একসময় ICC ট্রফীতে ছিলেন ভারতের বেতাজ বাদশা, এবার সেমিফাইনালের জন্য দলকে শুভকামনা দিলেন এই তারকা

আজ আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪ (ICC T20 World Cup 2024) এর দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হতে চলেছে ভারত এবং ইংল্যান্ড (India vs England)। ম্যাচটি অনুষ্ঠিত হবে ভারতীয় সময় সন্ধ্যা ৮ টায় ওয়েস্ট ইন্ডিজের গুয়ানাতে। ম্যাচটিকে নিয়ে ভারতীয় ক্রিকেটপ্রেমীদের উত্তেজনা শিখরে। আরণ, একদিনের বিশ্বকাপ ফাইনালে হারের পর এবার আবারও একবার নকআউট পর্বের যোগ্যতাঅর্জন করেছে ভারতীয় দল।

অন্যদিকে এবারের একটিও ম্যাচ না হেরে জয়ের ধারার সাথে সেমিফাইনাল পর্যন্ত উঠে এসেছে রোহিত শর্মার (Rohit Sharma) নেতৃত্বাধীন ভারতীয় দল। এবারেও আরও একবার ভারতীয়রা স্বপ্ন দেখছেন টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের। এমন সময়ে অনেক প্রাক্তন অভিজ্ঞ ভারতীয় ক্রিকেটার ভারতীয় দলকে এই নকআউট পর্বে জয়ের জন্য অভ্যর্ত্থনা জানিয়েছেন। সেরকমই ভারতীয় দলকে বাকি দুটি ম্যাচ জিতে টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের জন্য অভ্যর্ত্থনা জানিয়েছেন অভিজ্ঞ ভারতীয় ওপেনার শিখর ওপেনার শিখর ধাওয়ান (Shikhar Dhawan)।

গত দুই বছর ধরে ভারতীয় দলে প্রবেশের পথ শিখর ধাওয়ানের জন্য একেবারেই দূর্গম হলেও, দলের প্রতি কোনো সময়েই আনুগত্য দেখাতে ভোলেন না শিখর ধাওয়ান। এটাই হয়তো ভারতীয় দলের প্রতি তার নির্মম ভালোবাসা। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এক পোস্টের মাধ্যমে ভারতীয় দলের উদ্দেশ্যে শুভকামনা জানিয়েছেন গব্বর। আর এই পোস্ট দেখে ধাওয়ানের প্রতি শ্রদ্ধা আরও বৃদ্ধি পেয়েছে ভক্তদের।

উল্লেখ্য দুই বছর আগেও ওডিআই ক্রিকেটে অধিনায়কত্ব করতে দেখা গেলেও, হঠাৎ করেই ভারতীয় দল থেকে বাদ দেওয়া হয়েছিল ধাওয়ানকে। এমনকি এরপরে তরুণ প্রতিভাবান ক্রিকেটারদের ভিড়ে আসতে আসতে হারিয়ে যেতে থাকেন তিনি। শুধুমাত্র আইপিএল এবং ঘরোয়া কিছু টুর্নামেন্ট ছাড়া আর সেভাবে মাঠে ব্যাট হাতেও দেখা যায়না আইসিসি ইভেন্টে ভারতের এই সেরা পারফর্মারকে। দুটি একদিনের বিশ্বকাপ (২০১৫, ২০১৯) খেলেছিলেন ধাওয়ান, সময় সেখানে যথাক্রমে তার গড় ছিল ৪৪.১১ এবং ৫৩.৭০। আটটি ইনিংস খেলে তিনটি শতরানও রয়েছে ধাওয়ানের। এছাড়া ২০১৩ এবং ২০১৭ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতেও সর্বাধিক রান সংগ্রাহক ছিলেন তিনি। তারপরেও ২০২৩ বিশ্বকাপের আগে থেকেই ব্রাত্য থেকে যেতে হয় গব্বরকে।

Suman Patra

Share
Published by
Suman Patra

Recent Posts

সস্তায় এত সুন্দর স্মার্টফোন! Redmi 14C বাজারে ঝড় তুলতে লঞ্চ হচ্ছে এই তারিখে

Redmi 14C ফোনটি চলতি মাসের শেষেই বাজারে পা রাখতে চলেছে। লঞ্চের আগে এটিকে এখন একটি…

25 mins ago

Shakib Al Hasan: পাকিস্তানে টেস্ট খেলা সাকিবের মাথায় ভেঙে পড়লো আকাশ, খুনের অভিযোগ দায়ের করা হল ক্রিকেটারের বিরুদ্ধে

সকল রাজনৈতিক ব্যক্তিত্বের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে তাদের মধ্যে সাকিব অন্যতম।

31 mins ago

India Post Scam: এক মেসেজেই চুরি যাচ্ছে ব্যক্তিগত তথ্য, আপনার ফোনে এলে এড়িয়ে চলুন

বর্তমানে নতুন ভাবে প্রতারণা শুরু করেছে স্ক্যামাররা। এখন তারা India Post-এর নামে ভুয়ো মেসেজ পাঠিয়ে…

40 mins ago

ফিরে এলো ভাউসাহেব মেমোরিয়াল ট্রফি, ভারতের মাটিতে আর্জেন্টিনা অজি ক্লাবের সাথে খেলবে ভারতীয় ক্লাব

ভাউসাহেব বন্দোদকার মেমোরিয়াল ট্রফি একটি অন্যতম ভারতীয় ফুটবল টুর্নামেন্ট যা গোয়া ফুটবল অ্যাসোসিয়েশন দ্বারা আয়োজন…

51 mins ago

অত্যাধুনিক স্কুটার এবার হাতের মুঠোয়, পড়শি দেশে গাড়ি লঞ্চ করছে ভারতের Ather Energy

অত্যাধুনিক ইলেকট্রিক স্কুটার তৈরির জন্য বিখ্যাত Ather Energy এদিন শ্রীলঙ্কার বাজারে পা রাখার ঘোষণা করেছে।…

1 hour ago

Mohun Bagan Durand Cup: রুদ্ধশ্বাস ম্যাচে কাঁটায় কাঁটায় টক্কর, অবিশ্বাস্য জয় ছিনিয়ে নিয়ে ডুরান্ডের সেমিতে মোহনবাগান

আজ ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনালে প্রথমার্ধে সবুজ মেরুনদের আক্রমণে জেসন কামিন্স, পেত্রাতোসের অভাব টের পাচ্ছিল…

2 hours ago