Sport

MLC 2024: ব্যাটের সাথে অধিনায়কত্বেও নিখুঁত, স্টিভ স্মিথের হাত ধরে মেজর লীগের চ্যাম্পিয়ন হল ওয়াশিংটন

এই বছরে অনুষ্ঠিত হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজক দেশ মার্কিন যুক্তরাষ্ট্রে ক্রিকেটের জনপ্রিয়তা অনেকটাই বৃদ্ধি করেছে। এর সঙ্গে গত বছর থেকে শুরু হওয়া মেজর লিগ ক্রিকেট এই দেশের সাধারণ মানুষের কাছে ক্রিকেটকে পৌঁছে দেওয়ার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। আজ এই টুর্নামেন্টের দ্বিতীয় মৌসুমের ফাইনাল অনুষ্ঠিত হয়। এই বছর মেজর লিগ ক্রিকেটের ফাইনালে ওয়াশিংটন ফ্রিডম সান ফ্রান্সিসকো ইউনিকর্নসের বিপক্ষে মাঠে নেমেছিল।

ম্যাচে সান ফ্রান্সিসকো প্রথমে টসে জিতে বোলিং করার সিদ্ধান্ত নেয়। এর ফলে ওয়াশিংটন ফ্রিডমের হয়ে দুই অস্ট্রেলিয়ান তারকা অধিনায়ক স্টিভ স্মিথ এবং ট্রেভিস হেড ওপেনিং করতে আসেন। ট্রেভিস হেড মাত্র ৯ রানে আউট হয়ে গেলেও স্মিথ ব্যাট হাতে রীতিমতো ভয়ঙ্কর হয়ে ওঠেন। তিনি একদিক থেকে ধরে রেখে স্কোরবোর্ড এগিয়ে নিয়ে যান। এরপর উইকেটকিপার আন্দ্রিস গাউস ২১ রানে এবং রাচিন রবীন্দ্র ১১ রানে আউট হয়ে গেলে স্মিথের সঙ্গে গ্লেন ম্যাক্সওয়েল এসে দলের হাল ধরেন।

এর ফলে অধিনায়ক স্টিভ স্মিথের ব্যাট থেকে ৫২ বলে ৭ টি চার এবং ৬ টি ছয়ের মাধ্যমে মোট ৮৮ রান আসে। এছাড়াও গ্লেন ম্যাক্সওয়েল ২২ বলে ১ টি চার এবং ৪ টি ছয়ের মাধ্যমে মোট ৪০ রান করেন। এই রানের ওপর ভর করে ওয়াশিংটন প্রথম ইনিংসে ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২০৭ রান সংগ্রহ করে নেয়। এরপর দ্বিতীয় ইনিংসে সান ফ্রান্সিসকো ইউনিকর্নস ব্যাটিং করতে নেমে একের পর এক উইকেট হারিয়ে চাপের মুখে পড়ে যায়। দুই ওপেনার ফিন অ্যালেন ১৩ রানে এবং জেক ফ্রেজার-ম্যাকগার্ক মাত্র ৩ রানে মাঠ ছাড়েন।

এরপর আর কেউ সেইভাবে প্রভাব ফেলতে পারেননি। উইকেটকিপার জশ ইংলিশ ১৮ রান করলেও অধিনায়ক কোরি অ্যান্ডারসন মাত্র শূন্য রানে আউট হয়ে ভক্তদের রীতিমতো হতাশ করেন। শেষের দিকে প্যাট কামিন্স ১৩ এবং কারমি লে রক্স অপরাজিত ২০ রানে লড়াই চালালেও শেষ পর্যন্ত সান ফ্রান্সিসকো ইউনিকর্নস ১৬ ওভারে ১১১ রান করেই অলআউট হয়ে যায়। ওয়াশিংটনের হয়ে মার্কো জ্যানসেন এবং রাচিন রবীন্দ্র ৩ টি করে উইকেট সংগ্রহ করেন। এর ফলে মেজর লিগ ক্রিকেটের দ্বিতীয় মরসুমে এবার ওয়াশিংটন ফ্রিডম ৯৬ রানে বিশাল জয় তুলে নিয়ে চ্যাম্পিয়ন হয়ে ট্রফি নিশ্চিত করলো।

ওয়াশিংটন ফ্রিডম এবং সান ফ্রান্সিসকো ইউনিকর্নসের স্কোরবোর্ড:

ওয়াশিংটন ফ্রিডম- ২০৭/৫ (২০.০ ওভার)

স্টিভ স্মিথ- ৮৮ (৫২)

সান ফ্রান্সিসকো ইউনিকর্নসের- ১১১/১০ (১৬.০ ওভার)

কারমি লে রক্স- ২০* (১৯)

Puja Mondal

Recent Posts

সস্তায় এত সুন্দর স্মার্টফোন! Redmi 14C বাজারে ঝড় তুলতে লঞ্চ হচ্ছে এই তারিখে

Redmi 14C ফোনটি চলতি মাসের শেষেই বাজারে পা রাখতে চলেছে। লঞ্চের আগে এটিকে এখন একটি…

31 mins ago

Shakib Al Hasan: পাকিস্তানে টেস্ট খেলা সাকিবের মাথায় ভেঙে পড়লো আকাশ, খুনের অভিযোগ দায়ের করা হল ক্রিকেটারের বিরুদ্ধে

সকল রাজনৈতিক ব্যক্তিত্বের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে তাদের মধ্যে সাকিব অন্যতম।

38 mins ago

India Post Scam: এক মেসেজেই চুরি যাচ্ছে ব্যক্তিগত তথ্য, আপনার ফোনে এলে এড়িয়ে চলুন

বর্তমানে নতুন ভাবে প্রতারণা শুরু করেছে স্ক্যামাররা। এখন তারা India Post-এর নামে ভুয়ো মেসেজ পাঠিয়ে…

47 mins ago

ফিরে এলো ভাউসাহেব মেমোরিয়াল ট্রফি, ভারতের মাটিতে আর্জেন্টিনা অজি ক্লাবের সাথে খেলবে ভারতীয় ক্লাব

ভাউসাহেব বন্দোদকার মেমোরিয়াল ট্রফি একটি অন্যতম ভারতীয় ফুটবল টুর্নামেন্ট যা গোয়া ফুটবল অ্যাসোসিয়েশন দ্বারা আয়োজন…

58 mins ago

অত্যাধুনিক স্কুটার এবার হাতের মুঠোয়, পড়শি দেশে গাড়ি লঞ্চ করছে ভারতের Ather Energy

অত্যাধুনিক ইলেকট্রিক স্কুটার তৈরির জন্য বিখ্যাত Ather Energy এদিন শ্রীলঙ্কার বাজারে পা রাখার ঘোষণা করেছে।…

1 hour ago

Mohun Bagan Durand Cup: রুদ্ধশ্বাস ম্যাচে কাঁটায় কাঁটায় টক্কর, অবিশ্বাস্য জয় ছিনিয়ে নিয়ে ডুরান্ডের সেমিতে মোহনবাগান

আজ ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনালে প্রথমার্ধে সবুজ মেরুনদের আক্রমণে জেসন কামিন্স, পেত্রাতোসের অভাব টের পাচ্ছিল…

2 hours ago