Sport

Rohit Sharma: মেগা‌ নিলামে উপলব্ধ থাকলেও, তিনটি দল যারা রোহিত শর্মার উপর বিড না করতেও পারে

আসছে বছরে অনুষ্ঠিত হতে চলেছে আইপিএল মেগানিলাম। আর এই মেগানিলামের দিকেই তাকিয়ে থাকে আইপিএল অংশগ্রহণকারী প্রত্যেকটি দল। এদিকে আসন্ন মরশুমে মেগানিলামে দলগুলির জন্য থাকছে বিরাট সুখবর। সূত্রের খবর অনুযায়ী, আসন্ন মরশুমের মেগানিলামের আগেই মুম্বাই ইন্ডিয়ান্স ছাড়তে পারেন রোহিত শর্মা। সুতরাং, এই খবর যদি সত্যি হয়, তাহলে প্রত্যেকটি দলের চেষ্টা থাকবে রোহিত শর্মাকে দলে নেওয়ার। কিন্তু এই প্রতিবেদনে আমরা দেখবো এমন তিনটি দলকে, যারা রোহিত শর্মার লক্ষ্যে নিলামে নাও যেতে পারে।

১. রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু:

আরসিবির একজন ওপেনার এবং অধিনায়কের প্রয়োজন। সেদিক থেকে দেখলে রোহিত শর্মা ওই জায়গায় পুরোপুরি ফিট হতেন। কিন্তু দুইজন বয়স্ক ওপেনার একসাথে নামাটা তাদের পক্ষে ঝুঁকিপূর্ণ হতে পারে। এছাড়াও একই দলে দুই ভারতীয় সুপারস্টারকে নেওয়াটা দলের ভারসাম্যে প্রভাব ফেলতে পারে৷ অন্যদিকে জানা যাচ্ছে, আরসিবি তাদের স্থানীয় ক্রিকেটার কেএল রাহুলের দিকে অলআউট যেতে পারে।

২. রাজস্থান রয়্যালস:

উপরিউক্ত তালিকার অন্তর্ভুক্ত রয়েছে রাজস্থান রয়্যালস। আসলে রাজস্থানের কাছে যশস্বী জয়সওয়াল এবং জস বাটলারের মতো টি-টোয়েন্টি ক্রিকেটের দুই বিধ্বংসী ওপেনার রয়েছেন। সেই কম্বিনেশন ভেঙ্গে রোহিত শর্মাকে দলে নেওয়াটা তাদের জন্য খুবই কঠিন কাজ হবে। এছাড়া তাদের কাছে সঞ্জু স্যামসনের মতো একজন প্রতিভাবান অধিনায়কও রয়েছে।

৩. কলকাতা নাইট রাইডার্স:

কেকেআরের কাছে ইতিমধ্যেই একটা দারুণ ওপেনিং জুটি রয়েছে। তারা মেগানিলামে সুনীল নারিনকে ধরে রাখবে এইটুকু প্রায় নিশ্চিত, অন্যদিকে নিলামে ফিল সল্টের দিকে যেতে পারে। তাকে দলে নিলে উইকেটরক্ষক এবং ওপেনিং দুটি প্রধান সমস্যায় কাটবে কেকেআরের। সেদিক থেকে দেখলে রোহিত শর্মার দিকে না যেতে পারে কেকেআর। এছাড়াও তাদের কাছে দলকে শিরোপা এনে দেওয়া অধিনায়ক শ্রেয়াস আইয়ার রয়েছেন। সুতরাং, তাদের অধিনায়কেরও প্রয়োজন নেই।

Puja Mondal

Recent Posts

জানুয়ারিতে আসছে Maruti Suzuki-র প্রথম বৈদ্যুতিক গাড়ি, ভারত থেকে রপ্তানি বিশ্বজুড়ে

Maruti Suzuki অনেকদিন ধরেই eVX কোডনেমের একটি ইলেকট্রিক গাড়ির উপর কাজ করছে৷ যার কনসেপ্ট ভার্সন…

46 mins ago

ডার্বি বাতিলের পর‌ এবার নবাবের শহরে চ্যারিটি ম্যাচে মুখোমুখি হবে ইস্টবেঙ্গল-মোহনবাগান, খেলা হবে এই ক্রিকেট স্টেডিয়ামে

এই বছর ডুরান্ড কাপের গ্ৰুপ পর্বে ইস্টবেঙ্গল এবং মোহনবাগানের মুখোমুখি হওয়ার কথা ছিল। কিন্তু আরজি…

1 hour ago

Kuldeep Yadav: ‘মনে হয় পরিবারের কাউকে হারিয়েছি’, প্রয়াত এই লেজেন্ডকে নিজের আইডল বলে জানালেন কুলদীপ

এই বছর টি-টোয়েন্টি বিশ্বকাপেও কুলদীপ যাদব বল হাতে দুরন্ত ফর্মে ছিলেন। তিনি সম্প্রতি শেষ হওয়া…

2 hours ago

Poco Pad 5G ভারতে 12 ইঞ্চি ডিসপ্লে ও 10000mAh ব্যাটারি সহ লঞ্চ হল, প্রথম সেলে 4000 টাকা ছাড়

পোকো আজ ভারতে তাদের প্রথম ট্যাবলেট Poco Pad 5G লঞ করেছে। 5G সাপোর্টের এই ট্যাবলেটের…

2 hours ago

স্মার্ট ফিচার্সের সঙ্গে স্মার্ট ক্যামেরা, ফাঁস হল Honor 200 Smart-এর দাম সহ প্রচুর তথ্য

Honor তাদের 200 সিরিজে একটি নতুন স্মার্টফোন যুক্ত করছে বলে খবর পাওয়া গিয়েছে। নতুন মডেলটির…

2 hours ago

Flipkart Minutes: অর্ডারের 13 মিনিটের মধ্যে ডেলিভারি, কফি খেতে খেতে ল্যাপটপ হাতে পেল ক্রেতা

ই-কমার্স প্ল্যাটফর্মগুলির মধ্যে দ্রুততম প্রোডাক্ট ডেলিভারির প্রতিযোগিতা রয়েছে। ব্লিঙ্কিট দাবি করে তালা ১০ মিনিটেই প্রোডাক্ট…

3 hours ago