'বিরাট পাকিস্তানে এলে ভারতকে ভুলে যাবে', চ্যাম্পিয়নস ট্রফিতে ভারতের অংশগ্রহণ নিয়ে বড় বয়ান শহীদ আফ্রিদির
বিরাট কোহলি আধুনিক প্রজন্মের অন্যতম সেরা একজন ক্রিকেটারের নাম। বর্তমানে সারা পৃথিবী জুড়েই বিরাট কোহলির খ্যাতি ছড়িয়ে...বিরাট কোহলি আধুনিক প্রজন্মের অন্যতম সেরা একজন ক্রিকেটারের নাম। বর্তমানে সারা পৃথিবী জুড়েই বিরাট কোহলির খ্যাতি ছড়িয়ে রয়েছে। সে চিরপ্রতিদ্বন্দ্বী দেশেই হোক কিংবা পৃথিবীর অন্যত্র, সব জায়গাতেই রয়েছেন বিরাট কোহলির ভক্ত। সেইরকমই ভারতের চিরপ্রতিদ্বন্দ্বী দেশ পাকিস্তানেও রয়েছে বহুল বিরাট কোহলি ভক্ত। যা পাকিস্তানের মাটিতে অনেক ম্যাচেই জার্সির পিছনে বিরাটের নাম দেখেও আন্দাজ করা যায়।
প্রাক্তন পাকিস্তানি অধিনায়ক শহীদ আফ্রিদিও সম্প্রতি একটি সাক্ষাৎকারে বিরাট কোহলির বিষয়ে সরব হয়েছেন। পাকিস্তানের ক্রিকেটভক্তদের মতো তিনিও চান, বিরাট পাকিস্তানে এসে খেলুক। আফ্রিদি সেখানে বলেছেন, “বিরাট কোহলি পাকিস্তানে এলে ভারতের আতিথেয়তা ভুলে যাবে। পাকিস্তানে বিরাটের প্রচুর ভক্ত রয়েছে, আমরা বিরাটকে পাকিস্তানে খেলতে দেখতে খুবই আগ্রহী।”
আগামী বছরে ফেব্রুয়ারি মাসে পাকিস্তানের মাটিতে অনুষ্ঠিত হবে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। ভারত ওই টুর্নামেন্ট খেলার জন্য পাকিস্তানে দল পাঠাবে কিনা, সেই নিয়ে আনুষ্ঠানিক কোনো খবরাখবর নেই। তবে পাকিস্তানের ক্রিকেটপ্রেমীরা আশায় রয়েছেন, বিরাটকে পাকিস্তানের মাটিতে খেলতে দেখার জন্য৷ যদি ভারত পাকিস্তান যেতে রাজি হয়, তাহলেই বোঝা যাবে পাকিস্তানের মাটিতে বিরাটের সমর্থনের জন্য কত মানুষ এগিয়ে আসেন।
যদিও পাকিস্তান ক্রিকেট বোর্ড আইসিসির সামনে প্রস্তাব রেখেছে ভারতের ম্যাচগুলি লাহোরে আয়োজন করা নিয়ে। তবে ভারতের প্রতিক্রিয়া কি হতে পারে, সেটিই দেখার। আদৌ কি রোহিত শর্মা বিরাট কোহলিদের পাকিস্তানের মাটিতে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পাঠাবে ভারতীয় ক্রিকেট বোর্ড নাকি গতবারের এশিয়া কাপের মতো হাইব্রিড মডেলেই অনুষ্ঠিত হবে ইভেন্টটি।