সঞ্জু, কিষান নাকি ঋষভ! বিশ্বকাপে ভারতীয় দলের কিপার হবে কে, জবাব দিলেন দাদা

আর দেড় মাসও বাকি নেই আসন্ন আইসিসি টি-২০ বিশ্বকাপ (ICC T20 World Cup 2024) শুরু হতে। ওয়েস্ট ইন্ডিজ এবং মার্কিন...
techgup 24 April 2024 11:46 AM IST

আর দেড় মাসও বাকি নেই আসন্ন আইসিসি টি-২০ বিশ্বকাপ (ICC T20 World Cup 2024) শুরু হতে। ওয়েস্ট ইন্ডিজ এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মাটিতে অনুষ্ঠিত হতে চলেছে এই মেগা ইভেন্টটি। এখন থেকেই প্রত্যেকটি দল আসন্ন ওই মেগা ইভেন্টের কথা ভেবে নিজেদের নিজেদের দিক থেকে পরিকল্পনা শুরু করে দিয়েছে। ভারত বর্তমানে আইপিএল (IPL 2024) নিয়ে ব্যস্ত থাকলেও, এর মাঝেই নিজেদের কাজে ব্যস্ত রয়েছে বিসিসিআই নির্বাচকরা।

সম্প্রতি ভারতীয় টি-২০ দলের ১৫ জনের স্কোয়াডের জন্য দাবীদার হিসাবে প্রায় ৩০ জন রয়েছে। বর্তমানে কাকে ছেড়ে কাকে টি-২০ বিশ্বকাপের ফ্লাইটের টিকিট দেবে, সেই চিন্তায় রয়েছে বিসিসিআই। এই মুহূর্তে দাঁড়িয়ে অনেক প্রশ্ন উঠে আসছে ক্রিকেটমহলে। সম্প্রতি দিল্লি ক্যাপিটালস (Delhi Capitals) দলের ডিরেক্টর সৌরভ গাঙ্গুলিকে (Sourav Ganguly) জানতে চাওয়া হয়, তিনি কাকে আসন্ন টি-২০ বিশ্বকাপে ভারতীয় দলের উইকেটরক্ষক হিসাবে দেখতে চান।

সম্প্রতি নিউজ ২৪ স্পোর্টস নামক সংবাদমাধ্যমের সঙ্গে কথোপকথনের সময় দাদাকে প্রশ্ন করা হয়েছিল, কোন উইকেটরক্ষক ব্যাটারকে টি-২০ বিশ্বকাপ ২০২৪ এ ভারতীয় দলে সুযোগ দেওয়া উচিত? ঈশান কিষাণ (Ishan Kishan), ঋষভ পান্থ (Rishabh Pant) নাকি সঞ্জু স্যামসন (Sanju Samson)! উত্তরে দাদা নিউজ ২৪ স্পোর্টসকে জানান, “এক নম্বরে ঋষভ পান্থকে ভারতীয় দলের উইকেটরক্ষকের দায়িত্ব দেওয়া উচিত।” ঈশান কিষাণ এবং সঞ্জুও বর্তমানে খুব ভালো ছন্দে থাকলেও, দিল্লি দলের অধিনায়ক ঋষভ পান্থকেই প্রথম উইকেটরক্ষক হিসাবে দেখতে চান দাদা।

অনেক ক্রিকেট বিশেষজ্ঞ দাদার সাথে একমত হলেও, অনেকে সহমত পোষণ করেননি। কারণ, ঋষভ আইপিএল ২০২৪ এ ৮ ম্যাচে ১৫০ এর স্টাইকরেটে ২৫৪ রান করলেও, এখনো দীর্ঘকালীম চোট থেকে ফিরে পুরোপুরিভাবে প্রস্তুতও নন তিনি। তবে অন্যদিকে সঞ্জু স্যামসন ৮ ম্যাচ খেলে ৩১৪ রান করে অরেঞ্জ ক্যাপের তালিকায় পঞ্চম স্থানে রয়েছেন। তিনিও আসন্ন টি-২০ বিশ্বকাপে খেলার দাবীদার হয়ে উঠেছেন। ঈশান কিষাণ বর্তমানে আইপিএলে ১৯২ রান সংগ্রহকারী হলেও, তিনিও ভালো স্টাইকরেটে রান বানিয়েছেন ভারতীয় দলের হয়ে। এছাড়া উইকেটরক্ষকের তালিকায় আরও একজন রয়েছেন, তিনি হলেন কেএল রাহুল।

Show Full Article
Next Story