Three Players Rcb might be drop to get back their winning ways form next match ipl 2024

টুর্নামেন্টে ঘুরে দাঁড়াতে হলে, তিনজন প্লেয়ার যাদের দ্রুত দল থেকে বাদ দিতে হবে RCB-কে

এবার আইপিএলে (IPL 2024) এখনো পর্যন্ত প্রথম ঘরোয়া ম্যাচে হারের শিকার হয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (Royal Challengers Bengaluru)। শুক্রবার নিজেদের ঘরের মাঠ এম চিন্নাস্বামী স্টেডিয়ামে কলকাতা নাইট রাইডার্সের কাছে ৭ উইকেটে হেরেছে তারা। ব্যাটে বলে সব বিভাগেই কেকেআরের সামনে লড়াই করতে দেখা গেছে তাদের। এছাড়া তিন ম্যাচ খেলে ১ টি ম্যাচে জিতেছে তারা। আরসিবি দলে বেশ কিছু তারকা এমন রয়েছেন, যারা সেভাবে পারফরমেন্স করতে পারছেন না। এদিকে এই প্রতিবেদনে আমরা তিনজন আরসিবি দলের সদস্যের কথা বলবো, যাদেরকে আরসিবি পরের ম্যাচে বসিয়ে দিতে পারে।

১. রজত পতিদার (Rajat Patidar):

এবছর আইপিএল শুরুর আগেই রজত পতিদার ভারত বনাম ইংল্যান্ড টেস্ট সিরিজে ভারতীয় দলের সদস্য ছিলেন। সেখানেও খুব একটা ভালো ছন্দে দেখা যায়নি তাদের। এমনকি আইপিএল ২০২৪ এও খুব খারাপ ছন্দের সাথে লড়াই করছেন তিনি। রজত এবার আইপিএলে ৩ টি ম্যাচ খেলে ৭ এর গড়ে ২১ রান করেছেন। টপ-অর্ডারের ব্যাটারের কাছে এর থেকে অনেক বেশি প্রত্যাশা রয়েছে ভক্তদের। সম্ভবত, ২ এপ্রিল লখনউ সুপার জায়েন্টসের বিরুদ্ধে ম্যাচে তাকে বসিয়ে সুয়াশ প্রভুদেশাইকে নিয়ে খেলতে নামতে পারে আরসিবি।

২. আলজারি জোসেফ (Alzarri Joseph):

তালিকার দ্বিতীয় স্থানে রয়েছেন ফাস্ট বোলার আলজারি জোসেফ। এই ক্যারিবিয়ান পেসারকে দলে নিতে ১১.৫ কোটি টাকা খরচ করেছে আরসিবি। তিনটি ম্যাচ খেলে ৯.৪ এর ইকোনমিতে ১ টি মাত্র উইকেট নিয়েছেন জোসেফ। এইরকম পারফরমেন্স করায় পরের দিন লখনউয়ের বিরুদ্ধে রিস টপলির হাতে দায়িত্ব দিতে পারে আরসিবি।

৩. ক্যামেরন গ্রিন (Cameron Green):

অজি অলরাউন্ডার ক্যামেরন গ্রিনও রয়েছেন এই তালিকায়। তাকে ১৭.৫০ কোটি টাকায় মুম্বাই ইন্ডিয়ান্স থেকে ট্রেড করেছে আরসিবি। এবার আইপিএলে তিনি ৩ ইনিংসে ব্যাট করে ১৮ এর গড়ে ৫৪ রান করেছেন এবং স্টাইক রেট ১১২.৫। বল হাতেও ৩ ম্যাচে মাত্র ২ টি উইকেট নিয়েছেন তিনি। তাই মনে করা হচ্ছে, আগামী ম্যাচে তাকে বসিয়ে অন্য কোনো অলরাউন্ডারের সাথে নামতে পারে আরসিবি। তাদের কাছে উইল জ্যাকসের মতো স্পিন বোলিং অলরাউন্ডারের বিকল্প রয়েছে।