Shubman Gill: টি-২০ তে নিজের পারফরমেন্সে নিজেই খুশি নন, শ্রীলঙ্কার বিরুদ্ধে মাঠে নামার আগে অকপট স্বীকারোক্তি গিলের

আসন্ন শ্রীলঙ্কা সফরে শুভমান গিলকে হঠাৎ করে সহ-অধিনায়ক পদে দেখেই অনেকেই চমকে গেছেন। অন্যদিকে রুতুরাজ গায়কওয়াড এবং অভিষেক শর্মা এর আগেই জিম্বাবুয়ে সফরে খুব ভালো খেলার পরেও, শ্রীলঙ্কা সফরে দল ঘোষণার সময় বঞ্চিত হয়েছেন তারা।

Anwesha Nandi 27 July 2024 11:33 AM IST

গত মাসে ভারতীয় দল আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতার পর আন্তর্জাতিক টি-টোয়েন্টি ফরম্যাটকে চিরতরে বিদায় জানিয়েছেন ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মা। আর রোহিত শর্মা টি-টোয়েন্টি থেকে অবসর নিতেই ভারতীয় টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক হয়েছেন সূর্যকুমার যাদব। অন্যদিকে শুভমান গিলের কাঁধে উঠেছে সহ-অধিনায়কত্বের দায়িত্ব।

টি-টোয়েন্টি ক্রিকেটের সাথে শুভমান গিল এখনো মানিয়ে উঠতে না পারায়, ভক্তরা তার পারফরমেন্স নিয়ে রীতিমতো সমালোচনার ঝড় শুরু করে দিয়েছেন। অন্যদিকে জিম্বাবুয়ে সিরিজে ভালো পারফরমেন্স করার পরেও বাদ পড়েছেন রুতুরাজ গায়কওয়াড এবং অভিষেক শর্মা। সেই আঙ্গুলও গিয়ে উঠছে ২৪ বছর বয়সী গিলের দিকে।

সম্প্রতি একটি কথোপকথনে টি-টোয়ন্টি ক্রিকেটে পারফরমেন্সের বিষয়ে আলোকপাত করেছেন তরুণ ভারতীয় ওপেনার শুভমান গিল। তিনি জানিয়েছেন, “ব্যাক্তিগত ভাবে, আমি টি-টোয়েন্টিতে আমার নিজের পারফরমেন্সে সন্তুষ্ট নই, এটা আমার প্রত্যাশা অনুযায়ী হয়নি। সামনের দিকে যেতে আমাদের প্রায় ৩০-৪০ টি-টোয়েন্টি ম্যাচ আছে। আমি আশা করবো একজন খেলোয়াড় হিসেবে আমি নিজের খেলার উন্নতি করতে পারবো।”

আসন্ন শ্রীলঙ্কা সফরে শুভমান গিলকে হঠাৎ করে সহ-অধিনায়ক পদে দেখেই অনেকেই চমকে গেছেন। অন্যদিকে রুতুরাজ গায়কওয়াড এবং অভিষেক শর্মা এর আগেই জিম্বাবুয়ে সফরে খুব ভালো খেলার পরেও, শ্রীলঙ্কা সফরে দল ঘোষণার সময় বঞ্চিত হয়েছেন তারা। এদিকে শুভমান গিল তেমন পারফরমেন্স না করতে পারার পরেও সহ-অধিনায়কের দায়িত্ব পেয়ে যাওয়ায় বিষয়টি মানতে পারছেন না অনেক ভারতীয় ক্রিকেটপ্রেমীই।

Show Full Article
Next Story