Sandeep Lamichhane: ধর্ষণ কান্ডে নির্দোষ প্রমাণিত লামিছনে, বিশ্বকাপে হতে পারে সারপ্রাইজ এন্ট্রি

গত বছর এশিয়া কাপে নেপাল নতুন দল হিসাবে অসাধারণ পারফরম্যান্স করে ক্রিকেট ভক্তদের মন জয় করে নেয়। এরপর তারা আসন্ন...
techgup 15 May 2024 7:08 PM IST

গত বছর এশিয়া কাপে নেপাল নতুন দল হিসাবে অসাধারণ পারফরম্যান্স করে ক্রিকেট ভক্তদের মন জয় করে নেয়। এরপর তারা আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপেও (T20 World Cup 2024) নিজেদের জায়গা করে নিয়েছে। তবে এর মধ্যেই এই দলের অন্যতম তারকা ক্রিকেটার সন্দীপ লামিছনে (Sandeep Lamichhane) সাম্প্রতিক সময় যৌন হয়রানি অভিযোগে শাস্তির মুখে পড়ে আলোচনায় উঠে এসেছিলেন। এবার টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে এখন এই ক্রিকেটারকে নিয়ে নেপাল ক্রিকেট বোর্ডের জন্য এলো সুখবর।

আসন্ন ২ জুন থেকে মার্কিন যুক্তরাষ্ট্র প্রথমবারের মতো ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে যৌথভাবে টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করতে চলেছে। এই টুর্নামেন্টে এশিয়ার বাছাইপর্ব থেকে উল্লেখযোগ্যভাবে নেপাল এবং ওমান জায়গা করে নিয়েছে। এর সঙ্গেই নেপালের তরুণ ক্রিকেটাররা সাম্প্রতিক সময় তাদের অসাধারণ পারফরম্যান্স দিয়ে আন্তর্জাতিক মঞ্চে নিজেদের জায়গা তৈরি করার চেষ্টা করছে। তারা আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপ 'ডি'-তে বাংলাদেশ, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা এবং নেদারল্যান্ডসের সঙ্গে জায়গা করে নিয়েছে।‌

এবার এর মধ্যেই নেপাল ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সন্দীপ লামিছনে নিজের সমস্ত আইনি মামলার অভিযোগ থেকে মুক্তি পেলেন। উল্লেখ্য ২০২২ সালে এক নাবালিকা মেয়ে এই ক্রিকেটারের বিরুদ্ধে যৌন হয়রানি অভিযোগ এনে মামলা দায়ের করেছিল। যার ফলে এই বছর জানুয়ারিতে কাঠমান্ডু জেলা আদালত লামিছনের বিরুদ্ধে ৮ বছরের সাজা ঘোষণা করে। এরফর এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করা হয়। আজ পাটান হাইকোর্ট দীর্ঘ আলোচনার পর পুরনো রায়কে বাতিল করে দেয়। এর সঙ্গেই বিচারপতি সুদর্শন দেব ভট্ট এবং অঞ্জু উপেত্রী লামিছনেকে সমস্ত অভিযোগ থেকে মুক্তি দিয়েছেন।

সন্দীপ লামিছনের আইনজীবী এএফপিকে বলেছেন,"আমরা নিম্ন আদালতের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করেছিলাম। এই লেগ-স্পিনারের বিরুদ্ধে ২০২২ সালে একটি মামলা দায়ের করা হয়েছিল। এর ফলে তাকে নেপাল ক্রিকেট দলের অধিনায়কের পদ থেকে সরিয়ে দেওয়া হয়। ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ নেপাল (CAN) লামিছনেকে নিষিদ্ধ পর্যন্ত করেছিল। এর ফলে তিনি ২০২৩ একদিনের বিশ্বকাপের বাছাইপর্ব এবং ২০২৩ এশিয়া কাপে অংশগ্রহণ করতে পারেননি।" উল্লেখ্য এর ফলে এখন সন্দীপ লামিছনের আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে ফিরে আসার সম্ভাবনা তৈরি হয়েছে।

Show Full Article
Next Story