Swapnil Kusale: কৃষকের ছেলে জিতল অলিম্পিক মেডেল, ৫০ মি রাইফেলে ভারতকে ব্রোঞ্জ এনে দিলেন স্বপ্নিল
স্বপ্নিল কুসলে স্ট্যান্ডিংয়ে প্রথম সিরিজে ৫১.১ এবং দ্বিতীয় সিরিজে ৫০.৪ স্কোর করেন, অর্থাৎ সামগ্রিকভাবে ১০১.৫। অর্থাৎ তার মোট স্কোর ছিল ৪২২.১ এবং তিনি পৌঁছে যান তিন নম্বরে।
প্যারিস অলিম্পিক ২০২৪-এর ৫০ মিটার রাইফেলে ভারতের তারকা শ্যুটার স্বপ্নিল কুসলে ৪৫১.৪ স্কোর করে ইতিহাস গড়েছেন। ভারতকে তৃতীয় ব্রোঞ্জ পদক এনে দিলেন তিনি। প্যারিস অলিম্পিকে এটিই ভারতের তৃতীয় পদক। এর আগে সরবজ্যোত সিংয়ের সঙ্গে জুটি বেঁধে ব্যক্তিগত ও দলগত ইভেন্টে ব্রোঞ্জ পদক জিতেছিলেন মনু। স্বপ্নিল কুসলে ২০২৪ সালের ১৭ মে ভোপালে অনুষ্ঠিত চূড়ান্ত বাছাই পরীক্ষায় ২০২৪ অলিম্পিকের জন্য যোগ্যতা অর্জন করেছিলেন। ১৯৯৫ সালে জন্ম নেওয়া কুসলে কৃষক পরিবার থেকে এসেছেন।
নীলিংয়ে একটু ধীরগতিতে শুরু করেছিলেন স্বপ্নীল কুসালে। তার স্কোর ১৫৩.৩ (প্রথম সিরিজ- ৫০.৮, দ্বিতীয় সিরিজ- ৫০.৯, তৃতীয় সিরিজ- ৫১.৬)। ষষ্ঠ স্থানে শেষ করেন তিনি। এরপর ১৫৬.৮ (প্রথম সিরিজ- ৫২.৭, দ্বিতীয় সিরিজ- ৫২.২, তৃতীয় সিরিজ- ৫১.৯) স্কোর করে প্রবণতায় নিজের অবস্থানের উন্নতি করেন। একের পর এক পাঁচ নম্বরে পৌঁছে গিয়েছিলেন তিনি। এখান থেকে তার বিস্ময়কর কিছু করার দরকার ছিল।
স্বপ্নিল কুসলে স্ট্যান্ডিংয়ে প্রথম সিরিজে ৫১.১ এবং দ্বিতীয় সিরিজে ৫০.৪ স্কোর করেন, অর্থাৎ সামগ্রিকভাবে ১০১.৫। অর্থাৎ তার মোট স্কোর ছিল ৪২২.১ এবং তিনি পৌঁছে যান তিন নম্বরে। এখান থেকে চ্যালেঞ্জটা আরও গুরুতর ছিল। এখান থেকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি স্বপ্নীল কুসালেকে। এলিমিনেশনে অসাধারণ শৈলীতে ব্রোঞ্জ পদক জিতে নেন তিনি। চীনের লিউ ইউকুন ৪৬৩.৬ স্কোর করে শুধু বিশ্বরেকর্ডই গড়েননি, জিতেছেন স্বর্ণপদকও। ৪৬১.৩ স্কোর করা কুলিস সেরির নামানুসারে রৌপ্য পদকের নামকরণ করা হয়।
কুসলে তার শান্ত স্বভাবের জন্য পরিচিত। পদক জয়ের পর সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছার বন্যা বয়ে যায়। এইভাবে স্বপ্নিল কুসলে এখন অলিম্পিক পদকজয়ী অ্যাথলিট। তিনি এমএস ধোনি দ্বারা অনুপ্রাণিত এবং তিনি মহান ভারতীয় ক্রিকেট অধিনায়কের মতো রেলওয়ের টিকিট সংগ্রাহকও।
স্বপ্নিল কুসলে স্ট্যান্ডিংয়ে প্রথম সিরিজে ৫১.১ এবং দ্বিতীয় সিরিজে ৫০.৪ স্কোর করেন, অর্থাৎ সামগ্রিকভাবে ১০১.৫। অর্থাৎ তার মোট স্কোর ছিল ৪২২.১ এবং তিনি পৌঁছে যান তিন নম্বরে।