ভাগ্য খুলতে চলেছে সরফরাজের, ২০ লাখ বেস প্রাইসে হয়েছিলেন আনসোল্ড, এবার হবে কোটি টাকার ডিল

ঘরোয়া ক্রিকেটে ঝড় তোলার পর টিম ইন্ডিয়ার হয়ে অভিষেক করেছেন বাঁহাতি ব্যাটসম্যান সরফরাজ খান (Sarfaraz Khan)। রাজকোটে...
techgup 2 March 2024 11:58 PM IST

ঘরোয়া ক্রিকেটে ঝড় তোলার পর টিম ইন্ডিয়ার হয়ে অভিষেক করেছেন বাঁহাতি ব্যাটসম্যান সরফরাজ খান (Sarfaraz Khan)। রাজকোটে ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ টেস্টের সিরিজের (India vs England Test Series) তৃতীয় ম্যাচে খেলার সুযোগ পেয়েছিলেন সরফরাজ। অভিষেক টেস্টেই দুই ইনিংসেই হাফ সেঞ্চুরি করে অসাধারণ খেলা দেখিয়েছেন তিনি। এমন পরিস্থিতিতে সরফরাজের প্রাক্তন দল দিল্লি ক্যাপিটালস‌ (Delhi Capitals) কিছুটা হলেও‌ পস্তাচ্ছে।

আসলে নতুন মরশুমের আগেই সরফরাজ খানকে ছেড়ে দিয়েছিল দিল্লি ক্যাপিটালস দল। দিল্লির আগে চার বছর বিরাট কোহলির নেতৃত্বাধীন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (RCB) দলের সদস্য ছিলেন তিনি। এরপর তিনি পাঞ্জাব কিংসে (Punjab Kings) আসেন তারপর দিল্লি তাকে কিনে নেয়। তবে ঘরোয়া ক্রিকেটে রান করলেও আইপিএলে কোনো দলের হয়েই ভালো পারফর্ম করতে পারেননি সরফরাজ।

২০২২ সালে দিল্লি ক্যাপিটালসে যোগ দেন সরফরাজ খান। তিনি দুই মরসুম দলের হয়ে খেলেন, যেখানে তিনি ১০ ম্যাচে সুযোগ পেয়েছিলেন এবং মাত্র ১৪৪ রান করতে পেরেছিলেন। এমন পরিস্থিতিতে এখন দিল্লি ক্যাপিটালসের ডিরেক্টর অফ ক্রিকেট সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly) বুঝিয়ে দিলেন কেন সরফরাজ খান টি-টোয়েন্টিতে ভাল পারফর্ম করতে পারছেন না।

সৌরভ গঙ্গোপাধ্যায় মনে করেন, সরফরাজ মূলত লাল বলের খেলোয়াড়। টি-টোয়েন্টি ক্রিকেটে নিজেকে মানিয়ে নিতে পারছেন না সরফরাজ। এ কারণেই ফ্র্যাঞ্চাইজিটি তাকে মুক্তির সিদ্ধান্ত নিয়েছে। এক সাক্ষাৎকারে গাঙ্গুলি বলেন, ''আমার মনে হয় টেস্ট ম্যাচের জন্য সে বেশি উপযুক্ত। তার খেলা ওই‌ ফরম্যাটের জন্যই তৈরি। টি-টোয়েন্টি একটি ভিন্ন ফরম্যাট এবং তিনি ঘরোয়া ক্রিকেটে রঞ্জি ট্রফি এবং অন্যান্য প্রথম শ্রেণির ম্যাচে যে পরিমাণ রান করেছেন তা দুর্দান্ত।"

সরফরাজ খান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ২০২৪- (IPL 2024) এর নিলামে ২০ লক্ষ টাকার বেস প্রাইসে এসেছিলেন, কিন্তু কোনও ফ্র্যাঞ্চাইজি তার উপর বিড করেনি। তবে এখন মনে করা হচ্ছে, টিম ইন্ডিয়ার হয়ে দারুণ অভিষেকের পর ভাগ্য ফিরতে পারে। রিপোর্ট অনুযায়ী, কিছু ফ্র্যাঞ্চাইজি আছে যারা সরফরাজকে তাদের দলে অন্তর্ভুক্ত করতে চায়।

সরফরাজকে তাদের সঙ্গে যুক্ত করতে চাইছে কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) ও চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings)। এর পাশাপাশি তার পুরনো ফ্র্যাঞ্চাইজি আরসিবিও তাকে নিতে আগ্রহী হলেও কেকেআর ও সিএসকে-র সম্ভাবনাই বেশি।

Show Full Article
Next Story