WPL 2024: এবছরের সবচেয়ে রুদ্ধশ্বাস ম্যাচ! ৪ বলে ২ রান করতে পারল না দিল্লি, ১ রানে জয় ইউপির
আজ এক রোমহর্ষক ম্যাচের সাক্ষী থাকলো দিল্লির অরুণ জেটলি স্টেডিয়াম। আজ মহিলা প্রিমিয়ার লিগের (WPL 2024) ১৫ তম ম্যাচে...আজ এক রোমহর্ষক ম্যাচের সাক্ষী থাকলো দিল্লির অরুণ জেটলি স্টেডিয়াম। আজ মহিলা প্রিমিয়ার লিগের (WPL 2024) ১৫ তম ম্যাচে দিল্লি ক্যাপিটালস মহিলা দলের (Delhi Capitals Women) মতো পয়েন্ট তালিকার প্রথম স্থানাধিকারী দলকে মাত্র ১ রানে হারিয়ে মূল্যবান ২ পয়েন্ট সংগ্রহ করলো ইউপি ওয়ারিয়র্জ (UP Warriorz)।
টসে জিতে বোলিং নেওয়ার ট্রেন্ড এখন পুরোনো। বর্তমানে টসে জিতে বোলিং নেওয়ার সিদ্ধান্ত নিচ্ছে মহিলা প্রিমিয়ার লিগের প্রত্যেকটি দল। আজও টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন ইউপি ওয়ারিয়র্জের অধিনায়ক অ্যালিশা হিলি (Alyssa Healy)। টসে জিতে ব্যাট করতে নেমে স্কোরবোর্ডে ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৩৮ রান তোলে ইউপি। অ্যালিসা হিলির ২৯ রান এবং দীপ্তি শর্মার (Deepti Sharma) ৫৯ রানের ইনিংস ছাড়া আর কোনো তারকাকে তেমন রানের ইনিংস খেলতে দেখা যায়নি।
দিল্লি ক্যাপিটালসকে এই মরশুমের পঞ্চম জয়ের জন্য প্রয়োজন ছিল ২০ ওভারে ১৩৯ রান। যা তাড়া করতে নেমে ওপেনিংয়ে এসে দুর্দ্ধর্ষ ইনিংসের সূচনা করেন দিল্লির অধিনায়ক ম্যাগ ল্যানিং (Meg Lanning)। শেফালি ভর্মা (Shafali Verma) ১৫ রান করে নিজের উইকেট হারান। যাই হোক ল্যানিং একদিক থেকে ম্যাচটি ধরেছিলেন। অন্যদিকে আজ সেভাবে চলতে দেখা যায়নি অ্যালিস ক্যাপসি (Alice Capsey) এবং জেমিমাহ রড্রিগেস (Jemimah Rodrigues)।
দিল্লি ক্যাপিটালস তাদের ১১২ রান থেকে ১২৮ রানের মধ্যে দ্রুত ৪ টি উইকেট হারায়। এরপর জয়ের পথ তাদের জন্য বেশ দুর্গম হয়ে ওঠে। শেষ ১ ওভারে দিল্লিকে জিততে হলে প্রয়োজন ছিল ১০ রান। ক্রিজে ছিলেন রাধা যাদব (Radha Yadav) এবং জেস জোনাসন (Jess Jonassen)। শেষমেষ রাধা ৪ বলে ৯ রান করে গ্রেস হ্যারিসের (Grace Harris) শিকার হন। শেষে প্রয়োজন ছিল আর মাত্র ৪ বলে ২ রান, হাতে তখনো ছিল ২ উইকেট। এখান থেকেই ম্যাচটি মাত্র ১ রানে হারে দিল্লি। আজ ব্যাটে বলে কামাল করে ম্যাচের সেরা হয়েছেন দীপ্তি শর্মা। বল হাতে ৪ উইকেট শিকার করেছেন তিনি।
দিল্লি ক্যাপিটালস মহিলা বনাম ইউপি ওয়ারিয়র্জ ম্যাচের স্কোরকার্ড (Delhi Capitals Women vs UP Warriorz Match Scorecard):
ইউপি ওয়ারিয়র্জ: ১৩৮/৮ (২০ ওভার)
দিল্লি ক্যাপিটালস মহিলা: ১৩৭ (১৯.৫ ওভার)
ম্যাচটি ইউপি ওয়ারিয়র্স ১ রানে জয়লাভ করেছে।