IPL 2024: আগেরবার বুমরাহ, তো এবার শামির পরিবর্ত, গুজরাট টাইটান্সে যোগ দিলেন প্রাক্তন নাইট পেসার
আইপিএলের (IPL 2024) সপ্তদশ সংস্করণ শুরু হতে আর মাত্র একটি দিনের অপেক্ষা। প্রতিবছরের ন্যায় এবারেও আইপিএলের আগে দলগুলি...আইপিএলের (IPL 2024) সপ্তদশ সংস্করণ শুরু হতে আর মাত্র একটি দিনের অপেক্ষা। প্রতিবছরের ন্যায় এবারেও আইপিএলের আগে দলগুলি চোটের পরিবর্ত খুঁজতে ব্যাস্ত। এদিকে বেশ কয়েকমাস ধরেই শোনা যাচ্ছিলো, পায়ে চোট থাকার কারণে এবার আইপিএল খেলার কোনোরকম আশঙ্কা নেই গুজরাট টাইটান্সের (Gujarat Titans) অভিজ্ঞ পেসার মহম্মদ শামির (Mohammed Shami)।
গতবছর ভারতের মাটিতে অনুষ্ঠিত একদিনের বিশ্বকাপ থেকেই পায়ে চোটের কারণে ভুগছেন এই ভারতীয় পেসার। সেই চোট থাকা সত্ত্বেও, ইনজেকশন নিয়ে খেলেছেন সম্পূর্ণ বিশ্বকাপটি। শুধু খেলেছেন তাইই নয়, টুর্নামেন্টের সেরা বোলারও হয়েছিলেন তিনি। তারপর থেকে চারমাস কেটে গেলেও আর একবারও বাইশ গজে দেখা যায়নি শামিকে। আইপিএলেও যে তিনি খেলবেন না, এই বিষয় অনেক আগে থেকেই নিশ্চিত ছিল। কারণ, কিছুদিন আগেই অস্ত্রপচার করিয়েছেন শামি।
এবার আইপিএল শুরু হতে কিছু ঘন্টা বাকি থাকতেই শামির পরিবর্ত খুঁজে নিয়েছে আশীষ নেহেরারা। শামির পরিবর্তে গুজরাট টাইটান্স দলে যোগ দিয়েছেন প্রাক্তন কলকাতা নাইট রাইডার্সের তারকা পেসার সন্দীপ ওয়ারিয়র (Sandeep Warrier)। গত মরশুমে জসপ্রীত বুমরাহ-র পরিবর্তে মুম্বাই ইন্ডিয়ান্স দলে ছিলেন তিনি। তবে এবারে ৫০ লক্ষ টাকায় শামির পরিবর্ত হিসাবে দলে সামিল করেছে গুজরাট টাইটান্স।
প্রাক্তন নাইট তারকা কেকেআর থেকে বেরোনোর পর আর একটিও আইপিএল ম্যাচ খেলার সৌভাগ্য করেননি। কেকেআরের জার্সিতে ৫ টি ম্যাচ খেলে ২ টি উইকেট নিয়েছিলেন এই ৩২ বছর বয়সী ডান-হাতি পেসার। ভারতের জার্সিতেও একটি টি-২০ ম্যাচ খেলেছেন তিনি। তবে তখন থেকে বড় জায়গায় কখনো খেলার সুযোগ পাননি তিনি। এবছর মোহিত শর্মা, উমেশ যাদবদের সাথে ড্রেসিংরুম শেয়ার করবেন সন্দীপ ওয়ারিয়র।