শেষ কয়েক বছরে অসাধারণ ধারাবাহিক, বিশ্বকাপের দলে এই ভারতীয় বোলার সুযোগ না পাওয়ায় অবাক ওয়াটসন
এই বছর আইপিএলে (IPL 2024) প্রথম থেকেই টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 World Cup 2024) কথা মাথায় রেখে দলে জায়গা পাওয়ার...এই বছর আইপিএলে (IPL 2024) প্রথম থেকেই টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 World Cup 2024) কথা মাথায় রেখে দলে জায়গা পাওয়ার জন্য ক্রিকেটাররা নিজেদের পারফরমেন্সের মাধ্যমে নির্বাচকদের দৃষ্টি আকর্ষণ করছিলেন। বিশেষ করে মহম্মদ শামি চোটের কারণে দলের বাইরে থাকায় বিকল্প হিসাবে কোন পেসার বিশ্বকাপের দলে জায়গা পাবেন তা নিয়ে বিভিন্ন আলোচনা সামনে আসছিল। এবার অস্ট্রেলিয়ার প্রাক্তন অলরাউন্ডার শেন ওয়াটসন (Shane Watson) টি-টোয়েন্টি বিশ্বকাপের ভারতীয় দলে এই বোলার জায়গা না পাওয়ায় হতাশা প্রকাশ করলেন।
এই বছর ২ জুন থেকে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ওয়েস্ট ইন্ডিজে ২০ টি যোগ্যতা অর্জনকারী দল নিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হতে চলেছে। ইতিমধ্যেই বিসিসিআই এই টুর্নামেন্টের জন্য ১৫ সদস্যের একটি শক্তিশালী দল বেছে নিয়েছে। এই দলে পেসার হিসাবে জসপ্রীত বুমরাহ, মহম্মদ সিরাজের সঙ্গে আর্শদীপ সিং জায়গা করে নিয়েছেন। তবে চলমান আইপিএলে সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে টি নটরাজন (T Natarajan) দুরন্ত ফর্মে আছেন। এবার শেন ওয়াটসন এই ভারতীয় বোলার যোগ্যতা থাকলেও কেন বিশ্বকাপের জন্য ভারতীয় দলে জায়গা পাননি তা নিয়ে সরব হলেন।
অস্ট্রেলিয়ার অন্যতম প্রাক্তন ক্রিকেটার ওয়াটসন সম্প্রতি জিও সিনেমাকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন,"টি. নটরাজনের ইয়র্কার রাখার ক্ষমতা, প্রয়োজন অনুযায়ী গতির বৈচিত্র্য, এইগুলি তিনি বারবার ব্যবহার করছেন। তাই আমি অবাক হয়েছিলাম যে নটরাজনের ধারাবাহিকতা থাকা সত্ত্বেও তিনি ভারতীয় টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে জায়গা পেলেন না। বিশেষ করে দলের গুরুত্বপূর্ণ সময় তিনি বল হাতে ভরসা দিচ্ছেন। নটরাজন এমন একজন ব্যক্তিত্ব যিনি যখন ভালো পারফরমেন্স করেন ভারত সহ বিশ্বের প্রতিটি ক্রিকেটপ্রেমী সকলেই খুশি হন।"
উল্লেখ্য টি নটরাজন দীর্ঘদিন ধরে ভারতের ঘরোয়া ক্রিকেট সহ আইপিএলে নিজের প্রতিভার প্রদর্শন করে আসছেন। তিনি এখনও পর্যন্ত আইপিএলে ৫৫ ম্যাচে মোট ৬৩ টি উইকেট সংগ্রহ করেছেন। অন্যদিকে গতকাল সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে রাজস্থান রয়্যালসের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে নটরাজন ৪ ওভারে ৩৫ রান দিয়ে ২ উইকেট সংগ্রহ করে জয় এনে দেন। এছাড়াও চলমান আইপিএলে তিনি এখনও পর্যন্ত মাত্র ৮ ম্যাচে মোট ১৫ উইকেট তুলে নিয়ে সর্বোচ্চ উইকেট সংগ্রহকারী তালিকায় শীর্ষস্থানে পৌঁছে পার্পেল ক্যাপ সংগ্রহ করেছেন।