SRH vs RR: চিপকের ঘূর্ণি পিচে রয়্যালসদের ধূলিসাৎ করল কামিন্স ব্রিগেড, ফাইনালে আবার প্রতিদ্বন্দ্বী KKR

আজ আইপিএল ২০২৪ (IPL 2024) এর দ্বিতীয় কোয়ালিফায়ারের (Qualifier 2) সাক্ষী থাকলো ক্রিকেটবিশ্ব। যেখানে রাজস্থান রয়্যালসের (Rajasthan Royals) মতো দলকে ৩৬ হারিয়ে ফাইনালে পৌঁছে গেল সানরাইজার্স হায়দ্রাবাদ (Sunrisers Hyderabad)। ব্যাটিংয়ে খুব বেশি রান না তুলতে পারলেও, বোলিংয়ের দৌলতে ম্যাচটি জিতে নিলো হায়দ্রাবাদ৷ আগামী রবিবার কলকাতা নাইট রাইডার্সের (KKR vs SRH) বিরুদ্ধে ফাইনাল খেলবে অরেঞ্জ আর্মিরা। অন্যদিকে এখানে শেষ হলো রাজস্থানের এবারের যাত্রা।

আজ চেন্নাইয়ের এম এ চিদাম্বরম স্টেডিয়ামে টসে জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন রাজস্থান রয়্যালসের অধিনায়ক সঞ্জু স্যামসন (Sanju Samson)। প্রথমে হায়দ্রাবাদকে ব্যাট করতে পাঠিয়ে অল্প রানে আটকে দেওয়াটা ছিল রাজস্থানের মূল লক্ষ্য। ঠিক সেরকমই চেন্নাইয়ের মাটিতে অরেঞ্জ আর্মিদের ২০ ওভারে ১৭৫ রানে আটকে দেয় রাজস্থান। যার মধ্যে হেনরিখ ক্লাসেনের (Heinrich Klaasen) ব্যাট থেকে আসে ৩৪ বলে ৫০ রান। এছাড়া রাহুল ত্রিপাঠির (Rahul Tripathi) ১৫ বলে ৩৭ রান এবং ট্রাভিস হেডের (Travis Head) ২৮ বলে ৩৪ রানের ইনিংসটিও ছিল বেশ গুরুত্বপূর্ণ। অন্যদিকে বল হাতে ৩ টি করে উইকেট শিকার করেন ট্রেন্ট বোল্ট (Trent Boult) এবং আবেশ খান (Avesh Khan)।

রাজস্থান রয়্যালসকে ফাইনালে পৌঁছাতে হলে প্রয়োজন ছিল ২০ ওভারে ১৭৬ রান। যেহেতু ডিউ ফ্যাক্টর বিরাট বড় ফ্যাক্টর ছিল, তাই এই রান তোলাটা খুব একটা কঠিন ছিল না রাজস্থানের জন্য। কিন্তু তারপরেও শুরুটা ধীরগতির হয় রাজস্থানের। চতুর্থ ওভারে টম কোহলার-ক্যাডমোর মাত্র ১০ রান করে প্যাট কামিন্সের শিকার হন। এরপর যশস্বী জয়সওয়ালের (Yashasvi Jaiswal) সাথ দিতে ক্রিজে আসেন অধিনায়ক সঞ্জু স্যামসন। পাওয়ারপ্লের শেষে ১ উইকেটের বিনিময়ে ৫১ রান করে রাজস্থান।

তারপর যশস্বী ২১ বলে ৪২ রান করে শাহবাজ আহমেদের শিকার হতেই, ম্যাচটি ঘুরে যায় হায়দ্রাবাদের দিকে। কারণ, এরপর ঝড়ের গতিতে উইকেট হারাতে থাকে রাজস্থান। ব্যর্থ হন সঞ্জু স্যামসন থেকে শুরু করে রিয়ান পরাগ, সিমরান হেটমায়ার সকলেই। রভম্যান পাওয়েলও আজ ব্যাট হাতে ব্যর্থ হন। তবে ধ্রুব জুরেল (Dhruv Jurel) একদিক থেকে নিজের লড়াই চালিয়ে গেলেও, শেষমেষ ব্যর্থ হয় তার লড়াইও। ৩৫ বলে ৫৬ রান করে দলকে জেতানোর চেষ্টা করেছিলেন জুরেল, কিন্তু অন্যদিক থেকে সাথ না পাওয়ায় ম্যাচটি ৩৬ রানে হারতে হয় রাজস্থানকে। অন্যদিকে এই জয়ের সাথেই ফাইনালে পৌঁছেছে সানরাইজার্স হায়দ্রাবাদ। আজ বল হাতে ৩ উইকেট নিয়েছেন শাহবাজ আহমেদ (Shahbaz Ahmed) এবং অভিষেক শর্মাও (Abhishek Sharma) ২ উইকেট নিজের নামে করেছেন।

সানরাইজার্স হায়দ্রাবাদ বনাম রাজস্থান রয়্যালস দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচের স্কোরকার্ড (Sunrisers Hyderabad vs Rajasthan Royals Qualifier 2 Scorecard):

সানরাইজার্স হায়দ্রাবাদ: ১৭৫/৯ (২০ ওভার)

রাজস্থান রয়্যালস: ১৩৯/৭ (২০ ওভার)

ম্যাচটি সানরাইজার্স হায়দ্রাবাদ ৩৬ রানে জয়লাভ করেছে।

TechGup Desk

TechGup এর নতুন ও অভিজ্ঞ লেখকরা এই প্রোফাইল থেকে খবর লেখেন। মূলত যৌথ প্রচেষ্টায় যে খবরগুলি লেখা হয়, সেগুলি এই প্রোফাইল থেকে পাবলিশ করা হয়।

Recent Posts

জানুয়ারিতে আসছে Maruti Suzuki-র প্রথম বৈদ্যুতিক গাড়ি, ভারত থেকে রপ্তানি বিশ্বজুড়ে

Maruti Suzuki অনেকদিন ধরেই eVX কোডনেমের একটি ইলেকট্রিক গাড়ির উপর কাজ করছে৷ যার কনসেপ্ট ভার্সন…

47 mins ago

ডার্বি বাতিলের পর‌ এবার নবাবের শহরে চ্যারিটি ম্যাচে মুখোমুখি হবে ইস্টবেঙ্গল-মোহনবাগান, খেলা হবে এই ক্রিকেট স্টেডিয়ামে

এই বছর ডুরান্ড কাপের গ্ৰুপ পর্বে ইস্টবেঙ্গল এবং মোহনবাগানের মুখোমুখি হওয়ার কথা ছিল। কিন্তু আরজি…

1 hour ago

Kuldeep Yadav: ‘মনে হয় পরিবারের কাউকে হারিয়েছি’, প্রয়াত এই লেজেন্ডকে নিজের আইডল বলে জানালেন কুলদীপ

এই বছর টি-টোয়েন্টি বিশ্বকাপেও কুলদীপ যাদব বল হাতে দুরন্ত ফর্মে ছিলেন। তিনি সম্প্রতি শেষ হওয়া…

2 hours ago

Poco Pad 5G ভারতে 12 ইঞ্চি ডিসপ্লে ও 10000mAh ব্যাটারি সহ লঞ্চ হল, প্রথম সেলে 4000 টাকা ছাড়

পোকো আজ ভারতে তাদের প্রথম ট্যাবলেট Poco Pad 5G লঞ করেছে। 5G সাপোর্টের এই ট্যাবলেটের…

2 hours ago

স্মার্ট ফিচার্সের সঙ্গে স্মার্ট ক্যামেরা, ফাঁস হল Honor 200 Smart-এর দাম সহ প্রচুর তথ্য

Honor তাদের 200 সিরিজে একটি নতুন স্মার্টফোন যুক্ত করছে বলে খবর পাওয়া গিয়েছে। নতুন মডেলটির…

2 hours ago

Flipkart Minutes: অর্ডারের 13 মিনিটের মধ্যে ডেলিভারি, কফি খেতে খেতে ল্যাপটপ হাতে পেল ক্রেতা

ই-কমার্স প্ল্যাটফর্মগুলির মধ্যে দ্রুততম প্রোডাক্ট ডেলিভারির প্রতিযোগিতা রয়েছে। ব্লিঙ্কিট দাবি করে তালা ১০ মিনিটেই প্রোডাক্ট…

3 hours ago