Categories: Sport

ইনজেকশন নিয়ে খেলেছিলেন দেশের হয়ে বিশ্বকাপ, বার্ষিক চুক্তি না পাওয়ায় সামনে এল শ্রেয়াসের অজানা সত্য

প্রতিটি ক্রিকেটার তার দেশের হয়ে খেলার জন্য স্বপ্ন দেখে। বর্তমানে বিভিন্ন ফ্রাঞ্চাইজি টুর্নামেন্টগুলি জনপ্রিয়তা অর্জন করলেও দেশের হয়ে খেলাকেই এখনও বেশিরভাগ ক্রিকেটার অগ্রাধিকার দেন। তবু কিছু ঘটনা ভারতীয় ক্রিকেটে সাম্প্রতিক সময়ে আলোচনায় উঠে এসেছে। এর ফলে তরুণ ক্রিকেটারদের বার্তা দেওয়ার জন্য বিসিসিআই (BCCI) ঈশান কিষাণ (Ishan Kishan) এবং শ্রেয়াস আইয়ারের (Shreyas Iyer) মতো গুরুত্বপূর্ণ ক্রিকেটারদের কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ দেয়।

এর ফলে বর্তমানে ক্রিকেট বিশেষজ্ঞ সহ ভক্তরা বিভিন্নরকম মতামত তুলে ধরছেন। অনেকেই মনে করেছেন বিসিসিআইয়ের এই সিদ্ধান্ত যথাযথ নয়। বিশেষ করে শ্রেয়াস আইয়ার গত বছর ভারতের হয়ে একদিনের বিশ্বকাপে (World Cup 2023) দুরন্ত ফর্মে ছিলেন। তিনি সেমিফাইনালে নিউজিল্যান্ডের বিপক্ষে দুর্দান্ত শতরান করার সঙ্গে সঙ্গে টুর্নামেন্টে ৫০০ ওপর রান সংগ্রহ করেন। প্রসঙ্গত শ্রেয়াস গত বছর থেকে চোট সমস্যায় ভুগেছেন এবং বিশ্বকাপে খেলার জন্য তিনি ২০২৩ আইপিএলেও (IPL) পর্যন্ত অংশগ্রহণ করেননি।

এই বিষয়ে বলতে গিয়ে এই তারকা ব্যাটসম্যানের পরিচিত এক ব্যক্তি বলেন, “শ্রেয়াস বিশ্বকাপ খেলার জন্য গত বছর আইপিএলে অংশগ্রহণ করেননি। অস্ত্রোপচারের পরও বিশ্বকাপে ব্যথামুক্ত থাকতে তিনি ৩ টি ব্যথানাশক ইনজেকশন নিয়েছিলেন। তবুও সেমিফাইনাল এবং ফাইনালের সময় ব্যথা ফিরে আসে এবং শ্রেয়াস এটির মধ্যে দিয়ে খেলেন। তিনি একমাত্র ভারতীয় ক্রিকেটার যাকে বিশ্বকাপের পর বিরতি দেওয়া হয়নি।” উল্লেখ্য বিশ্বকাপের পর অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ এবং তারপর দক্ষিণ আফ্রিকার সফরেও এই ভারতীয় ব্যাটসম্যান দলের হয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

এমনকি তিনি ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে অংশগ্রহণ করার আগে জানুয়ারিতে রঞ্জি ট্রফিতেও (Ranji Trophy) একটি ম্যাচে অংশগ্রহণ করেছিলেন। এরপর ইংল্যান্ডের (India vs England Series) বিপক্ষে দ্বিতীয় টেস্ট ম্যাচের পর আইয়ার দলের কর্মকর্তাদের ক্রমাগত পিঠের ব্যথা সম্পর্কে জানিয়েছিলেন। কিন্তু তিনি সম্প্রতি ভারতীয় টেস্ট দলের বাইরে চলে আসার পর রঞ্জি ট্রফির কোয়ার্টার ফাইনালে মুম্বাইয়ের হয়ে না খেলার সময় জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে (NCA) কোনরকম রিপোর্ট করেননি এবং এনসিএ তাকে একটি ইমেলের মাধ্যমে ফিট বলে ঘোষণা করে দেয়। ফলে মাত্র একটি ম্যাচ না খেলার জন্য তাকে বার্ষিক চুক্তি থেকে বাদ দিয়ে দেয় বোর্ড। কিন্তু তবুও রঞ্জি সেমিফাইনাল খেলতে মাঠে নেমেছেন শ্রেয়াস।

TechGup Desk

TechGup এর নতুন ও অভিজ্ঞ লেখকরা এই প্রোফাইল থেকে খবর লেখেন। মূলত যৌথ প্রচেষ্টায় যে খবরগুলি লেখা হয়, সেগুলি এই প্রোফাইল থেকে পাবলিশ করা হয়।

Recent Posts

সস্তায় এত সুন্দর স্মার্টফোন! Redmi 14C বাজারে ঝড় তুলতে লঞ্চ হচ্ছে এই তারিখে

Redmi 14C ফোনটি চলতি মাসের শেষেই বাজারে পা রাখতে চলেছে। লঞ্চের আগে এটিকে এখন একটি…

27 mins ago

Shakib Al Hasan: পাকিস্তানে টেস্ট খেলা সাকিবের মাথায় ভেঙে পড়লো আকাশ, খুনের অভিযোগ দায়ের করা হল ক্রিকেটারের বিরুদ্ধে

সকল রাজনৈতিক ব্যক্তিত্বের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে তাদের মধ্যে সাকিব অন্যতম।

33 mins ago

India Post Scam: এক মেসেজেই চুরি যাচ্ছে ব্যক্তিগত তথ্য, আপনার ফোনে এলে এড়িয়ে চলুন

বর্তমানে নতুন ভাবে প্রতারণা শুরু করেছে স্ক্যামাররা। এখন তারা India Post-এর নামে ভুয়ো মেসেজ পাঠিয়ে…

42 mins ago

ফিরে এলো ভাউসাহেব মেমোরিয়াল ট্রফি, ভারতের মাটিতে আর্জেন্টিনা অজি ক্লাবের সাথে খেলবে ভারতীয় ক্লাব

ভাউসাহেব বন্দোদকার মেমোরিয়াল ট্রফি একটি অন্যতম ভারতীয় ফুটবল টুর্নামেন্ট যা গোয়া ফুটবল অ্যাসোসিয়েশন দ্বারা আয়োজন…

53 mins ago

অত্যাধুনিক স্কুটার এবার হাতের মুঠোয়, পড়শি দেশে গাড়ি লঞ্চ করছে ভারতের Ather Energy

অত্যাধুনিক ইলেকট্রিক স্কুটার তৈরির জন্য বিখ্যাত Ather Energy এদিন শ্রীলঙ্কার বাজারে পা রাখার ঘোষণা করেছে।…

1 hour ago

Mohun Bagan Durand Cup: রুদ্ধশ্বাস ম্যাচে কাঁটায় কাঁটায় টক্কর, অবিশ্বাস্য জয় ছিনিয়ে নিয়ে ডুরান্ডের সেমিতে মোহনবাগান

আজ ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনালে প্রথমার্ধে সবুজ মেরুনদের আক্রমণে জেসন কামিন্স, পেত্রাতোসের অভাব টের পাচ্ছিল…

2 hours ago