Shafali Verma: ইতিহাস গড়লেন শেফালি বর্মা, টেস্ট ক্রিকেটে সবচেয়ে দ্রুত ডাবল সেঞ্চুরিতে বানালেন মহারেকর্ড

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে একমাত্র টেস্টের প্রথম দিনে ২৯২ রানের বড় পার্টনারশিপ গড়েন শেফালি বর্মা (Shafali Verma) ও স্মৃতি মান্ধানার (Smriti Mandhana) জুটি, যা মহিলা ক্রিকেটে প্রথম উইকেটে সর্বোচ্চ। এভাবে ২০০৪ সালে করাচিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পাকিস্তানের সাজিদা শাহ ও কিরণ বালুচের ২৪১ রানের পার্টনারশিপকে ছাড়িয়ে যান শেফালি ও মান্ধানা। এই ম্যাচে শেফালি তার ডাবল সেঞ্চুরিও পূর্ণ করেন।

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে একমাত্র টেস্টে লাল বলের ফরম্যাটে ইতিহাস গড়লেন ভারতীয় মহিলা দলের তারকা ক্রিকেটার শেফালি বর্মা। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচে ২০৫ রানের জোরালো ইনিংস খেলেন শেফালি। শেফালি বর্মার টেস্ট ক্রিকেট ক্যারিয়ারের এটাই প্রথম ডাবল সেঞ্চুরি। সেই সঙ্গে অনেক বড় বড় রেকর্ডও নিজের নামে করেন তিনি।

ঝড়ো ব্যাটিং দিয়ে মেয়েদের টেস্ট ক্রিকেটে নতুন অধ্যায় রচনা করেছেন শেফালি। এই ফরম্যাটে দ্রুততম নারী ক্রিকেটার হিসেবে ডাবল সেঞ্চুরি করেছেন শেফালি। ২০ বছর বয়সে মাত্র ১৯৪ বলে ডাবল সেঞ্চুরি পূর্ণ করেছেন তিনি।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে একমাত্র টেস্টেই (India Women vs South Africa Women Test) নিজেদের পুরনো রেকর্ড ভেঙেছেন শেফালি ও মান্ধানা। এই ম্যাচে শেফালি ও মান্ধানা যে কোনও উইকেটে ২৯২ রানের বড় জুটি গড়েছেন। এর আগে ২০২১ সালে ইংল্যান্ডের বিপক্ষে ব্রিস্টল টেস্টে ১৬৭ রানের জুটিতে নিজেদের আগের সেরা জুটি গড়েছিলেন এই দুজন। সেই সঙ্গে যে কোনও উইকেটে ভারতের আগের সর্বোচ্চ রানের জুটিকেও ছাড়িয়ে যান দুজনে। এর আগে ২০১৪ সালে মহীশূরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২৭৫ রানের জুটি গড়া পুনম রাউত ও থিরুশ কামিনীর নামে এই রেকর্ড ছিল।

Suman Patra

Recent Posts

সস্তায় এত সুন্দর স্মার্টফোন! Redmi 14C বাজারে ঝড় তুলতে লঞ্চ হচ্ছে এই তারিখে

Redmi 14C ফোনটি চলতি মাসের শেষেই বাজারে পা রাখতে চলেছে। লঞ্চের আগে এটিকে এখন একটি…

26 mins ago

Shakib Al Hasan: পাকিস্তানে টেস্ট খেলা সাকিবের মাথায় ভেঙে পড়লো আকাশ, খুনের অভিযোগ দায়ের করা হল ক্রিকেটারের বিরুদ্ধে

সকল রাজনৈতিক ব্যক্তিত্বের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে তাদের মধ্যে সাকিব অন্যতম।

32 mins ago

India Post Scam: এক মেসেজেই চুরি যাচ্ছে ব্যক্তিগত তথ্য, আপনার ফোনে এলে এড়িয়ে চলুন

বর্তমানে নতুন ভাবে প্রতারণা শুরু করেছে স্ক্যামাররা। এখন তারা India Post-এর নামে ভুয়ো মেসেজ পাঠিয়ে…

41 mins ago

ফিরে এলো ভাউসাহেব মেমোরিয়াল ট্রফি, ভারতের মাটিতে আর্জেন্টিনা অজি ক্লাবের সাথে খেলবে ভারতীয় ক্লাব

ভাউসাহেব বন্দোদকার মেমোরিয়াল ট্রফি একটি অন্যতম ভারতীয় ফুটবল টুর্নামেন্ট যা গোয়া ফুটবল অ্যাসোসিয়েশন দ্বারা আয়োজন…

52 mins ago

অত্যাধুনিক স্কুটার এবার হাতের মুঠোয়, পড়শি দেশে গাড়ি লঞ্চ করছে ভারতের Ather Energy

অত্যাধুনিক ইলেকট্রিক স্কুটার তৈরির জন্য বিখ্যাত Ather Energy এদিন শ্রীলঙ্কার বাজারে পা রাখার ঘোষণা করেছে।…

1 hour ago

Mohun Bagan Durand Cup: রুদ্ধশ্বাস ম্যাচে কাঁটায় কাঁটায় টক্কর, অবিশ্বাস্য জয় ছিনিয়ে নিয়ে ডুরান্ডের সেমিতে মোহনবাগান

আজ ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনালে প্রথমার্ধে সবুজ মেরুনদের আক্রমণে জেসন কামিন্স, পেত্রাতোসের অভাব টের পাচ্ছিল…

2 hours ago