টি-২০ বিশ্বকাপে ভাগ্য খুলবে কাদের, উঠে এল ভারতীয় দলের সম্ভাব্য ২০ জনের স্কোয়াড
ক্রিকেটের সবচেয়ে বড় উৎসব শুরু হতে আর মাত্র দেড় মাসের অপেক্ষা। তারপরেই ওয়েস্ট ইন্ডিজ এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মাটিতে...ক্রিকেটের সবচেয়ে বড় উৎসব শুরু হতে আর মাত্র দেড় মাসের অপেক্ষা। তারপরেই ওয়েস্ট ইন্ডিজ এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মাটিতে অনুষ্ঠিত হতে চলেছে আইসিসি টি-২০ বিশ্বকাপ (ICC T20 World Cup 2024)। সেই জন্য এখন থেকেই অপেক্ষা করতে পারছেন না ক্রিকেটপ্রেমীরা। যাই হোক, আইপিএল শেষ হলেই অনুষ্ঠিত হবে ওই মেগা ইভেন্টটি। যা অনুষ্ঠিত হবে ২০ টি দলকে নিয়ে। এদিকে এবারে টি-২০ বিশ্বকাপের আগে বেশ কিছু দলকে দেখে মনে হচ্ছে যে তারা টি-২০ বিশ্বকাপ জিততে পারে।
ঠিক তেমনই বর্তমান আইপিএলে বেশ কিছু ভারতীয় তারকাদের ছন্দ দেখে মনে করা হচ্ছে ভারতীয় দল (Indian Cricket Team) আসন্ন টি-২০ বিশ্বকাপটি নিজেদের নাম করতে পারে৷ যাই হোক, মাস কয়েক আগে একদিনের বিশ্বকাপ হাতছাড়া হলেও এবারে কোনো মতে এই টি-২০ বিশ্বকাপ হাতছাড়া করতে চান না ভারতীয় ক্রিকেটাররা। সেরকমই ভারতীয় ভক্তরা অপেক্ষা করছেন ভারতীয় দলের স্কোয়াড কবে ঘোষণা করবে ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI)। হাতে বেশি সময় না থাকায় মনে করা হচ্ছে খুব শীঘ্রই স্কোয়াড ঘোষণা করবে বিসিসিআই নির্বাচকরা।
তবে পিটিআইয়ের সূত্র থেকে আসন্ন বিশ্বকাপের জন্য এখন থেকেই ভারতীয় দলের সম্ভাব্য ২০ জনের নাম উঠে আসছে। তারা হলেন রোহিত শর্মা (অধিনায়ক), বিরাট কোহলি, যশস্বী জয়সওয়াল, শুভমান গিল, সূর্যকুমার যাদব, রিঙ্কু সিং, হার্দিক পান্ডিয়া, ঋষভ পান্থ, কেএল রাহুল, সঞ্জু স্যামসন, রবীন্দ্র জাদেজা, শিবম দুবে, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, যুজবেন্দ্র চাহাল, রবি বিষ্ণোই, জসপ্রীত বুমরাহ, মহম্মদ সিরাজ, অর্শদীপ সিং এবং আবেশ খান।
পিটিআইয়ের সূত্র থেকে জানা এই ২০ জনের মধ্যে ১৫ জন থাকবেন আসন্ন টি-২০ বিশ্বকাপের মূল স্কোয়াডে এবং ৫ জনকে নিয়ে যাওয়া হবে স্ট্যান্ড বাই ক্রিকেটার হিসাবে। উল্লেখ্য, কিছুদিন আগেই বিসিসিআই নির্বাচক কমিটির চেয়ারম্যান অজিত আগারকার এবং ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা ও বিরাট কোহলিকে নিয়ে মুম্বাইয়ে এক বৈঠক করেছিলেন। সেই বৈঠকেই নাকি হার্দিক পান্ডিয়ার নির্বাচন নিয়ে প্রশ্ন তুলেছিলেন নির্বাচক কমিটি। যাই হোক, সেই বৈঠকের পর থেকেই আসন্ন টি-২০ বিশ্বকাপ নিয়ে বিভিন্ন টুকরো টুকরো খবর উঠে আসছে।