Categories: Sport

RCB vs SRH: ক্রিকেট নয় যেন সিনেমা, ২৬২ করেও হার RCB-এর, আইপিএলের সবচেয়ে ঐতিহাসিক ম্যাচ ২৫ রানে জিতল কামিন্সরা

আজ এক রোমাঞ্চকর ম্যাচের সাক্ষী থাকলো বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়াম। যেখানে বড় স্কোর থেকে শুরু করে বোলিং সবকিছুরই নিদর্শন মিললো। তবে শেষমেষ আজও একটি হারের সম্মুখীন হতে হল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে (Royal Challengers Bengaluru)। আইপিএল (IPL 2024) ইতিহাসের সর্বাধিক স্কোর ২৮৮ রান লক্ষ্য দিলেও, শেষমেষ মাত্র ২৫ রানে জয়লাভ করলো সানরাইজার্স হায়দ্রাবাদ (Sunrisers Hyderabad)। এই জয়ের সাথে পয়েন্ট তালিকায় তৃতীয় স্থানে উঠে এল অরেঞ্জ আর্মিরা।

আজ বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত বেছে নিয়েছিল আরসিবির অধিনায়ক ফাফ ডু প্লেসিস (Faf du Plessis)। প্রথমে ব্যাট করতে নেমে আজ আবারও নতুন ইতিহাস রচনা করেছে অরেঞ্জ আর্মিরা। প্রথমে ব্যাট করতে নেমে নিজেদের ২৭৭ রানের রেকর্ড ভেঙ্গে ২৮৭ রান করে তারা। যার মধ্যে ৪১ বলে ১০২ রান করেন ট্রাভিস হেড (Travis Head)। হেনরিখ ক্লাসেনও ব্যাট হাতে ৩১ বলে ৬৭ রান করেন। এছাড়া এইডেন মার্করামের ১৭ বলে ৩২ রান এবং আব্দুল সামাদের ১০ বলে ৩৭ রানের ভিত্তিতে এই বিরাট রানে পৌঁছায় তারা।

আরসিবিকে জিততে হলে তুলতে হতো ২০ ওভারে ২৮৮ রান। যা তাড়া করতে নেমে প্রথম থেকেই বিধ্বংসী মনোভাব নিয়ে খেলতে শুরু করেন আরসিবির নিয়মিত ওপেনার বিরাট কোহলি (Virat Kohli) এবং অধিনায়ক ফাফ ডু প্লেসিস। ওপেনে নেমে পাওয়ারপ্লেতে ৭৯ রান করে এই জুটি। তবে পাওয়ারপ্লে শেষ হতেই সপ্তম ওভারে মায়াঙ্ক মারকান্ডের বলে মাত্র ২০ বলে ৪২ রান করে আউট হন বিরাট কোহলি। এরপর ফাফের সাথ দিতে ক্রিজে আসেন উইল জ্যাকস। শুরুটা তার দিক থেকে ভালো হলেও, দুর্ভাগ্যবশত ননস্ট্রাইকার প্রান্তে রান আউট হন তিনি৷ তবে তখনও নিজের উইকেট ধরে রেখেছিলেন ফাফ।

পরবর্তী ব্যাটার রজত পতিদারও মারকুটে মনোভাব নিয়ে ব্যাট করতে এসে মাত্র ৫ বল খেলে ৯ রান করে মার্কান্ডের বলে আউট হয়ে যান। অন্যদিকে পরের ওভারেই ফাফকে আউট করেন প্যাট কামিন্স (Pat Cummins)। সমাপ্তি ঘটে ২৮ বলে ৬২ রানের গুরুত্বপূর্ণ ইনিংসের। ওই ওভারেই সৌরভ চৌহানকে আউট করেন কামিন্স। এখান থেকে ম্যাচ জেতা স্বপ্নের মতো দেখাচ্ছিলো আরসিবির জন্য। কিন্তু দীনেশ কার্তিক (Dinesh Karthik) এবং মহীপাল লোমরর মিলে দলকে জয়ের সম্ভাবনা দেখান। লোমরর ১৯ রান করে ফিরে গেলেও, আজ শেষ পর্যন্ত দীনেশ কার্তিকের ৩৫ বলে ৮৩ রান এবং অনুজ রাওয়াতের ১৪ বলে ২৫ রানের অপরাজিত ইনিংসের ভিত্তিতে ম্যাচটি খুব কাছে নিয়ে গিয়েও হারতে হয় আরসিবিকে। ম্যাচটিতে আরসিবি ২৫০ রানের গন্ডি পাড় করলেও, ২৫ রানে হারতে হয় তাদের।

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু বনাম সানরাইজার্স হায়দ্রাবাদ ম্যাচের স্কোরকার্ড (Royal Challengers Bengaluru vs Sunrisers Hyderabad Match Scorecard):

সানরাইজার্স হায়দ্রাবাদ: ২৮৭/৩ (২০ ওভার)

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু: ২৬২/৭ (২০ ওভার)

ম্যাচটি সানরাইজার্স হায়দ্রাবাদ ২৫ রানে জয়লাভ করেছে।

TechGup Desk

TechGup এর নতুন ও অভিজ্ঞ লেখকরা এই প্রোফাইল থেকে খবর লেখেন। মূলত যৌথ প্রচেষ্টায় যে খবরগুলি লেখা হয়, সেগুলি এই প্রোফাইল থেকে পাবলিশ করা হয়।

Recent Posts

সস্তায় এত সুন্দর স্মার্টফোন! Redmi 14C বাজারে ঝড় তুলতে লঞ্চ হচ্ছে এই তারিখে

Redmi 14C ফোনটি চলতি মাসের শেষেই বাজারে পা রাখতে চলেছে। লঞ্চের আগে এটিকে এখন একটি…

22 mins ago

Shakib Al Hasan: পাকিস্তানে টেস্ট খেলা সাকিবের মাথায় ভেঙে পড়লো আকাশ, খুনের অভিযোগ দায়ের করা হল ক্রিকেটারের বিরুদ্ধে

সকল রাজনৈতিক ব্যক্তিত্বের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে তাদের মধ্যে সাকিব অন্যতম।

28 mins ago

India Post Scam: এক মেসেজেই চুরি যাচ্ছে ব্যক্তিগত তথ্য, আপনার ফোনে এলে এড়িয়ে চলুন

বর্তমানে নতুন ভাবে প্রতারণা শুরু করেছে স্ক্যামাররা। এখন তারা India Post-এর নামে ভুয়ো মেসেজ পাঠিয়ে…

37 mins ago

ফিরে এলো ভাউসাহেব মেমোরিয়াল ট্রফি, ভারতের মাটিতে আর্জেন্টিনা অজি ক্লাবের সাথে খেলবে ভারতীয় ক্লাব

ভাউসাহেব বন্দোদকার মেমোরিয়াল ট্রফি একটি অন্যতম ভারতীয় ফুটবল টুর্নামেন্ট যা গোয়া ফুটবল অ্যাসোসিয়েশন দ্বারা আয়োজন…

48 mins ago

অত্যাধুনিক স্কুটার এবার হাতের মুঠোয়, পড়শি দেশে গাড়ি লঞ্চ করছে ভারতের Ather Energy

অত্যাধুনিক ইলেকট্রিক স্কুটার তৈরির জন্য বিখ্যাত Ather Energy এদিন শ্রীলঙ্কার বাজারে পা রাখার ঘোষণা করেছে।…

1 hour ago

Mohun Bagan Durand Cup: রুদ্ধশ্বাস ম্যাচে কাঁটায় কাঁটায় টক্কর, অবিশ্বাস্য জয় ছিনিয়ে নিয়ে ডুরান্ডের সেমিতে মোহনবাগান

আজ ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনালে প্রথমার্ধে সবুজ মেরুনদের আক্রমণে জেসন কামিন্স, পেত্রাতোসের অভাব টের পাচ্ছিল…

2 hours ago