প্লে অফসের জন্য ৪টি করে দল বেছে নিলেন Star Sports এক্সপার্টরা, KKR-এ এগিয়ে রাখলেন অনেকেই
২০২৪ আইপিএল (IPL 2024) শুরুর শুভক্ষণের সামনে দাঁড়িয়ে এখন বিশেষজ্ঞরা বিভিন্ন আলোচনায় মেতে উঠেছেন। প্রতি বছর তাদের...২০২৪ আইপিএল (IPL 2024) শুরুর শুভক্ষণের সামনে দাঁড়িয়ে এখন বিশেষজ্ঞরা বিভিন্ন আলোচনায় মেতে উঠেছেন। প্রতি বছর তাদের অভিজ্ঞ দৃষ্টিভঙ্গি এবং বিশ্লেষণ এই টুর্নামেন্টের মান আরও বৃদ্ধি করে। এর সঙ্গেই এই বছর কোন ৪ টি দল প্লে অফে জায়গা করে নেবে তা নিয়েও ক্রিকেটপ্রেমীদের মনে এখন থেকেই চাপা উত্তেজনা সৃষ্টি হয়েছে। এবার স্টার স্পোর্টসের (Star Sports) ক্রিকেট বিশেষজ্ঞরা তাদের পছন্দের ২০২৪ আইপিএলের সেরা ৪ দলকে বেছে নিলেন।
বিশ্বের অন্যতম সফল টি-টোয়েন্টি ফ্রাঞ্চাইজি লিগ আইপিএলের এই বছর ১৭ তম মরসুম অনুষ্ঠিত হতে চলেছে। আজ গত বছরের চ্যাম্পিয়ন দল চেন্নাই সুপার কিংস ঘরের মাঠে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মুখোমুখি হবে। তবে এই বছর চেন্নাইকে মহেন্দ্র সিং ধোনি নেতৃত্ব দেবেন না। নতুন অধিনায়ক হিসাবে রুতুরাজ গায়কোয়াডকে নিয়ে আসা হয়েছে। এছাড়াও মুম্বাই ইন্ডিয়ান্সের মতো অন্যতম সফল দলে অধিনায়কত্বের পদ থেকে রোহিত শর্মাকে সরিয়ে দেওয়া হয়েছে।
তার বদলে গুজরাট টাইটান্সে থেকে দলে প্রত্যাবর্তন করে হার্দিক পান্ডিয়া এই বছর মুম্বাইয়ে নতুন করে রাস্তা দেখাবেন। ফলে তরুণ প্রতিভাবান শুভমান গিলকে গুজরাটের অধিনায়কত্বের দায়িত্ব পালন করতে হবে। তাই এই বছর আইপিএলে কোন দল কতটা এগিয়ে থেকে মাঠে নামবে তা এখন থেকেই বলা যথেষ্ট কঠিন বিষয়। তবে এবার স্টার স্পোর্টসের ক্রিকেট বিশেষজ্ঞরা এই বছর আইপিএলের প্লে অফে পৌঁছাতে পারে এই রকম পছন্দের ৪ টি দলকে বেছে নিলেন।
স্টার স্পোর্টসের বিশেষজ্ঞদের দেওয়া আইপিএল ২০২৪-এর শীর্ষ ৪ টি দলের ভবিষ্যদ্বাণী:
স্টিভ স্মিথ- মুম্বাই ইন্ডিয়ান্স, লখনউ সুপার জায়েন্টস, দিল্লি ক্যাপিটালস, চেন্নাই সুপার কিংস।
ডেল স্টেইন- সানরাইজার্স হায়দ্রাবাদ, চেন্নাই সুপার কিংস, মুম্বাই ইন্ডিয়ান্স (উনি চতুর্থ দলের নাম উল্লেখ করেননি)।
টম মুডি- মুম্বাই ইন্ডিয়ান্স, সানরাইজার্স হায়দ্রাবাদ, লখনউ সুপার জায়েন্টস, রাজস্থান রয়্যালস।
ইরফান পাঠান- মুম্বাই ইন্ডিয়ান্স, চেন্নাই সুপার কিংস, লখনউ সুপার জায়েন্টস, কলকাতা নাইট রাইডার্স।
অম্বাতি রাইডু- চেন্নাই সুপার কিংস, কলকাতা নাইট রাইডার্স, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, মুম্বাই ইন্ডিয়ান্স।
মুরলি বিজয়- মুম্বাই ইন্ডিয়ান্স, চেন্নাই সুপার কিংস, রাজস্থান রয়্যালস, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।
শ্রীশান্ত- চেন্নাই সুপার কিংস, রাজস্থান রয়্যালস, মুম্বাই ইন্ডিয়ান্স, গুজরাট টাইটান্স।