আইপিএলে একের পর এক ভুল সিদ্ধান্ত, এবার স্পেশালিস্ট থার্ড আম্পায়ার চাইলেন আইপিএল জয়ী কোচ

প্রতিদিনই আইপিএলে (IPL 2024) কিছু না কিছু বিতর্ক হয়। ইমপ্যাক্ট প্লেয়ারের নিয়ম নিয়ে ক্রমাগত প্রশ্ন ছিল। এতে বোলারদের...
techgup 19 April 2024 11:10 PM IST

প্রতিদিনই আইপিএলে (IPL 2024) কিছু না কিছু বিতর্ক হয়। ইমপ্যাক্ট প্লেয়ারের নিয়ম নিয়ে ক্রমাগত প্রশ্ন ছিল। এতে বোলারদের সমস্যা বেড়েছে। এরই মধ্যে আইপিএলে ব্যাপক হারে রিভিউ আনা হয়েছে। ধারণা করা হচ্ছিল, এর ফলে সঠিক সিদ্ধান্ত হবে। কিন্তু এই সিদ্ধান্তও উল্টো ফল দিচ্ছে। থার্ড আম্পায়ারের সিদ্ধান্ত নিয়েও প্রশ্ন চিহ্ন উঠতে শুরু করেছে।

সানরাইজার্স হায়দরাবাদকে আইপিএলের প্রধান কোচ হিসেবে শিরোপা এনে দেওয়া টম মুডি (Tom Moody) আইপিএলে একজন বিশেষজ্ঞ তৃতীয় আম্পায়ারের দাবি জানিয়েছেন। মুডিকে ক্রিকেটের সবচেয়ে সফল কোচদের মধ্যে গণ্য করা হয়। নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে এই মতামত ব্যক্ত করেছেন তিনি। মুডি লিখেছেন, ''এখন বিশেষজ্ঞ থার্ড আম্পায়ার রাখার কথা ভাবার সময়, অনেক প্রশ্নবিদ্ধ সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। কিছু আম্পায়ার মাঠে ভালো, থার্ড আম্পায়ারের অভিজ্ঞতা ও ভিন্ন দক্ষতার প্রয়োজন হয়।"

অন্য একটি টুইটে মুডি লেখেন, "এই পরামর্শের উদ্দেশ্য ছিল আমাদের খেলার উন্নতি অব্যাহত রাখার চেষ্টা করা। খেলোয়াড়দের মতো আম্পায়ারদেরও নিজস্ব শক্তি ও দুর্বলতা থাকে, মানুষের ভুল অনিবার্য… কেন আমরা নির্দিষ্ট ভূমিকায় বিশেষজ্ঞ হতে পারি না?"

মুম্বাই ইন্ডিয়ান্স ইনিংসের সময় থার্ড আম্পায়ার দুটি বিতর্কিত সিদ্ধান্ত দিয়েছিলেন। সূর্যকুমার যাদব ডাগআউটে কথা বলার পরে রিভিউ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। এছাড়া টিম ডেভিডের সময় বল ওয়াইড লাইনের বাইরে থাকলেও ব্যাটসম্যানও অফ স্টাম্পের বাইরে চলে আসেন। ডেভিডের ব্যাটের নিচ থেকে বল চলে যায় উইকেটরক্ষকের কাছে। এর পরও থার্ড আম্পায়ার এটিকে ওয়াইড বলে অভিহিত করেন।

Show Full Article
Next Story