চার বলে তিন উইকেট! সবাইকে করলেন গোল্ডেন ডাক, প্রথম ওভারে আবার নিজের যাদু দেখালেন বোল্ট
ইনিংসের প্রথম ওভারেই উইকেটের জন্য বিখ্যাত রাজস্থান রয়্যালসের ফাস্ট বোলার ট্রেন্ট বোল্ট (Trent Boult)। দুই দিকে বল সুইং...ইনিংসের প্রথম ওভারেই উইকেটের জন্য বিখ্যাত রাজস্থান রয়্যালসের ফাস্ট বোলার ট্রেন্ট বোল্ট (Trent Boult)। দুই দিকে বল সুইং করানোর সামর্থ্য থাকায় ব্যাটসম্যানদের পক্ষে শুরুতেই তাকে খেলা সহজ হয় না। আইপিএল ২০২৪-এর (IPL 2024) ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে বোল্ট এর একটি নমুনা উপস্থাপন করেছিলেন। ইনিংসের প্রথম ওভারের শেষ দুই বলে রোহিত শর্মা (Rohit Sharma) ও নমন ধীরকে প্যাভিলিয়নের পথ দেখান বোল্ট।
ব্যাটিংয়ের জন্য ওয়াংখেড়ে স্টেডিয়ামকে সেরা মনে করা হয়। তবে প্রথম কয়েক ওভারে ফাস্ট বোলারদের অনেক সাহায্য পাওয়া যায়। ট্রেন্ট বোল্ট বরাবরই মুম্বই ইন্ডিয়ান্সের প্রাক্তন অধিনায়ক রোহিত শর্মাকে সমস্যায় ফেলেছেন। ইনিংসের পঞ্চম বলে প্রথমবার স্ট্রাইকে আসেন রোহিত। বোল্ট সুইং আউট করেছিলেন এবং রোহিত এটি বুঝতে পারেননি। বল তার ব্যাটের বাইরের কানায় লেগে উইকেটরক্ষকের দিকে চলে যায়। সঞ্জু ডাইভ দিয়ে এক হাতে ক্যাচ নেন।
মুম্বইয়ের হয়ে তিন নম্বরে নেমেছিলেন নমন ধীর। এবার পার্থক্য বলটি , উইকেটে করেন ট্রেন্ট বোল্ট। এটি তার প্যাডে আঘাত করেছিল এবং সেখানে একটি জোরালো আবেদন ওঠেছিল। ডিআরএসে আম্পায়ার কলের কারণে গোল্ডেন ডাক পেয়েছেন ধীরও। ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে ডিওয়াল্ড ব্রেভিসকে দলে নেয় মুম্বই। তৃতীয় ওভারে আবারও আসেন বোল্ট। প্রথম বলেই সিঙ্গেল নিয়ে তাকে হ্যাটট্রিক থেকে থামিয়ে দেন ঈশান কিষাণ। কিন্তু পরের বলেই গোল্ডেন ডাক হয়ে যান ব্রেভিস।
আইপিএলে ১৭তম বার খাতা না খুলতেই আউট হন রোহিত শর্মা। লিগে সবচেয়ে বেশি শূন্য রান করা ব্যাটসম্যানদের তালিকায় যৌথভাবে শীর্ষে উঠে এসেছেন তিনি। রোহিত ছাড়াও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের উইকেটকিপার-ব্যাটসম্যান দীনেশ কার্তিকও ১৭ বার আউট হয়েছেন।