হারের খরা কাটাতে মোক্ষম চাল পাকিস্তানের, বিশ্বকাপজয়ী এই অজিকে অফার করল কোচিংয়ের দায়িত্ব

বর্তমান সময়টা খুব একটা ভালো যাচ্ছে না পাকিস্তান ক্রিকেট দলের (Pakistan Cricket Team)। বিশ্বকাপের (World Cup 2023) পর...
techgup 10 March 2024 11:28 AM IST

বর্তমান সময়টা খুব একটা ভালো যাচ্ছে না পাকিস্তান ক্রিকেট দলের (Pakistan Cricket Team)। বিশ্বকাপের (World Cup 2023) পর থেকে অধিকাংশ ম্যাচে হারের সম্মুখীন হয়েছে তারা। তাই পাকিস্তান ক্রিকেটে আসতে চলেছে বিরাট বদল। পাকিস্তান জাতীয় ক্রিকেট দলের প্রধান কোচ হতে চলেছেন প্রাক্তন অজি অলরাউন্ডার শেন ওয়াটসন (Shane Watson)। এখন থেকেই গুঞ্জন উঠেছে এই বিষয়কে নিয়ে।

সাময়িক সময়ের জন্য পাকিস্তানের প্রধান কোচের দায়িত্ব ছিল ওই দেশের প্রাক্তন অধিনায়ক মোহাম্মদ হাফিজের (Mohammad Hafeez) কাঁধে। কিন্তু নিউজিল্যান্ডে দলের খারাপ পারফরম্যান্সের জেরে সরিয়ে দেওয়া হয়েছে তাকে। তাই বর্তমানে কোচহীন রয়েছে পাকিস্তান ক্রিকেট দল। এরই মাঝে খবর উঠে আসছে শেন ওয়াটসনকে পাকিস্তান ক্রিকেট দলের প্রধান কোচের দায়িত্ব দেওয়ার।

চলমান পাকিস্তান সুপার লিগে (PSL 2024) কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের (Quetta Gladiators) প্রধান কোচ হিসাবে দায়িত্ব পালন করছেন শেন ওয়াটসন। এর আগে আইপিএল, মেজর লিগ ক্রিকেটেও কোচিং করাতে দেখা গেছে প্রাক্তিন অজি তারকাকে। এবার কথা উঠেছে পাকিস্তান জাতীয় দলের দায়িত্বও ওয়াটসনের হাতে তুলে দিতে চলেছে পিসিবি। তবে তার পাশাপাশি পাকিস্তানের প্রধান কোচ হওয়ার তালিকায় নাম রয়েছে একাধিক তারকার।

শেন ওয়াটসন ছাড়াও তালিকায় নাম রয়েছে, তারা হলেন ওয়েস্ট ইন্ডিজের টি-২০ বিশ্বকাপ জয়ী অধিনায়ক ড্যারেন সামি (Darren Sammy) আর আরেক প্রাক্তন অজি তারকা মাইকেল হাসি (Michael Hussey)। এছাড়া মেন্টর পদের দায়িত্বে দেখা যেতে পারে ক্যারিবিয়ান কিংবদন্তি এবং দুইবারের বিশ্বকাপ জয়ের অধিনায়ক স্যার ভিভ রিচার্ডসকে (VIV Richards)। এমন খবরাখবর শুনে, ভবিষ্যতের জন্য একটু হলেও আশার আলো দেখছেন পাকিস্তানি ক্রিকেট ভক্তরা।

Show Full Article
Next Story
Share it