফোনটি চলতি মাসের শেষেই বাজারে পা রাখতে চলেছে। লঞ্চের আগে এটিকে এখন একটি…

31 mins ago

Shakib Al Hasan: পাকিস্তানে টেস্ট খেলা সাকিবের মাথায় ভেঙে পড়লো আকাশ, খুনের অভিযোগ দায়ের করা হল ক্রিকেটারের বিরুদ্ধে

সকল রাজনৈতিক ব্যক্তিত্বের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে তাদের মধ্যে সাকিব অন্যতম।

38 mins ago

India Post Scam: এক মেসেজেই চুরি যাচ্ছে ব্যক্তিগত তথ্য, আপনার ফোনে এলে এড়িয়ে চলুন

বর্তমানে নতুন ভাবে প্রতারণা শুরু করেছে স্ক্যামাররা। এখন তারা India Post-এর নামে ভুয়ো মেসেজ পাঠিয়ে…

46 mins ago

ফিরে এলো ভাউসাহেব মেমোরিয়াল ট্রফি, ভারতের মাটিতে আর্জেন্টিনা অজি ক্লাবের সাথে খেলবে ভারতীয় ক্লাব

ভাউসাহেব বন্দোদকার মেমোরিয়াল ট্রফি একটি অন্যতম ভারতীয় ফুটবল টুর্নামেন্ট যা গোয়া ফুটবল অ্যাসোসিয়েশন দ্বারা আয়োজন…

57 mins ago

অত্যাধুনিক স্কুটার এবার হাতের মুঠোয়, পড়শি দেশে গাড়ি লঞ্চ করছে ভারতের Ather Energy

অত্যাধুনিক ইলেকট্রিক স্কুটার তৈরির জন্য বিখ্যাত Ather Energy এদিন শ্রীলঙ্কার বাজারে পা রাখার ঘোষণা করেছে।…

1 hour ago

Mohun Bagan Durand Cup: রুদ্ধশ্বাস ম্যাচে কাঁটায় কাঁটায় টক্কর, অবিশ্বাস্য জয় ছিনিয়ে নিয়ে ডুরান্ডের সেমিতে মোহনবাগান

আজ ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনালে প্রথমার্ধে সবুজ মেরুনদের আক্রমণে জেসন কামিন্স, পেত্রাতোসের অভাব টের পাচ্ছিল…

2 hours ago