পুরো শহর যেন সমূদ্র, ভেসে যাচ্ছে সবকিছু, ফ্লোরিডায় ভারত সহ পাকিস্তানের গুরুত্বপূর্ণ ম্যাচ নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা

এই বছর প্রথমবারের মতো মার্কিন যুক্তরাষ্ট টি-টোয়েন্টি বিশ্বকাপ (T20 World Cup 2024) ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে আয়োজন করায়...
SUMAN 13 Jun 2024 3:42 PM IST

এই বছর প্রথমবারের মতো মার্কিন যুক্তরাষ্ট টি-টোয়েন্টি বিশ্বকাপ (T20 World Cup 2024) ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে আয়োজন করায় প্রথম থেকেই ক্রিকেট ভক্তদের মধ্যে এই দেশের ওপর বিশেষ নজর ছিল। এখনও পর্যন্ত সফলভাবেই মার্কিন যুক্তরাষ্ট্র গুরুত্বপূর্ণ টুর্নামেন্টের ম্যাচগুলি আয়োজন করেছে। তবে নিউইয়র্কের পিচ ক্রিকেট মহলে রীতিমতো সমালোচনার মুখে পড়েছে। এর মধ্যেই গতকাল নিউইয়র্কে শেষ ম্যাচ খেলার পর ভারতীয় দল ফ্লোরিডায় তাদের গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলতে চলেছে। কিন্তু এবার আসন্ন ফ্লোরিডায় আয়োজিত ম্যাচগুলিকে ঘিরে একাধিক দুঃসংবাদ সামনে এল।

এই বছর টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতীয় দল নিউ ইয়র্কের নাসাউ কাউন্টি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচ দিয়ে তাদের যাত্রা শুরু করে। এরপর এই মাঠেই গ্রুপ পর্বের পরবর্তী ম্যাচগুলিতে পাকিস্তান এবং মার্কিন যুক্তরাষ্ট্রের বিপক্ষে ব্লু বিগ্রেডরা মাঠে নামে। তবে নিউইয়র্কের পিচে অতিরিক্ত বাউন্স থাকার সঙ্গে সঙ্গে পিচটি অস্বাভাবিক আচরণ করায় ব্যাটসম্যানরা বারবার ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়েছে‌‌। এরপরই টি-টোয়েন্টি বিশ্বকাপে এই ধরনের পিচ নিয়ে ক্রিকেট মহলে রীতিমতো হইচই শুরু হয়। তবে আশার কথা যে চলমান টুর্নামেন্টে নিউইয়র্কে আর কোনো ম্যাচ নেই।

ফলে গ্রুপ এ-এর বাকি গুরুত্বপূর্ণ ম্যাচগুলি ফ্লোরিডার লডারহিলে অনুষ্ঠিত হবে। ভারত ইতিমধ্যেই সুপার ৮-এ জায়গা করে নিয়েছে ফলে কানাডার বিপক্ষে তাদের গ্রুপ পর্বের শেষ ম্যাচটি খুব গুরুত্বপূর্ণ নয়। কিন্তু ফ্লোরিডায় অনুষ্ঠিত হতে যাওয়া ম্যাচগুলির মধ্যে আয়ারল্যান্ড বনাম পাকিস্তান এবং আয়ারল্যান্ড বনাম মার্কিন যুক্তরাষ্ট্রের ম্যাচটি সুপার ৮-এর যোগ্যতা অর্জনের জন্য নির্ণায়ক ম্যাচ হতে চলেছে। তবে তার আগেই ফ্লোরিডার প্রাকৃতিক বিপর্যয় ক্রিকেট ভক্তদের চিন্তা বাড়াচ্ছে। উল্লেখ্য গত কয়েকদিনের টানা ঝড় বৃষ্টিতে মার্কিন যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য ফ্লোরিডায় বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে।

https://twitter.com/mufaddal_vohra/status/1801115426568769561

ইতিমধ্যে এই অঞ্চলে বন্যায় রাস্তাঘাট, বাড়ি সব ডুবে গেছে। এমনকি প্রবল ঝড়ের কারণে ফ্লোরিডায় বিমান চলাচলও বিঘ্নিত হয়েছে। আবহাওয়া দপ্তরের সূত্র অনুযায়ী মেক্সিকোর পূর্ব উপসাগরে নিম্নচাপের কারণে এই ভারি বৃষ্টি হচ্ছে বলে জানানো হয়েছে। এই সূত্র অনুযায়ী আরও বলা হয় আগামী কয়েকদিন ধরে ফ্লোরিডার উপকূলীয় এলাকায় ভারি বৃষ্টি অব্যাহত থাকবে। ফলে ফ্লোরিডার লডারহিলে অনুষ্ঠিত যাওয়া ১৪ জুন মার্কিন যুক্তরাষ্ট্র বনাম আয়ারল্যান্ড (USA vs Ireland Match), ১৫ জুন ভারত বনাম কানাডা (India vs Canada Match), এবং ১৬ জুন পাকিস্তান বনাম আয়ারল্যান্ডের (Pakistan vs Ireland Match) ম্যাচগুলি ঘিরে বর্তমানে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

Show Full Article
Next Story