IPL 2024: নেটে স্টাবসকে বোলিং করেননা কূলদীপ, দিল্লি শিবিরে আবার কি হল?

আইপিএল ২০২৪-এ (IPL 2024) কুলদীপ যাদব (Kuldeep Yadav) দুর্দান্ত বোলিং করছেন। আইপিএলের আগে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট...
techgup 12 May 2024 1:03 PM IST

আইপিএল ২০২৪-এ (IPL 2024) কুলদীপ যাদব (Kuldeep Yadav) দুর্দান্ত বোলিং করছেন। আইপিএলের আগে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজেও দেখা গিয়েছিল কুলদীপের ম্যাজিক। চলতি মরশুমে দিল্লির বোলাররা চূর্ণবিচূর্ণ হলেও কুলদীপের স্পিনের জবাব দেখা যাচ্ছে না ব্যাটসম্যানের হাতে। ৯ ম্যাচে ১৪ জন ব্যাটসম্যানকে আউট করেছেন কুলদীপ। টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের প্রধান অস্ত্র হতে চলেছেন কুলদীপ। এর জন্য এখন থেকেই প্রস্তুতিও শুরু করেছে সে।

দিল্লি ক্যাপিটালসের বিস্ফোরক ব্যাটসম্যান ট্রিস্টান স্টাবস (Tristan Stubbs) প্রকাশ করেছেন যে কুলদীপ যাদব তাকে নেটে বল করেন না। টি-টোয়েন্টি বিশ্বকাপে (T20 World Cup 2024) দক্ষিণ আফ্রিকা দলের সদস্য স্টাবস। দ্য গ্রেড ক্রিকেটার পডকাস্টে স্টাবসকে জিজ্ঞাসা করা হয়েছিল যে তিনি কুলদীপের গুগলি বেছে নিতে পারেন কিনা। এর উত্তরে স্টাবস বলেন, ''সে আমাকে বোলিং করে না। আমি অনেকবার তার মুখোমুখি হওয়ার চেষ্টা করেছি, কিন্তু সে বোলিং করেনি। আমার মনে হয় তিনি বিষয়টি গোপন রাখার চেষ্টা করছেন। তাই বলতে পারব না।"

https://twitter.com/gradecricketer/status/1789197258875191421

দক্ষিণ আফ্রিকার এই তরুণ ২০২৪ সালের আইপিএলে নিজের জন্য নাম তৈরি করেছেন। এখন পর্যন্ত যে ১২ ম্যাচ খেলেছেন, তার মধ্যে ১৮৮.১৭ স্ট্রাইক রেটে ৫৩ গড়ে ৩১৮ রান করেছেন এই মিডল অর্ডার ব্যাটসম্যান। দিল্লির লিগে ফেরার পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে স্টাবসের ব্যাটিং। নিজের প্রথম বড় আইসিসি টুর্নামেন্ট খেলতে নামা স্টাবস টি-টোয়েন্টি বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার গুরুত্বপূর্ণ খেলোয়াড় হিসেবে প্রমাণিত হতে পারেন।

Show Full Article
Next Story