'আমি খুশি যে……', চেন্নাই এর বিরুদ্ধে হারের পর ভক্তদের উদ্দেশ্যে বড় বার্তা KKR অধিনায়কের

গতকাল আইপিএলের ২২ তম (IPL 2024) ম্যাচে চেন্নাইয়ের চিপকে কলকাতা নাইট রাইডার্সকে (Kolkata Knight Riders) একতরফাভাবে...
techgup 9 April 2024 9:58 AM IST

গতকাল আইপিএলের ২২ তম (IPL 2024) ম্যাচে চেন্নাইয়ের চিপকে কলকাতা নাইট রাইডার্সকে (Kolkata Knight Riders) একতরফাভাবে হারিয়ে টুর্নামেন্টে তৃতীয় জয় তুলে নেয় চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings)। এই ম্যাচের আগে কলকাতা তিনটি ম্যাচে তিনটি জয় নিয়ে পয়েন্টস টেবিলের দ্বিতীয় স্থানে থাকলেও অনায়াসে তাদের হারিয়ে দু' পয়েন্ট সংগ্রহ করে রুতুরাজরা। ম্যাচে প্রথম থেকেই বিপর্যয়ের মুখে পড়েছিল নাইটরা।

ম্যাচের টস হারায় প্রথম ব্যাট করতে বাধ্য হয় কলকাতা। প্রথমে সল্টের উইকেট পড়ার পরও শুরুটা খুব ভালো করলেও পাওয়ারপ্লে শেষ হতেই ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়ে কেকেআর। ৫৬/১ থেকে ২০ ওভার শেষে মাত্র ১৩৭/৯ রান করতে সক্ষম হয় তারা। এই মুহূর্তেই বোঝা যাচ্ছিল ম্যাচ হাত থেকে বেরিয়ে গেছে।

দ্বিতীয় ইনিংস শুরু হলে, সেই একই চিত্র চোখে পড়ে। একতরফা হবে লক্ষ্যের দিকে এগিয়ে যেতে থাকে চেন্নাই। গত ম্যাচে দিল্লির বিরুদ্ধে ২৭২ রান করার পর এই ম্যাচে এইভাবে পরাজয় ভক্তদের অনেকটাই হতাশ করেছে। এবার ম্যাচের পরে ইন্টারভিউতেও আপেক্ষ ধরা পড়ে অধিনায়ক শ্রেয়াস আইয়ারের (Shreyas Iyer)কথায়।

তিনি বলেন- " আমরা শুরুটা অনেক ভালো করেছিলাম তবে তারপর নিয়মিত অন্তরালে উইকেট হারানোয় পিছিয়ে পড়ি। আমরা ঠিকভাবে পরিস্থিতি মানিয়ে নিতে পারিনি। ১৬০-১৭০ রান আমাদের মাথায় ছিল, কিন্তু আমরা মোমেন্টাম হারিয়ে ফেলেছিলাম। আমাদের এই হার থেকে অনেক কিছু শিখতে হবে। খুশি এই নিয়ে যে এই হারটা টুর্নামেন্টের শুরুর দিকে এসেছে। পরবর্তী ম্যাচে যখন ঘরের মাঠে খেলব তখন ঘরোয়া পরিস্থিতি আমাদের ঠিকমতো কাজে লাগাতে হবে।"

Show Full Article
Next Story