T20 WC 2024 Prizemoney: চ্যাম্পিয়ন হলে মিলবে আইপিএলের থেকেও বেশি টাকা, বিজেতা থেকে রানার্স আপ কারা কত পুরষ্কার পাবে, জেনে নিন

আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল ম্যাচটি আজ অর্থাৎ ২৯ জুন বার্বাডোজে ভারত ও দক্ষিণ আফ্রিকার মধ্যে খেলা হবে। তবে...
SUMAN 29 Jun 2024 4:17 PM IST

আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল ম্যাচটি আজ অর্থাৎ ২৯ জুন বার্বাডোজে ভারত ও দক্ষিণ আফ্রিকার মধ্যে খেলা হবে। তবে টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ যত ঘনিয়ে আসছে, তত‌ উত্তেজনা বাড়ছে ভক্তদের মধ্যে। প্রসঙ্গত, সমর্থকদের মনে প্রশ্ন জাগে এই টুর্নামেন্টের প্রাইজমানি কত। কিংবা বিজয়ী বা রানার্সআপ হওয়া দল কত টাকা পাবে। সেমিফাইনালে ওঠা দলগুলো কত টাকা পাবে? এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের সর্বোচ্চ প্রাইজমানির রেকর্ড রেখেছে আইসিসি। আজ পর্যন্ত এত বড় প্রাইজমানি টুর্নামেন্টের কোনো আসরে রাখা হয়নি। টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী দল, রানার্সআপ, সেমিফাইনালিস্ট, সুপার এইটে আউট দল, প্রত্যেকে কত টাকা পাবে? জেনে নিন

২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের মোট প্রাইজমানি ১১.২৫ মিলিয়ন মার্কিন ডলার অর্থাৎ ৯৩.৫১ কোটি টাকা রেখেছে আইসিসি। একই সঙ্গে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ যে দলই জিতুক না কেন, তাদের উপর প্রচণ্ড ধনবৃষ্টি হবে। আজ পর্যন্ত টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী দলকে এত টাকা দেওয়া হয়নি। আইসিসি ঘোষণা করেছে যে ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের জয়ী দলকে ২.৪৫ মিলিয়ন মার্কিন ডলার (২০.৩৬ কোটি টাকা) প্রাইজমানি দেওয়া হবে। আইপিএল যে দল জেতে তারা পায় মাত্র ২০ কোটি টাকা। সেক্ষেত্রে ভারতীয় লিগকেও ছাড়িয়ে গেছে বিশ্বকাপ। রানার্সআপ দল পাবে ১২ লাখ ৮০ হাজার মার্কিন ডলার (১০.৬৪ কোটি টাকা)।

সেমিফাইনালে ওঠা দলগুলো পুরস্কার হিসেবে পাবে ৭ লাখ ৮৭ হাজার ৫০০ মার্কিন ডলার। এ ছাড়া সুপার এইটে পৌঁছানো দলগুলো পাবে ৩ লাখ ৮২ হাজার ৫০০ মার্কিন ডলার (৩ কোটি ১৭ লাখ টাকা)। একই সঙ্গে নবম থেকে দ্বাদশ স্থানে থাকা দলগুলো পাবে ২ লাখ ৪৭ হাজার ৫০০ মার্কিন ডলার (২ কোটি ৫ লাখ টাকা)। শুধু তাই নয়, ১৩ থেকে ২০ নম্বরে শেষ করা দলগুলোও পাবে অর্থ। তাদের ২ লক্ষ ২৫ হাজার মার্কিন ডলার (১.৮৭ কোটি টাকা) দেওয়া হবে।

বিজয়ী – ২০.৩৬ কোটি (২.৪৫ মিলিয়ন মার্কিন ডলার)
রানার্স আপ- ১০.৬৪ কোটি (১.২৮ মিলিয়ন মার্কিন ডলার)
সেমিফাইনালিস্ট- ৬.৫৪ কোটি (৭৮৭,৫০০ মার্কিন ডলার)
সুপার-৮ এ পৌঁছানো দলগুলো – ৩.১৭ কোটি (৩৮২,৫০০ মার্কিন ডলার)
দলগুলি ৯ থেকে ১২- ২.০৫ কোটি (২৪৭,৫০০ মার্কিন ডলার)
দলগুলি ১৩ থেকে ২০- ১.৮৭ কোটি টাকা (২২৫,০০০মার্কিন ডলার)

Show Full Article
Next Story
Share it