SL vs IND: শ্রীলঙ্কার সামনে ২-০ তে সিরিজ হার ভারতের, গৌতম গম্ভীরের কোচিংয়ে ভাঙল ২৭ বছরের ধারাবাহিকতা

টি-টোয়েন্টি সিরিজে শ্রীলঙ্কাকে তাদের ঘরের মাটিতে ৩-০ তে হোয়াইটওয়াশ করলেও, ওডিআই সিরিজে ২-০ এর ব্যাবধানে হারতে হল ভারতীয়...
techgup 7 Aug 2024 9:41 PM IST

টি-টোয়েন্টি সিরিজে শ্রীলঙ্কাকে তাদের ঘরের মাটিতে ৩-০ তে হোয়াইটওয়াশ করলেও, ওডিআই সিরিজে ২-০ এর ব্যাবধানে হারতে হল ভারতীয় দলকে। প্রথম ম্যাচে ড্রয়ের পর, পরপর দুটি ম্যাচে ব্যাটিং ব্যার্থতার জন্য হারের সম্মুখীন হতে হল রোহিতবাহিনীকে। অন্যদিকে কোচ হিসাবে প্রথম সফরে যেতে না যেতেই ২৭ বছরের ধারাবাহিকতা বিফলের সম্মুখীন হতে হল গৌতম গম্ভীরকে।

১৯৯৭ সালে শেষবারের মতো ভারতকে ওডিআই সিরিজ হারিয়েছিল ভারত। তারপর থেকে ২৭ বছর কেটে গেলেও, ভারতকে ওডিআই সিরিজ হারানো স্বপ্নের মতো ছিল তাদের কাছে। কিন্তু অবশেষে আজ চরিথ আশালঙ্কার অধিনায়কত্বে দীর্ঘদিনের সেই খরা কাটালো শ্রীলঙ্কা। আজ টসে জিতেই প্রথম ম্যাচে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন শ্রীলঙ্কান অধিনায়ক চরিথ আশালঙ্কা। গত দুইম্যাচের ফলাফল দেখার পরেই প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্তে অটুট ছিলেন তিনি।

প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েই শ্রীলঙ্কার ওপেনিং জুটি মিলে ইনিংসের শুরুটা দুর্ধ্বর্ষ করলেও, ৫০ ওভারে ২৪৭ রানে শেষ হয় তাদের ইনিংস। যার মধ্যে অভিস্কা ফার্নান্দোর ব্যাট থেকে আসে ৯৬ রানের ইনিংস এবং পাথুম নিশাঙ্কার ব্যাট থেকে আসে ৪৫ রানের ইনিংস। এছাড়া কুশল মেন্ডিস ৫৯ রান যোগ করেন। অন্যদিকে ৩ উইকেট নিয়ে শ্রীলঙ্কার ব্যাটিংয়ে কিছুটা হলেও প্রভাব হানেন রিয়ান পরাগ।

ভারতকে এই ম্যাচ জিতে সিরিজ বরাবর করার জন্য প্রয়োজন ছিল ৫০ ওভারে ২৪৮ রান। যা তাড়া করতে নেমে শুরুতেই মাত্র ৬ রান করে আউট হন শুভমান গিল। অন্যদিকে আজ অধিনায়ক রোহিত শর্মার ব্যাটও বেশিক্ষণ চলেনি। তিনিও ৩৫ রান করেই ফিরে যান। এরপর বিরাট কোহলিকে আজ কিছুটা ছন্দে দেখালেও, তিনি ২০ রান করে ফিরে যান। এখান থেকে দ্রুত উইকেট হারাতে থাকে ভারত। ক্রিজে বেশি বলের মুখোমুখি হতে পারেননি ঋষভ পান্থ, শ্রেয়াস আইয়ার এবং রিয়ান পরাগের মতো ব্যাটাররা। অন্যদিকে অক্ষর প্যাটেল এবং শিবম দুবেও ব্যর্থ হন। শেষমেষ ওয়াশিংটন সুন্দরের ব্যাট থেকে ৩০ রান এলেও, শেষপর্যন্ত ১১০ রানে হারের সম্মুখীন হতে হয় ভারতকে। এদিকে বল হাতে ৫ উইকেট শিকার করেন দুনিথ ভেল্লালাগে।

শ্রীলঙ্কা বনাম ভারত তৃতীয় ওডিআই ম্যাচের স্কোরকার্ড:

শ্রীলঙ্কা: ২৪৮/৭ (৫০ ওভার)

ভারত: ১৩৮ (২৬.১ ওভার)

ম্যাচটি শ্রীলঙ্কা ১১০ রানে জয়লাভ করেছে।

Show Full Article
Next Story