Shakib Al Hasan: প্লে অফের আগেই এল বড় খবর, আবার নাইট রাইডার্সে যোগ দিলেন সাকিব আল হাসান

ফের নাইট রাইডার্স শিবিরে যোগ দেওয়ার খবর বাংলাদেশের তারকা অলরাউন্ডার সাকিব অল হাসানের (Shakib Al Hasan)। তবে এবার আইপিএলে (IPL 2024) নয়, মেজর লিগ ক্রিকেটে…

ফের নাইট রাইডার্স শিবিরে যোগ দেওয়ার খবর বাংলাদেশের তারকা অলরাউন্ডার সাকিব অল হাসানের (Shakib Al Hasan)। তবে এবার আইপিএলে (IPL 2024) নয়, মেজর লিগ ক্রিকেটে (MLC 2024) কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) ফ্র‍্যাঞ্চাইজির অন্য দল লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্সে (Los Angeles Knight Riders) যোগ দিয়েছেন বাংলাদেশি তারকা।

আবারও শাহারুখ খানের (Shah Rukh Khan) দলের জার্সিতে খেলতে দেখা যাবে সাকিবকে। যাই হোক, আসন্ন মেজর লিগ ক্রিকেটের দ্বিতীয় সংস্করণটি শুরু হবে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপটি শেষ হওয়ার পরে পরে ৪ জুলাই থেকে। তার দেড় মাস আগে লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্সে সই করেছেন বাংলাদেশি তারকা। এদিকে সাকিব হলেন প্রথম বাংলাদেশি ক্রিকেটার, যাকে মেজর লিগ ক্রিকেটে খেলতে দেখা যাবে।

আর এই খবর শুনে খুবই আনন্দিত বাংলাদেশ ক্রিকেটপ্রেমীরা। সাকিবের সাথে নাইট রাইডার্স ফ্র‍্যাঞ্চাইজির সম্পর্ক ঠিক কতটা, সেটা কমবেশি সকলেরই জানা। এর আগে কেকেআরের হয়ে দুইবার চ্যাম্পিয়ন হয়েছেন তিনি। এছাড়া ২০২১ আইপিএল ফাইনালও খেলেছেন কেকেআরের জার্সিতে। এছাড়া আইপিএলে সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে খেলেছেন সাকিব। তিনি তার আইপিএল কেরিয়ারে মোট ৫২ ইনিংসে ব্যাট হাতে ৭৯৩ রান করেছেন এবং বল হাতেও সাকিবের শিকার ৭০ ম্যাচে ৬৩ উইকেট।

প্রসঙ্গত, আসন্ন মার্কিন যুক্তরাষ্ট্রের মাটিতে মেজর লিগ ক্রিকেট নামক টুর্নামেন্টের জন্য লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্সে যাদেরকে রিটেন করে রেখেছে, তারা হলেন আন্দ্রে রাসেল, সুনীল নারিন, জেসন রয়, স্পেনসার জনসন, উন্মুক্ত চন্দ, আলি খান, সইফ বাদর, নিতীশ কুমার, শ্যাডলি ভ্যান শালকউইক এবং স্থানীয় ক্রিকেটার ডেরন ডেভিস, ম্যাথিউ ট্রম্প, কর্নে ড্রাই ও আদিত্য গনেশ। এবার সেই দলের সাথেই দেখা যাবে সাকিব অল হাসানকে।