Shreyas Iyer: সরব এবার নাইট অধিনায়ক, আরজি কর নির্যাতিতার পাশে দাঁড়ালেন শ্রেয়াস আইয়ার

গত শুক্রবার সকালে আরজি কর মেডিক্যাল কলেজে একজন তরুণী চিকিৎসকের মৃতদেহ উদ্ধার করা হয়। তাকে নৃশংসভাবে ধর্ষণ করে হত্যা করা হয়েছে বলে অভিযোগ সামনে উঠে আসে।

SUMAN 16 Aug 2024 11:17 AM IST

কলকাতায় যেমন ফুটবল, ক্রিকেটকে নিয়ে উন্মাদনা দেখা যায় তেমনই তিলোত্তমা এই নগরী প্রতিবাদেরও শহর হিসাবে পরিচিত। বর্তমানে কলকাতার আরজি কর মেডিক্যাল কলেজের এক মহিলা ডাক্তারের অস্বাভাবিক মৃত্যুর ঘটনা নিয়ে পশ্চিমবঙ্গ সহ সমগ্র ভারত জুড়ে প্রভাব ফেলেছে। বিচারের দাবিতে রাস্তায় নামতে দেখা গেছে হাজার হাজার সাধারণ মানুষদের। এবার কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক শ্রেয়াস আইয়ার মহিলাদের অত্যাচারের বিরুদ্ধে পোস্ট করে আরজি করের পাশে দাঁড়ালেন।

গত শুক্রবার সকালে আরজি কর মেডিক্যাল কলেজে একজন তরুণী চিকিৎসকের মৃতদেহ উদ্ধার করা হয়। তাকে নৃশংসভাবে ধর্ষণ করে হত্যা করা হয়েছে বলে অভিযোগ সামনে উঠে আসে। কলকাতা পুলিশ তদন্তে নামার পর এই ঘটনায় একজনকে আটক করে। কিন্তু এই অপ্রত্যাশিত ঘটনার সঙ্গে আরও বেশ কয়েকজন যুক্ত থাকতে পারে বলে মহিলাটির সহ চিকিৎসক বন্ধুরা সরব হন। তারা রীতিমতো আন্দোলন শুরু করেন। চিকিৎসকদের এই আন্দোলনের সঙ্গে সাধারণ মানুষও যুক্ত হন।

১৪ আগস্ট রাতে পশ্চিমবঙ্গ সহ ভারতের একাধিক জায়গায় মহিলারা নিজেদের সুরক্ষা এবং আরজি কর মেডিক্যাল কলেজের ঘটনায় সমস্ত দোষীদের শাস্তির দাবিতে রাস্তায় নামেন। এবার গতকাল কলকাতা নাইট রাইডার্সের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য এবং অধিনায়ক শ্রেয়াস আইয়ার নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে পোস্ট করে এই ঘটনার দোষীদের শাস্তির দাবি করলেন। তিনি লেখেন,"এই সমস্ত বছরে, কিছুই পরিবর্তন হয়নি। এই বর্বর ঘটনার সঙ্গে সঙ্গে তারপর থেকে যা কিছু ঘটেছে তার জন্য আমি একেবারেই বিধ্বস্ত।"

শ্রেয়াস আইয়ার আরও লেখেন, "এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ যে প্রত্যেকটি অপরাধীকে যেন জবাবদিহি করা হয় এবং তাদের কঠোর শাস্তি দেওয়া হয়। আমরা বিচার চাই।নারীদের জন্য ন্যায়বিচার চাই।" এই স্টোরিটি বর্তমানে সোশ্যাল মিডিয়া জুড়ে ভাইরাল হয়েছে। কলকাতা নাইট রাইডার্সের ভক্তরাও অধিনায়কের এই বক্তব্যকে সমর্থন করে আরজি করের নির্যাতিতা মহিলাটির পাশে দাঁড়িয়েছে।

Show Full Article
Next Story