Categories: Sport

RSA vs BAN: দারুন লড়াইয়েও গন্ডি পার হলনা টাইগারদের, দক্ষিণ আফ্রিকার কাছে মাত্র ৪ রানে হার বাংলাদেশের

আজ আবারও একটি লো-স্কোরিং ম্যাচের সাক্ষী থাকালো নিউইয়র্কের নাসাউ কাউন্টি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম। আজ টি-টোয়েন্টি বিশ্বকাপের (ICC T20 World Cup 2024) মঞ্চে মুখোমুখি হয়েছিল দক্ষিণ আফ্রিকা এবং বাংলাদেশ (South Africa vs Bangladesh)। এই ম্যাচে বাংলাদেশের সামনে মাত্র ১১৪ রান ডিফেন্ড করতে নেমে ৪ রানে জয় পেল দক্ষিণ আফ্রিকা। আর এই জয়ের সাথেই ৬ পয়েন্টে পৌঁছে গেল তারা। এখন সুপার ৮ খেলা শুধু তাদের সময়ের অপেক্ষা।

আজ নিউইয়র্কের নাসাউ কাউন্টি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছিল দক্ষিণ আফ্রিকা। প্রথমে ব্যাট করতে নেমে এই ধীরগতির পিচে মোটামুটি সম্মানজনক রানের লক্ষ্য রাখাটা ছিল প্রোটিয়াদের উদ্দেশ্য। কিন্তু ব্যাট করতে নেমে কোনোকিছুই তাদের দিকে যায়নি। বাংলাদেশের বোলারদের উত্তরে আজ থেমে থেকে যায় দক্ষিণ আফ্রিকার ব্যাটাররা। যদিও হেনরিখ ক্লাসেনের (Heinrich Klaasen) ৪৬ রান এবং ডেভিড মিলারের (David Miller) ২৯ রান কোনোরকমে ১০০ এর গন্ডি পার করায় দক্ষিণ আফ্রিকাকে। এছাড়া কুইন্টেন ডি ককের ১৮ রানটিও বেশ গুরুত্বপূর্ণ ছিল। বল হাতে বাংলাদেশের জার্সিতে আজ ৩ উইকেট নেন তানজিম হাসান সাকিব (Tanzim Hasan Sakib)।

বাংলাদেশকে জয়ের ধারা অব্যাহত রাখতে ২০ ওভারে তুলতে হতো ১১৪ রান। যদিও ধীরগতির পিচে এই রানের লক্ষ্যই তাড়া করতে পারেনি অনেক দল। ওপেনে বাংলাদেশের ওপেনাররা ভালো শুরু করলেও, তানজিদ হাসান দ্বিতীয় ওভারেই কাগিসো রাবাডার (Kagiso Rabada) বলে আউট হয়ে যান। এরপর পাওয়ারপ্লে শেষ হওয়ার পরে পরেই লিটন দাসকে ৯ রানে আউট করেন কেশব মহারাজ (Keshav Maharaj)। পরবর্তী ব্যাটার সাকিব অল হাসানও মাত্র ৩ রান করে অ্যানরিচ নর্টজের (Anrich Nortje) শিকার হন। তবে নিজের মূল্যবান উইকেট ধরে রেখেছিলেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত৷ শেষমেষ তিনিও ১৩ রান করে নকিয়ার শিকার হন। ৫০ রানে ৪ উইকেট হারিয়ে প্রথমেই কঠিন অবস্থার মুখে পড়ে বাংলাদেশ।

এখান থেকে তৌহিদ হৃদয় (Towhid Hridoy) এবং মাহমুদউল্লাহ-র (Mahmudullah) পার্টনারশিপের ভিত্তিতে দলের দুঃসময়ে ৪৪ রানের মূল্যবান পার্টনারশিপ করেন। এরপর তৌহিদ হৃদয় ৩৭ রান করে রাবাডার বলে আউট হতেই ম্যাচটি আবারও বাংলাদেশের হাত থেকে বেরিয়ে যেতে থাকে। তারপর ব্যাট হাতে ক্রিজে এসে ৮ রান করে কেশব মহারাজের বলে আউট হয়ে ফিরে যান জাকার আলি। শেষমেষ দলের একমাত্র ভরসা হয়ে ওঠেন মাহমুদউল্লাহ। শেষ দুই বলে বাংলাদেশকে জিততে হলে প্রয়োজন ছিল ৬ রান। তবে তিনিও ওই মুহূর্তে ২০ রান করে কেশব মহারাজের বলে আউট হয়ে যাওয়ায়, ম্যাচটি ৪ রানে হারতে হয় বাংলাদেশকে।

দক্ষিণ আফ্রিকা বনাম বাংলাদেশ ম্যাচের স্কোরকার্ড (South Africa vs Bangladesh Match Scorecard):

দক্ষিণ আফ্রিকা: ১১৩/৬ (২০ ওভার)

বাংলাদেশ: ১০৯/৭ (২০ ওভার)

ম্যাচটি দক্ষিণ আফ্রিকা ৪ রানে জয়লাভ করেছে।

Ankita Mondal

Recent Posts

সস্তায় এত সুন্দর স্মার্টফোন! Redmi 14C বাজারে ঝড় তুলতে লঞ্চ হচ্ছে এই তারিখে

Redmi 14C ফোনটি চলতি মাসের শেষেই বাজারে পা রাখতে চলেছে। লঞ্চের আগে এটিকে এখন একটি…

29 mins ago

Shakib Al Hasan: পাকিস্তানে টেস্ট খেলা সাকিবের মাথায় ভেঙে পড়লো আকাশ, খুনের অভিযোগ দায়ের করা হল ক্রিকেটারের বিরুদ্ধে

সকল রাজনৈতিক ব্যক্তিত্বের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে তাদের মধ্যে সাকিব অন্যতম।

35 mins ago

India Post Scam: এক মেসেজেই চুরি যাচ্ছে ব্যক্তিগত তথ্য, আপনার ফোনে এলে এড়িয়ে চলুন

বর্তমানে নতুন ভাবে প্রতারণা শুরু করেছে স্ক্যামাররা। এখন তারা India Post-এর নামে ভুয়ো মেসেজ পাঠিয়ে…

44 mins ago

ফিরে এলো ভাউসাহেব মেমোরিয়াল ট্রফি, ভারতের মাটিতে আর্জেন্টিনা অজি ক্লাবের সাথে খেলবে ভারতীয় ক্লাব

ভাউসাহেব বন্দোদকার মেমোরিয়াল ট্রফি একটি অন্যতম ভারতীয় ফুটবল টুর্নামেন্ট যা গোয়া ফুটবল অ্যাসোসিয়েশন দ্বারা আয়োজন…

55 mins ago

অত্যাধুনিক স্কুটার এবার হাতের মুঠোয়, পড়শি দেশে গাড়ি লঞ্চ করছে ভারতের Ather Energy

অত্যাধুনিক ইলেকট্রিক স্কুটার তৈরির জন্য বিখ্যাত Ather Energy এদিন শ্রীলঙ্কার বাজারে পা রাখার ঘোষণা করেছে।…

1 hour ago

Mohun Bagan Durand Cup: রুদ্ধশ্বাস ম্যাচে কাঁটায় কাঁটায় টক্কর, অবিশ্বাস্য জয় ছিনিয়ে নিয়ে ডুরান্ডের সেমিতে মোহনবাগান

আজ ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনালে প্রথমার্ধে সবুজ মেরুনদের আক্রমণে জেসন কামিন্স, পেত্রাতোসের অভাব টের পাচ্ছিল…

2 hours ago