RCB vs SRH: ক্রিকেট নয় যেন সিনেমা, ২৬২ করেও হার RCB-এর, আইপিএলের সবচেয়ে ঐতিহাসিক ম্যাচ ২৫ রানে জিতল কামিন্সরা

আজ এক রোমাঞ্চকর ম্যাচের সাক্ষী থাকলো বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়াম। যেখানে বড় স্কোর থেকে শুরু করে বোলিং সবকিছুরই...
techgup 15 April 2024 11:45 PM IST

আজ এক রোমাঞ্চকর ম্যাচের সাক্ষী থাকলো বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়াম। যেখানে বড় স্কোর থেকে শুরু করে বোলিং সবকিছুরই নিদর্শন মিললো। তবে শেষমেষ আজও একটি হারের সম্মুখীন হতে হল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে (Royal Challengers Bengaluru)। আইপিএল (IPL 2024) ইতিহাসের সর্বাধিক স্কোর ২৮৮ রান লক্ষ্য দিলেও, শেষমেষ মাত্র ২৫ রানে জয়লাভ করলো সানরাইজার্স হায়দ্রাবাদ (Sunrisers Hyderabad)। এই জয়ের সাথে পয়েন্ট তালিকায় তৃতীয় স্থানে উঠে এল অরেঞ্জ আর্মিরা।

আজ বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত বেছে নিয়েছিল আরসিবির অধিনায়ক ফাফ ডু প্লেসিস (Faf du Plessis)। প্রথমে ব্যাট করতে নেমে আজ আবারও নতুন ইতিহাস রচনা করেছে অরেঞ্জ আর্মিরা। প্রথমে ব্যাট করতে নেমে নিজেদের ২৭৭ রানের রেকর্ড ভেঙ্গে ২৮৭ রান করে তারা। যার মধ্যে ৪১ বলে ১০২ রান করেন ট্রাভিস হেড (Travis Head)। হেনরিখ ক্লাসেনও ব্যাট হাতে ৩১ বলে ৬৭ রান করেন। এছাড়া এইডেন মার্করামের ১৭ বলে ৩২ রান এবং আব্দুল সামাদের ১০ বলে ৩৭ রানের ভিত্তিতে এই বিরাট রানে পৌঁছায় তারা।

আরসিবিকে জিততে হলে তুলতে হতো ২০ ওভারে ২৮৮ রান। যা তাড়া করতে নেমে প্রথম থেকেই বিধ্বংসী মনোভাব নিয়ে খেলতে শুরু করেন আরসিবির নিয়মিত ওপেনার বিরাট কোহলি (Virat Kohli) এবং অধিনায়ক ফাফ ডু প্লেসিস। ওপেনে নেমে পাওয়ারপ্লেতে ৭৯ রান করে এই জুটি। তবে পাওয়ারপ্লে শেষ হতেই সপ্তম ওভারে মায়াঙ্ক মারকান্ডের বলে মাত্র ২০ বলে ৪২ রান করে আউট হন বিরাট কোহলি। এরপর ফাফের সাথ দিতে ক্রিজে আসেন উইল জ্যাকস। শুরুটা তার দিক থেকে ভালো হলেও, দুর্ভাগ্যবশত ননস্ট্রাইকার প্রান্তে রান আউট হন তিনি৷ তবে তখনও নিজের উইকেট ধরে রেখেছিলেন ফাফ।

পরবর্তী ব্যাটার রজত পতিদারও মারকুটে মনোভাব নিয়ে ব্যাট করতে এসে মাত্র ৫ বল খেলে ৯ রান করে মার্কান্ডের বলে আউট হয়ে যান। অন্যদিকে পরের ওভারেই ফাফকে আউট করেন প্যাট কামিন্স (Pat Cummins)। সমাপ্তি ঘটে ২৮ বলে ৬২ রানের গুরুত্বপূর্ণ ইনিংসের। ওই ওভারেই সৌরভ চৌহানকে আউট করেন কামিন্স। এখান থেকে ম্যাচ জেতা স্বপ্নের মতো দেখাচ্ছিলো আরসিবির জন্য। কিন্তু দীনেশ কার্তিক (Dinesh Karthik) এবং মহীপাল লোমরর মিলে দলকে জয়ের সম্ভাবনা দেখান। লোমরর ১৯ রান করে ফিরে গেলেও, আজ শেষ পর্যন্ত দীনেশ কার্তিকের ৩৫ বলে ৮৩ রান এবং অনুজ রাওয়াতের ১৪ বলে ২৫ রানের অপরাজিত ইনিংসের ভিত্তিতে ম্যাচটি খুব কাছে নিয়ে গিয়েও হারতে হয় আরসিবিকে। ম্যাচটিতে আরসিবি ২৫০ রানের গন্ডি পাড় করলেও, ২৫ রানে হারতে হয় তাদের।

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু বনাম সানরাইজার্স হায়দ্রাবাদ ম্যাচের স্কোরকার্ড (Royal Challengers Bengaluru vs Sunrisers Hyderabad Match Scorecard):

সানরাইজার্স হায়দ্রাবাদ: ২৮৭/৩ (২০ ওভার)

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু: ২৬২/৭ (২০ ওভার)

ম্যাচটি সানরাইজার্স হায়দ্রাবাদ ২৫ রানে জয়লাভ করেছে।

Show Full Article
Next Story