Gautam Gambhir: কোচ হয়ে আসতে না আসতেই নিন্দার শিকার গুরু গম্ভীর, আজ হারলেই ভাঙতে পারে ২৭ বছরের মেহনত
আজ দুপুরে শ্রীলঙ্কার আর প্রেমাদাসা স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিরুদ্ধে তৃতীয় ওডিআই ম্যাচ খেলবে ভারতীয় দল। প্রথম ম্যাচে টাই...আজ দুপুরে শ্রীলঙ্কার আর প্রেমাদাসা স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিরুদ্ধে তৃতীয় ওডিআই ম্যাচ খেলবে ভারতীয় দল। প্রথম ম্যাচে টাই এবং দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার সামনে ৩২ রানের হারের মুখ দেখার পর, আজ তৃতীয় ম্যাচে জয়ের সন্ধানে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাবেন রোহিত শর্মারা। তবে ভারতীয় দলের সামনে ওডিআই সিরিজটি জয়ের কোনোরকম সম্ভাবনা নেই।
টি-টোয়েন্টি সিরিজে ৩-০ তে শ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশ করলেও, ওডিআই সিরিজে এখন রোহিতদের সামনে একটিই পথ খোলা রয়েছে, আর সেটি হল তৃতীয় ওডিআইয়ে শ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজটি ড্র করার। এখন ফলাফল কি হবে সেটা কেবল সময়ের অপেক্ষা। তবে ফলাফল যাই আসুক না কেন, এর সাথেই একটি খারাপ নিজের নাম হতে চলেছে ভারতীয় দলের। বিশেষ করে গৌতম গম্ভীরের কোচিংয়ের যুগ শুরু হতেই এমন লজ্জার নজির গড়ায় অনেকেই গম্ভীরের প্রতি সমালোচনা শুরু করে দিয়েছেন।
আসলে বিষয়টি হল বিগত ২৭ বছরে শ্রীলঙ্কার কাছে ওডিআই সিরিজে একবারও মাথানত করেনি ভারতীয় দল। সুতরাং, ১৯৯৭ সালে শেষবার তাদের সামন ওডিআই সিরিজ হেরেছে ভারত। তারপর থেকে প্রত্যেকবারই শ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজ জিতে আসছে ব্লু-ব্রিগেড। তবে গম্ভীরের যুগ শুরু হতেই এমন মুহূর্তের স্বীকার হতে হচ্ছে ভারতীয় ক্রিকেটপ্রেমীদের।
যাই হোক, এখনো পর্যন্ত সিরিজ ড্র করার সুযোগ রয়েছে ভারতের সামনে। সুতরাং আশা করা হচ্ছে, আজকের ম্যাচের জন্য মরিয়া হয়ে সৈন্যবাহিনী মাঠে নামাবেন গৌতম গম্ভীর। অন্যদিকে, ভারতীয় দলের তারকাদের কাঁধে দায়িত্ব থাকবে যে কোনো পরিস্থিতিতে যেন গত ম্যাচের পুনরাবৃত্তি আজকের ম্যাচটিতে না হয় এবং নিশ্চিতভাবে দলের জন্য জয়লাভ করতে পারে।